৭ কোম্পানির হাতে সয়াবিন জিম্মি
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
কর্পোরেট হাউজের ব্যবসায়ী সিন্ডিকেটর আমদানিকারকদের দাবি মেনে নিয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করেছে সরকার। তারপরও বাজারে সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি। দাম বাড়ানোর ১০ দিন পরেও রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়ে গেছে। মিল পর্যায় থেকে কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে। রমজান মাসকে সামনে রেখে দেশে সয়াবিন তেলের বাজারে অস্থিরতা রয়েছে এখনও। এ সংকট কবে কাটবে, কবে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে- কারও কাছেই এ প্রশ্নের জবাব নেই। যদিও সরকার দাবি করছে, সয়াবিন তেলের বাজারে অস্বস্তি কেটেছে। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে যথেষ্ট পরিমাণে সয়াবিনের সরবরাহ রয়েছে। রাজধানীর একাধিক পাইকারি ব্যবসায়ী জানিয়েছেন, ডিলাররা চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ দিচ্ছেন না। রাজধানীর একাধিক বাজার ও একাধিক মহল্লার খুচরা দোকানে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। শনির আখড়ার খুচরা ব্যবসায়ী মনির হোসেন বলেন, বোতলজাত সয়াবিন পাচ্ছি না তাই বিক্রি করতে পারছি না। ক্রেতারা তেল নিতে এলেও তাদের তেল দিতে পারছি না। দাম বৃদ্ধির পর কেন কোম্পানীগুলো সয়াবিন তেল সরবরাহ করছে না তা রহস্যজনক।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বাজারে ছোট-বড় ১০/১২টি কোম্পানি সয়াবিন তেল বাজারজাত করলেও সাতটির মতো কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা, মেঘনা গ্রæপের ফ্রেশ, টি কে গ্রæপের পুষ্টি, সিটি গ্রæপের তীর, স্কয়ার গ্রæপের রাঁধুনি, বসুন্ধরা গ্রæপ ও এস আলম গ্রæপের সয়াবিন তেল। বাকিরা এই বড় সাতটির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বড় কোম্পানির ডিলারের মাধ্যমে সয়াবিন তেল বাজারজাত করে।
এদিকে পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সরকার প্রায়শই কোম্পানীগুলো থেকে টিসিবির জন্য হাজার হাজার লিটার সয়াবিন তেল ক্রয় করে। এই সুযোগে বাকি ৬টি কোম্পানি বেশি মুনাফার আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করে। ফলে সয়াবিনের বাজারের অস্থিরতা কাটে না। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দুই দফা সয়াবিন তেলের ওপর শুল্ক কমিয়েছে। তারপরও পরিস্থিতি নাগালের আওতায় আসেনি। ব্যবসায়ীরা মনে করেন, শুধু এই কয়েকটি কোম্পানির সিন্ডিকেটের কারণে বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাওরান বাজারের ব্যবসায়ীরা জানান, দাম বাড়ানোর ঘোষণার পর ডিলাররা বাজারে আগের চেয়ে সরবরাহ কিছুটা বাড়িয়েছে। তবে নতুন দামের তেল এখনও অনেক বাজারে ছাড়া হয়নি। ফলে সেখানে আগের দামেই বিক্রি করছেন তারা।
এর আগে, গত ৯ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছিলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, হঠাৎ খোলা বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি করা হয়। কোম্পানিগুলো দাম বৃদ্ধির লক্ষ্যে কারসাজি করে এমনটি করেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। ৬ ডিসেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাড়তি দামেও সয়াবিন তেল পাননি অনেক ক্রেতা- এমন অভিযোগও রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, সেই পুরনো চেনাজানা সিন্ডিকেট বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে কারসাজি শুরু করেছে। এবারের টার্গেট আসন্ন রমজান। এগুলো হচ্ছে আগাম প্রস্তুতি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ থেকে শুরু হতে পারে রমজান। তাই এত আয়োজন। সরকারের কাছ থেকে দাম বাড়িয়ে নিয়েও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করছে না উৎপাদনকারীরা। মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে তারা। ডিলার থেকে খুচরা বাজারেও সয়াবিনের সরবরাহ কমেছে।
খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বাড়তি দামেও চাহিদা মতো তেল পাচ্ছি না। সয়াবিন তেল না পেয়ে বিপাকে পড়ছেন ভোক্তারা। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও ভোক্তাদের সঙ্গে কথা বলে সয়াবিন তেলের সংকটের বিষয়টি জানা যায়। কয়েক সপ্তাহ ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দেয়। প্রথম দিকে চাহিদা অনুযায়ী সরবরাহ কমে যাওয়ায় পরবর্তীতে বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন। এমন পরিস্থিতিতে চলতি ডিসেম্বরের ৯ তারিখ বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেন। দাম বাড়ানোর পর বদলে গেছে বাজারের চিত্র। এখন বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। উধাও হওয়া সয়াবিন তেল কয়েক ঘণ্টার ব্যবধানে কীভাবে বাজারে এলো তা নিয়ে ক্রেতাদের প্রশ্নের শেষ নেই। তবে ব্যবসায়ীরা বলছেন, দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে, যা আশানুরূপ নয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২২ লাখ টন। ২০২৩-২৪ অর্থবছরে ২৩ লাখ টন আমদানি করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে চার দিনের ব্যবধানে বন্দরে এসেছে অপরিশোধিত সয়াবিন তেলের চারটি জাহাজ। ৫২ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আনা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেল ১ হাজার ২৩৬ ডলারে বিক্রি হয়েছে। আগের বছরের একই সময়ে এই দাম ছিল ১ হাজার ৬৭৪ ডলার। সেই হিসাবে দাম কমেছে ২৬ শতাংশ। কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে একই সময়ে ভোজ্যতেলের দাম ছিল চড়া। চলতি বছরের জানুয়ারিতে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮৭ থেকে ১৯০ টাকায় বিক্রি হয়েছে। যা ২০২২ সালের জানুয়ারিতে বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকায়। বিশ্ববাজারে এ সময়ে সয়াবিন তেলের দাম কমতে থাকলেও বাংলাদেশের ভোক্তাদের কাছে তার সুফল পৌঁছায়নি।
বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন জানিয়েছেন, আসন্ন রমজানে শুধু সয়াবিন তেলই নয়, প্রয়োজনীয় কোনও পণ্যেরই সংকট হবে না। রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের মজুত পর্যাপ্ত। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হয়ে এসেছে। আশা করছি আসন্ন রমজানে দেশের প্রতিটি মানুষ আনন্দময় রমজান ও ঈদ উদযাপন করতে পারবেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি