ঢাকা   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ এএম

সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে ‘র‍্যাবের অভিযানে পতিতা সর্দারসহ চার পতিতা গ্রেফতার।’ শীর্ষক শিরোনামে মূলধারার একটি জাতীয় দৈনিকের লোগো সম্বলিত একটি প্রতিবেদনের ছবি ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনটির ফিচারে ব্যবহৃত গ্রেফতারকৃতদের ছবিতে আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রয়েছেন।

 

 

এছাড়া একই দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ইউটিউবে প্রচারিত ভিডিওতে একই দাবি করা হয়েছে।

 

 

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে অসামাজিক কার্যক্রমের অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ র‍্যাবের অভিযানে গ্রেফতার হননি এবং দৈনিক নয়া দিগন্তও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। বরং ২০২১ সালে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ভিন্ন এক ব্যক্তির ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। পরবর্তীতে আলোচিত ছবির সাথে নয়া দিগন্তের লোগো সংযোজন করে বানোয়াট প্রতিবেদনটি প্রচার করা হয়েছে।

 

 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত প্রতিবেদনটি পূঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়।

 

 

প্রথমত, গণমাধ্যমের প্রতিবেদনের ভেতরে সাধারণত এরকমভাবে সাল ও তারিখ উল্লেখ করা হয় না।

 

 

দ্বিতীয়ত, গণমাধ্যমের শিরোনামের শেষে কখনো যতিচিহ্ন হিসেবে দাঁড়ি (।) বসে না। তবে উক্ত প্রতিবেদনের শিরোনামের শেষে এই চিহ্নটি দেখা যায়।

 

 

তাছাড়া, অনুসন্ধানে নয়া দিগন্তর ইপেপার ও ওয়েবসাইটে উক্ত দাবি সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

 

 

পরবর্তীতে, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে রাজশাহীর স্থানীয় গণমাধ্যম ধুমকেতু নিউজ এর ওয়েবসাইটে ২০২১ সালের ২০ জুন ‘চাঁপাইনবাবগঞ্জে দুই সর্দারসহ ৩ পতিতা আটক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির ব্যাকগ্রাউন্ড, পোশাক ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়। শুধুমাত্র সেখানে ভিন্ন এক ব্যক্তির পরিবর্তে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে দেখা যায়।

 

 

অর্থাৎ, এই ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সেখানে ওই ব্যক্তির স্থলে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর সিপিসি-১, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিধানিক দল অবৈধ্য অনৈতিক কাজে লিপ্ত ৩ জন পতিতা এবং ২ জন পতিতা ব্যবসা পরিচালনাকারীকে হাতেনাতে গ্রেফতার করে।

 

 

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, ওই সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের বেলালের বাজার গ্রামস্থ হুমায়ুন কবিরের মেয়ে জোবাইদা খাতুন এবং মোস্তফা আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৮) আটক করা হয়। জোবেরা খাতুনের বসতবাড়ির উত্তর ভিটির দক্ষিণ দুয়ারী টিনের ঘরে অভিযান পরিচালনা করে বৈধ্য অনৈতিক কাজে লিপ্ত তিন পতিতাকেও আটক করে।

 

 

এছাড়াও ২০২১ সালের ২০ জুন স্থানীয় অন্য একটি গণমাধ্যমেও এ সম্পর্কিত প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখিত বিবরণী থেকেও এ সম্পর্কে একই তথ্য জানা যায়।

 

অর্থাৎ ওই সময় র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া ছবির পুরুষ ব্যক্তি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নয়। তার নাম জাহাঙ্গীর আলম।

 

এছাড়াও ইন্টারনেটে এ দাবি প্রচারের কাছাকাছি সময়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের অফিশিয়াল ফেসবুক পেজে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে।

 

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গ্রেফতারের কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

 

সুতরাং অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২০২১ সালে র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া ভিন্ন এক ব্যক্তির ছবিকে বিকৃত করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ছবি দাবিতে নয়া দিগন্তর লোগো সম্বলিত একটি প্রতিবেদন ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...
*/ -->
  

আরও পড়ুন

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে

বিদেশে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ

বিদেশে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ

নতুন ‘স্ট্যান্ডার্ড’ স্থানের নামের তালিকা প্রকাশ করল চীন

নতুন ‘স্ট্যান্ডার্ড’ স্থানের নামের তালিকা প্রকাশ করল চীন

ডা. জুবাইদা রহমানের জামিন

ডা. জুবাইদা রহমানের জামিন

থানা ম্যানেজ করে ঘুরে বেড়াচ্ছেন ওয়ারেন্টভূক্ত আসামি লুৎফর

থানা ম্যানেজ করে ঘুরে বেড়াচ্ছেন ওয়ারেন্টভূক্ত আসামি লুৎফর

ডোনাল্ড ট্রাম্পকে সউদীতে ঐতিহাসিক ও বিলাসবহুল অভ্যর্থনা

ডোনাল্ড ট্রাম্পকে সউদীতে ঐতিহাসিক ও বিলাসবহুল অভ্যর্থনা

নিবন্ধন ও প্রতীক ফেরত পাওয়ার আপিলের রায় ১ জুন

নিবন্ধন ও প্রতীক ফেরত পাওয়ার আপিলের রায় ১ জুন

সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

চট্টগ্রাম বন্দর বিশ্বমানের হলে অর্থনীতি দ্রুতবেগে পরিবর্তন হবে : ড. মুহাম্মদ ইউনূস

চট্টগ্রাম বন্দর বিশ্বমানের হলে অর্থনীতি দ্রুতবেগে পরিবর্তন হবে : ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচনের দেখা নেই!

নির্বাচনের দেখা নেই!

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ফাজিল (ডিগ্রীতে) শতভাগ পাশের ধারা অক্ষুণ্ন

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ফাজিল (ডিগ্রীতে) শতভাগ পাশের ধারা অক্ষুণ্ন

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আদালতে ‘হেল্পলাইন’ সেবা চালু

আদালতে ‘হেল্পলাইন’ সেবা চালু

উকিল দম্পতির ১৪ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

উকিল দম্পতির ১৪ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার : খাদ্য উপদেষ্টা

রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার : খাদ্য উপদেষ্টা

এমপিদের শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা স্নাতক করার আবেদন

এমপিদের শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা স্নাতক করার আবেদন

ভারতের প্রেসিডেন্টের কাছে আজ পরিচয়পত্র পেশ করবেন রিয়াজ হামিদুল্লাহ

ভারতের প্রেসিডেন্টের কাছে আজ পরিচয়পত্র পেশ করবেন রিয়াজ হামিদুল্লাহ