রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
মিয়ানমারে টেকসই স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র দেখতে অত্যন্ত আগ্রহী বাংলাদেশ। প্রতিবেশি দেশটিতে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে রাখাইনে ফেরার আত্মবিশ্বাস ফিরে পেতে বাংলাদেশ সেখানে একটি অনুক‚ল পরিবেশ দেখতে আগ্রহী। গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত মিয়ানমার ও তার প্রতিবেশী পাঁচটি দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে এক অনানুষ্ঠানিক পরামর্শক সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসার সভাপতিত্বে ব্যাংককে ছয় দেশের আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে।
গত কয়েক মাসে মিয়ানমার থেকে বাড়তি ৬০ হাজার লোকজনের অনুপ্রবেশের ফলে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা মানবিক পরিস্থিতির অবনতিতে পররাষ্ট্র উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেন। তিনি সীমান্ত এলাকায় চলমান সশস্ত্র সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক সংগঠিত অপরাধ, ব্যক্তি, মাদক ও অস্ত্র পাচারের বিষয়েও গভীর উদ্বেগ জানান।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অগ্রাধিকার দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি ব্যাপক পথ নকশার আহŸান পুনর্ব্যক্ত করেছেন। তিনি মিয়ানমারে শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আরও সক্রিয় ভ‚মিকা পালনের জন্য আসিয়ান এবং অন্যান্য প্রধান আঞ্চলিক পক্ষগুলোর প্রতি আহŸান জানান। তিনি রাখাইন রাজ্যের অর্থনীতি পুনর্গঠনসহ বাংলাদেশের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন।
তৌহিদ হোসেন এ বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া তিন দফা প্রস্তাবের পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন ২০২৫ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তিনি অনলাইনের অপরাধগুলোসহ আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী এবং সীমান্ত সংস্থাগুলোর মধ্যে আরও গোয়েন্দা তথ্য বিনিময় এবং সহযোগিতার পরামর্শ দিয়েছেন।
মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে বিভিন্ন জাতিগত সশস্ত্র সংস্থার সঙ্গে সংলাপ, ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরির প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সরকারের ভ‚মিকার কথা টেনে এসব অপরাধচক্র মিয়ানমারে সশস্ত্র সংঘাতে মদদ জোগাচ্ছে। রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রত্যাবর্তনের জন্য সরকারের উদ্যোগের কথা জানান।
এর আগে, ব্যাংককে পৌঁছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তারা দুই দেশের স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে এবং দুই পক্ষের মধ্যে এর আগে সম্মত হওয়া ব্যবস্থার আলোকে রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন