বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নেই
২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম
১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ভারতের কলোনিতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। চট্টগ্রামের উন্নয়নের জন্য পাঁচ প্রস্তাব শিরোনামে এবি পার্টি, চট্টগ্রাম মহানগর এ মতবিনিময় সভার আয়োজন করে।
সম্প্রতি বিজয় দিবস নিয়ে করা এক মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ১৬ ডিসেম্বরের যে বক্তব্য সেটা আমার ব্যক্তিগত বক্তব্য। কোনো পার্টি পজিশন না। আমরা বলেছি, ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ দিবস হিসেবে পালন হতে পারে। সেদিন ওই জায়গায় বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না। আচ্ছা ভালো, ভারতের সৈনিকের হাতে আপনি আত্মসমপর্ণ করেন, কিন্তু সেখানে জেনারেল ওসমানী বসে থাকলে কি হতো।
জেনারেল ওসমানী সিলেট থেকে ঢাকায় আসার জন্য উড়াল দিয়েছিলেন। তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছিল। ভাগ্যিস মরে যাননি। এসব কারণে আমি বলেছি এটা আমার মুক্তির লড়াইয়ের বড় জায়গা। কিন্তু এ ডিসেম্বর মাসে আমরা ইন্ডিয়ান কলোনিতে পরিণিত হয়েছিলাম।
তিনি বলেন, ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদি একটি পার্সোনালি টুইট করেছেন। টুইটে তিনি বলেছেন, ৭১ সালের ভারতের বিজয়কে তিনি উদযাপন করছেন এবং ওই যুদ্ধে যে হাজার হাজার ভারতের বীর সেনাসদস্য মারা গেছেন তাদেরকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। এ টুইটের মধ্যে বাংলাদেশ নেই। বাংলাদেশের মুক্তির লড়াই নেই।
বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে অনেক কিছুই অমীমাংসিত উল্লেখ করে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমাদের স্বাধীনতার প্রশ্নে অনেক কিছুই মীমাংসিত না। আমাদের ৫৩ বছর ধরে বলা হয়েছে অনেক কিছুই মীমাংসিত। না, অনেক কিছুই মীমাংসিত না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যেক জেনারেশনকে তার মতো করে বুঝতে হয়। তার মতো করে বুঝে নিতে হয় কে আমার শত্রু, কে আমার মিত্র।
ভারতকে উদ্দেশ্য করে ফুয়াদ বলেন, প্রত্যেকবার ১৬ ডিসেম্বর আসলে আমাদের মনে করিয়ে দেওয়া হয়, আমি (ভারত) তোমার দেশ স্বাধীন করে দিয়েছি। এটা আমার আত্মমর্যাদার সঙ্গে যায় না। আমিও লড়াই করেছি। আমার হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। আপনি আমাকে সাহায্য করেছেন সেজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। ভারতের সেসব অফিসারদের বাংলাদেশ রাষ্ট্র পুরষ্কার দিয়েছে, স্বীকৃতও দিয়েছে। কতদিন ধরে ঋণ শোধ করলে, আমার ঋণ শোধ হবে। কতবার বললে পরে আমার কৃতজ্ঞতা শোধ হবে।
বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোস হবে না মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অংশ। কেউ যদি মনে করে থাকে সীমান্ত থেকে এসে চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারও চোখ ও হাত থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার প্রশ্নে কোনো আপোস হবে না। বাংলাদেশের ইতিহাসের পরদে পরদে যদি উল্টাতে হয় আমরা উল্টাবো। কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস হবে না। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ-রাজনীতি নিয়ে নতুন করে পড়াশোনা করতে হবে।
কয়েশত বছরের পুরোনো নীল ক্ষেতের বস্তাপঁচা গাইড বই পড়ে আপনারা চাণক্যপুরী থেকে মনে করে থাকেন বাংলাদেশের ভূখন্ডে হাত দেবেন, আপনাদের অনেকবার ভেবে দেখা উচিত।
এ সময় এবি পার্টি নগর কমিটির আহ্বায়ক গোলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব আবুল কাশেম, অর্থ সম্পাদক জাহেদ হাসান চৌধুরী, হায়দার আলী চৌধুরী ও মো. ইব্রাহিম উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু
অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
বিশিষ্ট ব্যবসায়ী টাইম ওয়ার্নারের প্রাক্তন সিইও রিচার্ড ডি. পারসন্সের মৃত্যু
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার
নতুন শাসকদের সাথে সংঘর্ষে সিরিয়ায় আসাদ অনুসারীদের হাতে ১৪ জন নিহত
কালকিনিতে ইউপি সদস্যসহ নিহত-৩, আহত-১০
রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম