ডাকসু নিয়ে অপপ্রচার হচ্ছে, প্রতিবাদ করলো ছাত্রদল
০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম
ইনকিলাব ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিষয়ে আলোচনা না করতে ভিসির সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই অভিযোগকে ‘অপপ্রচার’ উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, বুধবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সমর্থিত সিন্ডিকেট সদস্যদের অংশগ্রহণ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানানোর পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানান প্রোফাইল, পেজ ও গ্রুপে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মনগড়া তথ্য পরিবেশন করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর যাবত বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও মানবাধিকারসহ সব গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সংগ্রাম চালিয়ে গেছেন।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সে লড়াইয়ে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন এবং গুমের শিকার হয়েছেন। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ১৪৩ জন ছাত্রদল নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন অনেকে। তাদের আত্মত্যাগের ওপরে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে গণতান্ত্রিক প্রতিজ্ঞা রয়েছে, সে অনুসারে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, সেটিকেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের প্রাণের দাবি হিসেবে বিবেচনা করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনায় বারংবার ডাকসু সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে।
ডাকসু বিষয়ে ঢাবি ছাত্রদলের দুই শীর্ষ নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে ছাত্র সংগঠনসমূহসহ সব অংশীদারের প্রস্তাবনা আহ্বান করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ও তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আলোচনার মাধ্যমে ডাকসুর উপযুক্ত সংস্কার ও নিয়মিত নির্বাচন চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার মনোভাব পোষণ করছে। এর পরেও ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, ছাত্রদল ডাকসু নির্বাচন দেরিতে হোক এরকম বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মনগড়া শিরোনামে সংবাদ প্রচার করা নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হীন একটি চক্রান্তের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে।
এমতাবস্থায় এসব বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রচারের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ডাকসু নির্বাচন বিষয়ে ছাত্রদলের অবস্থান নিয়ে কাউকে বিভ্রান্ত না হতে এবং সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক তথ্য যাচাই করে প্রচার করতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, আটক ২
বিপিএল সিলেট পর্বের সূচি
দুই দিনের রিমান্ডে সাদপন্থি নেতা শফিউল্লাহ
ভর্তি পরীক্ষার আবেদন ফি কামানোসহ ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ঢাকা মাতিয়ে এবার সিলেটে বিপিএল
কটিয়াদীতে মনোহারী দোকান আগুনে পুড়ে ছাই
নেতা মানিকের হাতে ট্রফি দিলেন ইউএনও জাকির হোসেন, ভুল না ইচ্ছাকৃত ?
ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন টিউলিপ
তানজানিয়ার সাশ্রয়ী জ্বালানি সিএনজি বিপ্লব, স্টেশনের অভাবে ধীর গতি
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
লক্ষ্মীপুরে আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
১৭ বছর মোরেলগঞ্জের তৃণমুল বিএনপির পাশে ছিলাম: কাজী খায়রুজ্জামান শিপন
গৌরনদী উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে-সুলতান সালাউদ্দিন টুকু
যারা আ.লীগের সঙ্গে বিএনপিকে যারা তুলনা করে তারা শয়তানের বাবা: শামসুজ্জামান দুদু
মেলোনি-ট্রাম্পের বৈঠক , ইউরোপ-আমেরিকা সম্পর্কের নতুন অধ্যায়
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল
এটি আসলে একটি ভিন্ন জগৎ, এখানে অনেক চ্যালেঞ্জ : ড. ইউনূস
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্লোজ
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো: রেজানুর রহমান