সাবেক সিবিএ নেতাকে পিটিয়ে হত্যা
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
রাজধানীর মতিঝিলে সাবেক সহকর্মীদের মারধরে আব্দুল হালিম (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি ছিলেন। বুধবার রাতে সহকর্মীরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।
জানা গেছে, নিহত আব্দুল হালিম বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন এবং এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহলা গ্রামে।
নিহত হালিমের ছেলে এজেডএম ফয়সাল খান বলেন, গত মঙ্গলবার বাবা ঢাকায় কাজে আসেন। বুধবার দিবাগত রাতে জানতে পারি কে বা কারা বাবাকে মারধর করেছে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বাবা মারা যান। ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতের সহকর্মী ও ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী বলেন, মৃত হালিম বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন। ২০২০ সালে চট্টগ্রাম পটিয়ার ব্যাংক থেকে অবসরে যান।
নাসিম আহমেদ চৌধুরীর অভিযোগ, ইউনিয়ন নিয়ে ব্যাংকের অন্যান্য সহকর্মীর সঙ্গে ঝামেলা চলছিল আব্দুল হালিমের। অক্টোবর মাসে ব্যাংকের বার্তাবাহক ফয়েজ ও ক্যাশিয়ার মিরাজ মতিঝিলের ইউনিয়ন অফিস থেকে হালিমকে বের করে দেন এবং হত্যার হুমকি দেন। এই ঘটনায় মতিঝিল থানায় ফয়েজ ও মিরাজের বিরুদ্ধে জিডি করেন হালিম। পদ ফিরে পেতে লেবার কোর্টে মামলা করেন তিনি।
তিনি আরও জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। বুধবার সন্ধ্যার দিকে মতিঝিল বিমান অফিসের গলিতে তারা কয়েকজন সহকর্মী চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় ফয়েজ ও মিরাজসহ সাত থেকে আটজন সেখানে এসে কেন কোর্টে মামলা করেছে, এ বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে হালিমকে কিল-ঘুষি মারতে শুরু করেন তারা। এতে হালিম অচেতন হয়ে পড়েন। তখন হালিমকে টেনেহিঁচড়ে ১০ তলায় ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে হালিমের অবস্থা আরও নাজুক হয়ে যায়। পরে দ্রæত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান।
মতিঝিল থানার এসআই সজীব কুমার সিং বলেন, মতিঝিল বিমান অফিসের গলিতে আব্দুল হালিমের সঙ্গে তার পুরোনো কলিগদের পূর্বের জের ধরে ধস্তাধস্তি হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার সহকর্মীরা দ্রæত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ