হঠাৎ উধাও পৌষের শীত!
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ : বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস : বৃষ্টির পর পৌষের কনকনে ঠান্ডা হাওয়ায় জেঁকে বসবে শীত
সবেমাত্র শুরু হয়েছে পৌষ মাস। পঞ্জিকার হিসাবে শীতকাল শুরু। ঠিক এ সময়েই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার দেশের অনেক এলাকা থেকেই পৌষের হাঁড় কাঁপনো চেনা-পরিচিত শীত হঠাৎ উধাও হয়ে গেছে! দিনের বেলায় সূর্যের তেজ ছিল বসন্তকালের মতো। আকাশ আংশিক মেঘলা থাকার ফলে উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাসের তীব্রতা অনেকটা কমে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও শৈত্যপ্রবাহ ছিল না। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে কিংবা এর নিচে নামলেই তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্ব-উত্তর জনপদের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সে.। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুন্ডে ৩১.৫ ডিগ্রি সে.। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৭ এবং সর্বনিম্ন ১৫.৩ ডিগ্রি সে.। রাতের সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি গতকাল দেশের অধিকাংশ স্থানে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল বেশিই। যা আবহাওয়ার ব্যতিক্রম আচরণ বটে।
এদিকে আবহাওয়া বিভাগ জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গতকাল ঘনীভ‚ত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া বিভাগের বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিক্ষিপ্ত এই ‘শীত নামানো বৃষ্টি’র পর উত্তরের কনকনে ঠাÐা হাওয়ার সাথে পৌষের শীত জেঁকে বসতে পারে। বৃষ্টির পর আগামী কয়েকদিনে ক্রমেই তাপমাত্রা হ্রাসের দিকে যেতে পারে বলে আবহাওয়া বিভাগ জানায়।
আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামী রোববার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর পরের ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাসের দিকে যেতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে