ইসলামী ভাবধারা প্রচারের নামে মাহফিলে যারা রাজনীতি করছে ধরা খাবে
১০ জানুয়ারি ২০২৫, ১২:০৯ পিএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০১:০০ পিএম
ইসলামিক মাহফিল এর নামে কর্তৃপক্ষের পারমিশন নিয়ে মাঠ বরাদ্দ নিয়ে যারা রাজনীতি বক্তব্য প্রচার করছে তারা ধরা খেয়ে যাবে। কিছু কিছু ব্যক্তি বর্ণচোরা তারা আস্তে আস্তে বের হতে শুরু করেছে, যদি রাজনীতি করতে হয় তাহলে সম্মুখেই করুন। গতকাল সাভারের আশুলিয়ার দিঘীরপাড় পশ্চিমপাড়া বাইতুল মকবুল জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন এই বক্তব্য দিয়েছেন ।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বাংলাদেশের আলেম ওলামারা অন্তত রাষ্ট্রের ২০পারসেন্ট কমপক্ষে মানুষের দেখভাল করছে। ছোট ছোট শিশুদের দেখভাল করছে। এতিম খানা আছে, লিল্লাহ বোর্ডিং আছে, আবার নানাবিধ কার্য্যক্রমও করছে।
ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসকে বলা হয় মানুষের তৈরী স্বর্গ। সেই লস এঞ্জেলস পুড়ে ছাই হয়ে যাচ্ছে । বিশ্বের সবচেয়ে দামী দামী ফল সেরা আঙ্গুর, বেদানা বেহেস্তি ফল আছে। বিশ্বের ধনী রথি মহারথিদের লস এঞ্জেলসে ঠিকানা আছে এটা বিরাট ব্যাপার। সেই লস এঞ্জেলস কিন্তু আগুনে পুড়তেছে। কমলা হ্যারিস যিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন তার বাড়িও পুড়ে শেষ। প্রায় ৬০ খেবে ৭০ বিলিয়নের ডলারের ঘরবাড়ি পুড়ে ছাই।
তিনি বলেন, আল্লাহর ইশারা ছাড়াকিছুই চলে না।লস এঞ্জেলস টিকতে পারে নাই। বিশ্বের লন্ডন, নিউইর্য়াক এগুলো কিন্তু বিজ্ঞানিরা বলতেছে এই শতাব্দীর শেষে সব বার্ণার হবে। আমাদের বাংলাদেশ নাকি ডুবে যাবে। বাংলাদেশ আলেম ওলামা পীর আউলিয়া সুফি দরবেশের দেশ। এখানে আলেম ওলামাদের অনেক জিকির দোয়া আছে। যেই দেশে প্রাকৃতিক সংকট বেশি সেখানে মানুষ আল্লাকে বেশী ডাকে। আল্লাহ বেশি ডাক শুনার জন্যই ছোট ছোট সংকট, বড় সংকট দিচ্ছেন না। ওরা বড় বড় জিনিষ বান্ইাছে এক খেলাতেই শেষ। লন্ডন নিইউয়ার্ক ওয়াল্ডের বড় বড় শহর তলিয়ে যায়। আমরা যাইকিছু করি আমাদের সব কিছু আল্লাহতালা আমাদের চিন্তা ও আল্লার ইশারায় চলে।
তিনি আরও বলেন, ইসরাইলের পরে সবচেয়ে বড় ইহুদিদের উপাসনালয় সেটাওপুড়ে গেছে। অথচ তাদের এতো টেকনোলজি মহাশূন্য থেকে পানি দিবে বিদ্যুত দিবে, সমুদ্রের তলদেশ থেকে যুদ্ধ করবে, তাদের এতোই শক্তি যখন- তখন লক্ষ লক্ষ লোক মুহুর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে অথচ নিজের ঘরবাড়ি আর গাছপালা রক্ষা করতে পারে নাই। কারন পানির অভাব, বৃষ্টি নাই। আমাদের এখানে সাধারন একটা গান ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে, আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা’ আল্লাহ ইশারা না দিলে বৃষ্টি না দিলে পানি না দিলে কোন কিছুই কাজে আসবে না।
আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই পারে। মানুষ কোন কিছু সৃষ্টি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায়। সকলে আমরা যা কিছু আছে সন্তুষ্ট থাকি। সকলে মিলে আমরা আমল করি, সৎ থাকি তাহলে এই এলাকা আরও উন্নতি হবে।
বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার দিঘীরপাড় পশ্চিমপাড়া বাইতুল মকবুল জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমরা সাভারের লোকজন অত্যান্ত ভালো ও আবেগপ্রবোন, ভালো কথা। এখানে মুসল্লীর থেকে মসজিদ বেশি। যার একটু সামর্থ আছে সেই মসজিদ করতেছে।
আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই পারে। মানুষ কোন কিছু সৃষ্টি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায়। সকলে আমরা যা কিছু আছে সন্তুষ্ট থাকি। প্রতেকদিন সকলে মিলে আমরা আমল করি সৎ থাকি তাহলে এই এলাকা আরও উন্নতি হবে।
প্রধান অতিথি বলেন, মসজিদ প্রাঙ্গণে একটি মাদ্রাসার পরিকল্পনা আছে। অজুখানা টয়লেট নির্মাণের ব্যবস্থা তারাতাড়ি হয়ে যাবে। আপনারা যা নিয়ত করেছেন দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে।
এখানে মালেক সাহেবরা ভালো জায়গায় আসলে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ন হয়ে যাবে। ছোট জায়গায় থেকেও অনেকে ধনী হয়ে গেছে। আবার বড় জায়গায় থেকেও লস এঞ্জেলসের মতো শেষ হয়ে গেছে।
লাসানিয়া লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ফরেস্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহমুদ বিন নুরুল হক। বিশেষ আলোচক গোহাইলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জাফর উল্লাহ, মুফতি উবাইদুল্লাহিল কারীম।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিস মল্লিক, হাফিজ উদ্দিন, মাহফিল কমিটির সদস্য মাসুম ইকবাল কামালসহ আরও অনেকেই।
মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন আন নূর যুব সংগঠন ও এলাকাবাসী।
ওয়াজ মাহফিলে বক্তাগণ ঈমান ও আমলের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরআন হাদীসের আলোকে দীর্ঘক্ষণ ওয়াজ করেন। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, এলাকাবাসীর সার্বিক কল্যাণ কামনায় ও মুসলমানদের ঈমান-আমলের সাথে চলার দিক নির্দেশনায় প্রতি বছর এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল
জিনপিং নয়, চীনের পক্ষে কে যাচ্ছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে?
হাসিনার ফ্যাসিস্ট জামানার হিসাব ও বিচার চায় মানুষ - সিলেট বিএনপি নেতা মাহবুব চৌধুরী
যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমানশক্তিকে অদম্য হয়ে উঠছে চীন
মুরাদনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
'ইত্যাদি' তে ভাঙচুর-মারামারির অভিযোগ ভূয়া
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১
২০২৪ সালে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম
মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার
এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও: মুশফিকুল ফজল আনসারী