গাজীপুরের যানজট ঠেকল রাজধানীতে
১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ এএম
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় মুসল্লিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জোবায়েরপন্থীরা। বিক্ষোভ ও অবরোধের কারণে গতকাল বুধবার দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে নগরবাসী। গতকাল সন্ধ্যায় মহাসড়কের উত্তরা এলাকায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর স্টেশন রোড ও শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জোবায়েরপন্থীরা। সড়ক অবরোধের প্রভাবে গাজীপুর দিয়ে ঢাকা থেকে বের হওয়া ও ঢাকায় ঢোকার উভয় পথে তীব্র যানজট দেখা দেয়। তা রাজধানীর উত্তরা, কুড়িল বিশ্বরোড, বনানী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজধানীর বিমানবন্দর ও এর আশপাশ এলাকায় গতকাল সন্ধ্যায়ও বিভিন্ন ধরনের যানবাহনকে যানজটে আটকে থাকতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনকর্মীরা।
উত্তরা প্রতিনিধি জানান, মহাসড়কের উত্তরা ও বিমানবন্দর এলাকা ঘুরে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জোবায়েরপন্থীদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় অংশে যানজট দেখা দেয়। বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার পথে উত্তরা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সড়কে ডাইভারশন করে দেয়।
বিদেশগামী মো. হাসান বলেন, ‘হঠাৎ করে মহাসড়কের যানজটের কারণে বিপদেই পড়ে গিয়েছিলাম। ভাগ্য ভালো, হাতে বেশি সময় নিয়ে বের হয়েছিলাম। তাতেও ফ্লাইট ছেড়ে দেওয়ার কিছুটা সময় আগে বিমানবন্দরে পৌঁছাতে পেরেছি। নাহলে বিদেশযাত্রাই শেষ হয়ে যেত।’
সৌখিন পরিবহনের চালক সুরুজ মিয়া বলেন, ‘সকাল ৯টার কিছু পর মাওনা চৌরাস্তায় এসে পৌঁছাই। এসে দেখি হুজুররা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এক ঘণ্টার বেশি সময় বাস বন্ধ করে বসে আছি। কিছু যাত্রী বাস থেকে নেমে গেছে।’
ইসলাম পরিবহনের যাত্রী আমেনা খাতুন জানান, তাঁর ছোট বোন স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। কারখানায় বোনের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে বাসে করে রওনা দেন তিনি। কিন্তু আন্দোলনের কারণে দীর্ঘ সময় ধরে বাসে বসে থাকতে হয়েছে। সোনার বাংলা পরিবহনের যাত্রী সবুজ মিয়া বলেন, ‘শত শত পরিবহন আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: মির্জা ফখরুল
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার