হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত
০১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
বৃহত্তর ময়মনসিংহের অন্যতম সিন্ডিকেট হুন্ডি কারবারি চক্রের মূল হোতা সুকান্ত দত্ত অধরা থেকে হালুয়াঘাট ঢালু সীমান্ত দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এমপি, মন্ত্রী ও শীর্ষ নেতাদের ঢালু সীমান্ত দিয়ে দেশ ত্যাগে সহায়তার সুযোগে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে তথ্যাভাস রয়েছে। অবৈধ হুন্ডি ব্যবসায়ী চক্রের মূল হোতা সুকান্ত দত্তের বিরুদ্ধে জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও বহাল তবিয়তে অধরাই আছেন। সীমান্তের ওপারে ইন্ডিয়ায় ব্যবসায়িক অবস্থান থাকায় হুন্ডি কারবারী সুকান্ত দত্ত এ সুযোগকে কাজে লাগিয়েছেন বলে জানা যায়। এ চক্রের বিরুদ্ধে হুন্ডি, শিশু পাচার, অবৈধ চিনি চোরা চালান, মাদক, ও অবৈধ অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। বিগত পতিত সরকারের মদদপুষ্ট হুন্ডি কারবারি ট্রেক চেইঞ্জ করে এখন বিএনপি-জামাতের নেতা-কর্মীদের বখরা দিয়ে বহাল তবিয়তে রাতের আধাঁরে হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধ ব্যবসা করে আসছে।
সূত্রে জানা যায়, আলোচিত হুন্ডি ব্যবসায়ী সুকান্ত দত্ত দ্বৈত নাগরিকত্ব নিয়ে সীমান্তের ওপারে ব্যবসায়িক ঠিকানা করেছেন বিধায় অবৈধ ব্যবসায় আজও কোন প্রতিবন্ধকতা তৈরি হয় না। হালুয়াঘাটের গোবরাকুড়া, গাজিরভিটা ইউনিয়নের ভূটিয়াপাড়া, কাটাবাড়ি, ডোমনিকুড়া, বেলতলী ও ধোবাউড়া থানার ঘোষগাঁও সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় চিনি, মাদক, গরু ও অবৈধ অস্ত্র এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে বলে জানা যায়।
ভারতীয় সীমান্তবর্তী হালুয়াঘাটের গোবরকূড়া স্থল বন্দরে কয়লা আমদানির নামে অর্ধশত চোরা কারবারীরা অবৈধ অস্ত্র, শিশু পাচার, চিনি, গরু ও মাদক পাচারে জড়িত। তাদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন, হালুয়াঘাট মধ্য বাজােরের সুভাষ দত্তের ছেলে সুকান্ত দত্ত আব্দুল আলীর পুত্র হযরত, হাবীবুরের পুত্র রফিক, কেরামত আলীর পুত্র বিল্লাল,আব্দুল হালিমের পুত্র সাইফুল, মজিবর রহমানের পুত্র আল-আমিন। আওয়ামী যুবলীগের রাজনীতিতে সক্রীয় থাকায় বিগত ১৭ বছরে বিপুল অর্থ সম্পদ উপার্জিত হওয়ায় সুকান্ত দত্তের নেতৃত্বেই চলে আসছে অবৈধ এ ব্যবসা।
সরেজমিন তথ্যসূত্রে জানা যায়, গত ৪ঠা আগষ্ট ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে সুকান্ত দত্তের নেতৃত্বে ভূবনকুড়া ইউনিয়নের রঙ্গমপাড়া সীমান্ত দিয়ে ভোর রাতে বিপুল পরিমাণ ভারতীয় আগ্নেয়াস্ত্র অবৈধ পথে সরবরাহ করে তা ময়মনসিংহ শহর ও বিভিন্ন থানায় সরবরাহ করে। তাছাড়াও, আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের এমপি, মন্ত্রীদের শীর্ষ পর্যায়ে সখ্যতায় হুন্ডি ব্যবসার পাশাপাশি আগ্নেয়াস্ত্র, শিশু পাচার, চিনি, গরু ও মাদক পাচারে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে তথ্যাভাস রয়েছে।
স্থানীয়রা জানায়, জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ চক্রের বিরুদ্ধে একাধিক খবর প্রকাশিত হওয়ার পরও বহাল তবিয়তে আছেন, প্রশাসন কিছুই করতে পারেনি এদের, বরং আরও বহাল তবিয়তে চলছে শিশু পাচার, চিনি, গরু ও মাদক পাচার।
অবৈধ হুন্ডি ব্যবসায়ী সুকান্ত দত্ত কয়লা ব্যবসার আড়ালে চোরা কারবারির মাধ্যমে সরকারের হাজার কোটি টাকার কর ফাকি দিচ্ছেন। অতি স্বল্প মূল্যে ভারতীয় গরু ক্রয় করে অবৈধ পথে দেশের বিভিন্ন স্থানে চোরা কারবারির কাছে মোটা অংকে বিক্রি করছে। ফলে সীমান্ত এলাকায় চোরা কারবারিদের প্রবণতা আরও বৃদ্ধির আসংখ্যা করছেন স্থানীয়রা।
শ্রীবর্দীর ফিরোজ নামক গরু ব্যবসায়ী থানা পুলিশকে ম্যানেজ করার জন্য তেলীখালী গ্রামের মাঈনউদ্দিনের মাধ্যমে দশ হাজার টাকা প্রদান করেন। যদিও উক্ত দশ হাজার টাকা বর্তমানে আক্কাস মেম্বারের নিকট জমা রয়েছে বলে জানান মাঈনউদ্দিন। গাজিরভিটা ইউনিয়নের বেলতলী গ্রামের মালেক লাইনম্যান হিসাবে ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছে। তার অনুমতি ব্যতিরেক অবৈধ কোন মালামাল বাংলাদেশে প্রবেশ করেনা অত্র এলাকায়। পাশাপাশি রয়েছে ডোমনিকুড়া গ্রামের গরু ব্যবসায়ী আইনুল ও এমদাদ মেম্বার। গরু ব্যবসায়ী আইনুল ও এমদাদ মেম্বারের নিকট এ বিষয়ে জানতে চাইলে উভয়েই সীমান্তের গরু চুরি ব্যবসার সাথে জড়িত রয়েছেন বলে গণমাধ্যমের নিকট অকপটে স্বীকার করেন।
হালুয়াঘাটের সাইফুল, আইনুল ও এমদাদ মেম্বারসহ একাধিক গরু পাচারকারী এর সত্যতা স্বীকার করেন, লাইনম্যান রাশিদ মিয়ার মাধ্যমে সব মহলকে ম্যানেজ করে গরু ও চিনি চোরা কারবারি ব্যবসা করে আসছেন।
অপরদিকে, এ চক্রের সঙ্গে জড়িত রয়েছেন ময়মনসিংহ চেম্বার অব-কমার্সের এক শীর্ষ নেতা। ইন্ডিয়ান র'য়ের উপদেষ্টা হয়েও এখনো দাপিয়ে বেড়াচ্ছেন নগরজুড়ে। ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের দেশত্যাগে করছেন সহযোগিতা।
এ বিষয়ে কড়ইতলী স্থল শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা ও নাকুগাঁও স্থল সুল্ক ষ্টেশনের এ্যাসিস্টেন্ট রেভিনিউ কর্মকর্তাসহ হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ চক্রের হাত অনেক লম্বা, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট এমপি, মন্ত্রীদের মদদে অবৈধ চোরা কারবারিসহ হুন্ডি ব্যবসা করে আসছে। এ চক্রের বিরুদ্ধে আনীত অভিযোগটি তারা খতিয়ে দেখছেন বলে জানান। এলাকাবাসী দূদর্ষ এ প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং এ চক্রের মূল হোতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার উদ্ধাত্ত আহবান জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ- প্রিন্স
কাপ্তাইয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বিএনপিকে যে সবক দিলেন পিনাকী ভট্টাচার্য, ভিডিও ভাইরাল
আইইবি‘র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রিজুর মায়ের ইন্তেকাল
খাদ্য, বস্ত্র এবং বাড়ীহীন নারীর পাশে দৌলতপুর উপজেলা প্রশাসন
৬.১ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প, রীতিমতো কেঁপে উঠল চিলি
এক দশক বিরতির পর পর্দায় ফিরলেন ক্যামেরন ডিয়াজ
আমতলীতে দোকানঘর দখলে নিতে বিএনপি নেতার ৬ তালা
‘ভূমিদস্যু’ লতিফের বিরুদ্ধে কল্যাণ সমিতির পক্ষে মানববন্ধন
উসমানের ব্যাটে চট্টগ্রামের প্রথম জয়
অবৈধ পথে ইউরোপে মরণযাত্রা: ৪২ লাখ টাকায়ও মুক্তি মেলেনি আসাদের
বেড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
পদ্মায় নৌ পুলিশের অভিযান: ড্রাম ট্রাকসহ আটক ৩
হাসিনাকে পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশের ক্ষমতায় বসাতে পারবে না: গাজী আতাউর রহমান
‘ঢালাওভাবে’ বরখাস্ত অব্যাহত থাকলে চাকরিবিধি মেনে বড় কর্মসূচি
বিওয়াইডি’র বিদ্যুচ্চালিত গাড়ি প্রশিক্ষণে চালকদের ব্যাপক সাড়া
শীঘ্রই দেশে নির্বাচন হবে এবং সরকার গঠন করবে বিএনপি: রেজাউল করিম বাদশা
নিখোঁজের ১২ ঘন্টা পরে পুকুরে ভাসছিলো শিশুর মরদেহ : মৃত্যু নিয়ে রহস্য
নওগাঁর উপর দিয়ে বইছে মৃদু শৈতপ্রবাহ
মেয়াদ বাড়ল ছয় সংস্কার কমিশনের