কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় গতকাল দুপুরে রূপালী ব্যাংকে হানা দিয়েছিল একদল ডাকাত। পরে বিকাল সাড়ে ৫টার দিকে সেখান থেকে অস্ত্রসহ তিনজন ডাকাত আত্মসমর্পণ করে।
এর আগে ডাকাতির খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে অবস্থান নেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ-র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যরা গিয়ে বাইরে থেকে ব্যাংকটি ঘিরে ফেলেন। এর আগে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। তবে এ ঘটনায় জিম্মি কারো কোনো ক্ষতি হয়নি। তাদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে এর মধ্যে চারটি পিস্তল। যা পরীক্ষা করা হচ্ছে আসল না নকল। এছাড়া চাকুও উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনজন তাদের নাম সাফায়েত, নীরব ও সিফাত বলেছে। নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করছে পুলিশ। এদের মধ্যে দু’জনের বয়স ১৪ এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা পুলিশের।
সরেজমিনে দেখা যায়, রূপালী ব্যাংকের এ শাখা যে ভবনে সেটি চারতলা। দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের শাখা, তৃতীয় ও চতুর্থ তলা আবাসিক এবং নিচ তলায় রয়েছে দোকান। সন্ধ্যায় সাড়ে ৭টার দিকেও ব্যাংকের আশপাশ ঘিরে ছিলেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা। পাশাপাশি উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা জেলার এসপি আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পরে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করে। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ডাকাত দলের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। ডাকাতরা জানালা দিয়ে অস্ত্রসমর্পণ করে। একটি বন্দুক জানালা দিয়ে ফেলা হয়। বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় তারা। পরে একে একে ডাকাত সদস্যরা বেরিয়ে আসে। তখন আইন-শৃঙ্খলা বাহিনী তিন ডাকাতকে গাড়িতে তুলে নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকের দ্বিতীয় তলায় ঢুকে পড়ে। তারা যখন সিঁড়ি দিয়ে ব্যাংকে ঢোকে, তখন নিচে অন্যান্য লোকজন ও ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে যান। সঙ্গে সঙ্গে কয়েকজন ব্যবসায়ী ও লোকজন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার একমাত্র সিঁড়ির মুখে থাকা কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপরই ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে তখনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ব্যাংকটি ঘিরে ফেলেন। পরে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান নেয়। তখন ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ জিম্মি হয়ে পড়ে। অভিযানে থাকা কর্মকর্তারা তখন ডাকাতদের সঙ্গে ‘সমঝোতা’র জন্য চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সজিট’ বা নিরাপদে প্রস্থান দাবি করে ডাকাতরা। ডাকাতরা চিরকুটের মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিল। সেই নম্বরে ডাকাতদের সঙ্গে যোগাযোগ করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডাকাতদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। রাত ৮টা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকাতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটের দিকে ব্যাংক পরিদর্শন শেষে রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের টাকা-পয়সা খোয়া যায়নি, জনগণের কোনো আমানতও খোয়া যায়নি। রোববার থেকে ব্যাংকের এই শাখায় আবার আগের মতো লেনদেন হবে। রূপালী ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, ডাকাতরা হানা দেয়ার সময় ব্যাংকে মোট ছয়জন গ্রাহক ছিলেন। তারা নিরাপদে আছেন। সে সময় ব্যাংকে ছিলেন সাতজন কর্মকর্তা, একজন অফিস সহকারী ও দু’জন ফায়ার গার্ড। ব্যাংকের ভেতরে থাকা সবাই সুস্থ আছেন। ব্যাংকের সব টাকা গুনে দেখা হয়েছে, এক টাকাও খোয়া যায়নি।
ডাকাতদের নিয়ে যাওয়ার সময় র্যাব-১০ সিও ও অতিরিক্ত ডিআইজি খালিদুল হাওলাদার বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যাংকের ভেতরে গিয়ে আমরা ডাকাতদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছি। পরে আমাদের কথায় সাড়া দিয়ে ভেতরে থাকা তিন জন ডাকাত দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। এ ঘটনায় মোট কতজন ডাকাত সদস্য ছিল, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকের ভেতরে জিম্মি থাকা কর্মকর্তা-কর্মচারী সবাই ভালো আছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্যাংকের ভেতরে তিন জন ডাকাত সদস্য ঢুকেছিল। তাদের আরো কিছু সদস্য ব্যাংকের বাইরে ছিল। তবে তাদের শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে বিকাল ৬টায় ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকে। তারা ১৫ লাখ টাকা দাবি করে। আইন-শৃঙ্খলা বাহিনী ডাকাতদের আত্মসমর্পণ করতে বাধ্য করে। এখন পরিস্থিতি শান্ত। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, অস্ত্রসহ তিনজন যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। পরে তাদের কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। রূপালী ব্যাংকে জিম্মি থাকা এক কর্মকর্তা জানান, ডাকাতরা আমাদের জিম্মি করলেও শুরু থেকেই ভালো আচরণ করে। পরে তারা আইন-শৃংখলা বাহিনীর সাথে কথা বলে আত্মসমর্পণ করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন