জিয়া অরফানেজ ট্রাস্ট : খালেদা জিয়ার আপিল শুনানি ফের বুধবার

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৫, ০২:২২ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানির জন্য বুধবার (৮ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আজমল হোসেন খোকন। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, হাইকোর্ট বিভাগ এ মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। শুধু তাই নয়, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে, সেই অর্থও সুরক্ষিত আছে, সেই অ্যাকাউন্টে তা সুরক্ষিত আছে। তারা আরো বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই এ রায় দেওয়া হয়।

এর আগে সকাল ১০টায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়। গত বছরের ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেন আপিল বিভাগ। পাশাপাশি খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সার সংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

সোমবার (৬ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ৩ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন চেম্বার আদালত।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।

একইসঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বাকি চার আসামি হলেন- সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ
২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৯২৭টি, নিহত ৭ হাজার ২৯৪ জন
ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে হত্যাকারী হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে দেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি: রিজভী
বিপুল অর্থ লোপাটের পরও ধরা ছোয়ার বাইরে শেখ রেহানার ‘ফান্ড ম্যানেজার’
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারের রাষ্ট্রদূত
আরও

আরও পড়ুন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

সৈয়দপুরে এবার গত মৌসুমের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ

সৈয়দপুরে এবার গত মৌসুমের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৪ জন আটক

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৪ জন আটক

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ

নেত্রকোনায় তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি'র কম্বল বিতরণ

নেত্রকোনায় তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি'র কম্বল বিতরণ

মতলবে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু

মতলবে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু

প্রেমিকা রোজার বিষয়ে মুখ খুললেন ফায়েজ

প্রেমিকা রোজার বিষয়ে মুখ খুললেন ফায়েজ

পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম আটক

পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম আটক

২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৯২৭টি, নিহত ৭ হাজার ২৯৪ জন

২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৯২৭টি, নিহত ৭ হাজার ২৯৪ জন

ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে হত্যাকারী হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে দেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি: রিজভী

ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে হত্যাকারী হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে দেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি: রিজভী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করবে হামাস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করবে হামাস

হাঙ্গেরির শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হাঙ্গেরির শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জবি প্রক্টরের ওপর হামলায় ৭২ ঘন্টার আল্টিমেটাম

জবি প্রক্টরের ওপর হামলায় ৭২ ঘন্টার আল্টিমেটাম

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬

বিপুল অর্থ লোপাটের পরও ধরা ছোয়ার বাইরে শেখ রেহানার ‘ফান্ড ম্যানেজার’

বিপুল অর্থ লোপাটের পরও ধরা ছোয়ার বাইরে শেখ রেহানার ‘ফান্ড ম্যানেজার’

থাইল্যান্ডে হাতির আক্রমণে পর্যটকের মৃত্যু, মাহুত অভিযুক্ত

থাইল্যান্ডে হাতির আক্রমণে পর্যটকের মৃত্যু, মাহুত অভিযুক্ত

চিকিৎসা সেবার বেহাল দশা, রোগীর খাবার মান নিম্নমানের

চিকিৎসা সেবার বেহাল দশা, রোগীর খাবার মান নিম্নমানের

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারের রাষ্ট্রদূত

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারের রাষ্ট্রদূত

টিসিবির নতুন চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ

টিসিবির নতুন চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ

সেই ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সেই ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ