কপাল পুড়ছে ‘নাতি-নাতনির’ মুক্তিযোদ্ধা কোটায় স্কুলে ভর্তি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম

বিগত ১৫ বছর দেশের সাধারণ ঘরের ছেলেমেয়েরা সুবিধা বঞ্ছিত থাকলেও মুক্তিযোদ্ধা ও ভুয়ামুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা বিশেষ সুবিধা পেতেন। তারা কোটায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতেন। সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে এবার বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাদ দিয়েছে সরকার। শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানরা এ কোটায় ভর্তির সুযোগ পাবেন। মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর এসে একজন বীর মুক্তিযোদ্ধার স্কুলপড়ুয়া সন্তান থাকার সম্ভাবনা খুবই কম।

সরকারি স্কুলে এবার লটারির পর মুক্তিযোদ্ধা কোটায় সারাদেশের সব স্কুলে চান্স পাওয়া মেধাতালিকা শিক্ষার্থীদের ছড়াছড়ি দেখা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন নামি শিক্ষাপ্রতিষ্ঠানে সব শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় একাধিক শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এমনকি প্রথম-দ্বিতীয় শ্রেণিতে এ সংখ্যা আরও বেশি। সংশ্লিষ্টদের তথ্যমতে, কয়েক হাজার শিক্ষার্থী মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চান্স পেয়েছে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ কোটায় আবেদন করা অভিভাবকরা।

ভর্তির দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অনেকে ভুল করে বা না জেনে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের এ কোটায় (সন্তান) আবেদন করেছেন। ফলে সফটওয়্যারের মাধ্যমে লটারিতে তাদের নাম চলে এসেছে। কাগজপত্র যাচাইয়ে তারা বাদ পড়বে।

জানা যায়, গত ১২-৩০ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে অনলাইন আবেদন নেওয়া হয়। গত ১৭ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়। ওইদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিতদের তালিকা পাঠিয়ে দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। লটারির মেধাতালিকা, প্রথম অপেক্ষমাণ এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশের পর তাতে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় এত সংখ্যক শিক্ষার্থীর চান্স পাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকে পোস্ট দিয়ে বিস্ময় প্রকাশ করেন। আবেদন করেও আসন শ‚ন্য না থাকায় চান্স না পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা এ নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলছেন।

মুক্তিযোদ্ধা কোটা চান্স পাওয়া শিক্ষার্থীদের অভিভাবক ও যেসব স্কুলে চান্স পেয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। ঢাকা ও ঢাকার বাইরের অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ জন অভিভাবকের সঙ্গে কথা বলে একজনও বীর মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া যায়নি। তারা সবাই নিজের সন্তানকে নাতি-নাতনি কোটায় আবেদন করিয়েছেন। অনেকে কাগজপত্র জমা দিতে গিয়ে বিষয়টি জেনেছেন। অনেকে আবার কাগজপত্র জমা দিয়েও এসেছেন।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী ব্র্যাঞ্চে প্রথম শ্রেণিতে ইংলিশ ভার্সনে সাতজন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা সন্তান কোটায় চান্স পেয়েছে। দ্বিতীয় শ্রেণিতে ১৬ জন, তৃতীয় শ্রেণিতে ৯ জন, চতুর্থ শ্রেণিতে ৮ জন, ষষ্ঠ শ্রেণিতে চারজন, সপ্তম শ্রেণিতে তিনজন, অষ্টম শ্রেণিতে পাঁচজন, নবম শ্রেণিতে একজন মেধাতালিকায় স্থান পেয়েছে। বিভিন্ন ভার্সন ও শাখা মিলিয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দেড় শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চান্স পেয়েছে। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অভিভাবকরা।

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে মোছা. আলিনা তোরাইফা। আলিনার বাবা মো. তৌফিকুজ্জামান বলেন, ‘আমর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। গত বছর আমি আমার আরেক সন্তানকে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটায় ভর্তি করেছিলাম। এবারও আবেদনের সময় মুক্তিযোদ্ধা কোটায় টিক চিহ্ন দিয়েছি। মেয়ে চান্স পেয়েছে। কিন্তু প্রিন্সিপালকে ফোন দিলাম, তিনি বলছেন ভর্তি নেওয়া যাবে না।’

একই স্কুলের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নির্বাচিত হয়েছে নাহিয়ান বিন জামান। তার দাদা একজন মুক্তিযোদ্ধা। অথচ সন্তান কোটায় ছেলেকে আবেদন করিয়েছেন নাহিয়ানের বাবা মো. হাদিউজ্জামান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সরকার যে নাতি-নাতনি কোটা বাতিল করেছে, তা তো আমরা জানি না। তারা কোথায় বিজ্ঞপ্তি দিয়েছে? যদি আমরা নির্ভরযোগ্য মাধ্যমে এটা জানতে পারতাম, তাহলে আবেদনে মুক্তিযোদ্ধা কোটা সিলেক্ট করতাম না।’

রাজধানীর ভিকারুননিসা ন‚ন স্কুল অ্যান্ড কলেজের দুটি ব্র্যাঞ্চের তথ্য অনুযায়ী সেখানে প্রথম শ্রেণিতে ১২৩ জন এবং দ্বিতীয় শ্রেণিতে ১৪২ জন মুক্তিযোদ্ধা সন্তান কোটায় চান্স পেয়েছে। অন্য শ্রেণিতে আরো প্রায় আড়াইশ শিক্ষার্থী চান্স পেয়েছে। যাচাই-বাছাইয়ে তারা বাদ পড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম।

ভুল করে কেউ নাতি-নাতনি হয়েও ‘মুক্তিযোদ্ধার সন্তান’ কোটা আবেদন করে চান্স পেলেও ভর্তির সুযোগ নেই। সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। কেউ বিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে।
ভিকারুননিসা ন‚ন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা ব্র্যাঞ্চের প্রভাতী শাখায় প্রথম শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় চান্স পাওয়াদের তালিকায় রয়েছে আনজুমান আরা সিথি। তার নানা বীর মুক্তিযোদ্ধা। সিথির রেজাল্টের পাশে থাকা মোবাইল নম্বরে কল করা হলে রিসিভ করেন তার মা রাহেলা বেগম। তিনি বলেন, ‘এটা যে বাতিল করা হয়েছে, তা আমরা জানতাম না। চান্স পাওয়ার পর স্কুলে গিয়ে শুনেছি। ভর্তি নেবে না। এখন কিছুই করার নেই।’

শুধু বেসরকারি নয়, সরকারি স্কুলেও একইভাবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চান্স পাওয়াদের দীর্ঘতালিকা দেখা গেছে। রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে মোট ৮৭ জন মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভর্তির জন্য আবেদন করে চান্স পেয়েছে। তাদের প্রত্যেকে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি। ফলে তাদের ভর্তি নেওয়া হবে না। আসন শ‚ন্য থাকলে সেখানে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।

গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান উল্যাহ বলেন, ‘ভুল করে অনেকে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছেন। এবার তো ভর্তি নীতিমালায় নাতি-নাতনি কোটার কথা উল্লেখ নেই।’ ’
ঢাকার বাইরের নামি স্কুলগুলোতেও এমন ঘটনা ঘটেছে। রাজশাহীর গভ. ল্যাবরেটরী হাই স্কুলে ৬৩ জন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা সন্তান কোটায় চান্স পেয়েছে। তাদের কেউই মুক্তিযোদ্ধার সন্তান নয়। তারা নাতি-নাতনি। ফলে তাদের ভর্তির সুযোগ নেই বলে জানান স্কুলটির প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম। তিনি বলেন, ‘আমরা যাচাই-বাছাই করে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান কেউ হলে তাকে নেবো। তেমন তো কাউকে পাচ্ছি না।’

শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ভুল করে কেউ নাতি-নাতনি হয়েও মুক্তিযোদ্ধার সন্তান কোটা আবেদন করে চান্স পেয়ে গেলেও ভর্তির সুযোগ নেই। সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। কেউ বিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘ভর্তি নীতিমালায়ও এটা স্পষ্ট উল্লেখ ছিল যে শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ভর্তি কোটা সংরক্ষিত থাকবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলছি, কোনোভাবেই নাতি-নাতনি কোটায় ভর্তির সুযোগ নেই।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, ‘ভর্তি বিজ্ঞপ্তিতে যা আছে, সেটাই অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
আরও

আরও পড়ুন

পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে

পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে

জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু

জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু

বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি

বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২

নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়

নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়

ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু

ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু

গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে

গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে

কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি

কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও   ১৪ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি

ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী

আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন