মীসরাইতে বালুখেকোদের থাবায় নদীগর্ভে বিলীন কৃষিজমি
১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
মীরসরাইয়ে ফেনী নদীতে বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, দেখা দিয়েছে নদী ভাঙন। উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের তিলকের খালের মুখে রাতে অন্ধকারে বালু উত্তোলনের যন্ত্র দিয়ে কাটা হচ্ছে চর। ফেনী নদীর একপাশে মীরসরাই উপজেলা অপর পাশে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন। দুই পাশে চলছে বালু উত্তোলনের মহোৎসব।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষি জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি ফুলকপি, টমেটো, মরিচ, শিম, লাউ, মুলাসহ অন্যান্য সবজির আবাদ করেছে স্থানীয় কৃষকরা। রাতের আঁধারে কেটে নিয়ে গেছে তাদের জমি। ইতোমধ্যে প্রায় ১০ থেকে ১২ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাতে কৃষি জমিতে চর কাটে, দিনে নদীতে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা যেনো দেখার কেউ নেই। প্রতিবাদ করলে দিচ্ছে প্রাণ নাশের হুমকি।
ক্ষোভ প্রকাশ করে আশি বছরের বৃদ্ধ শুধাংশু রায় বলেন, এই দেশে কোনো প্রশাসন নেই। প্রশাসন থাকলে এতো অমানবিক ভাবে আমাদের জমি কাটতো না। আমার পৈতৃক জমি নদীতে চলে গেছে। আগেও কাটতো, এখনো কাটছে। আমার প্রায় ৩ একর জমি শেষ।
কৃষক মুক্তিযোদ্ধা মো. আসলাম বলেন, আমরা কি এই জন্য দেশ স্বাধীন করেছি? অমানবিকতার একটা সীমা আছে। দিনে ফসলের কাজ করে বাড়িতে গেলে সকালে এসে দেখা যায় জমি নাই।
আরেক কৃষক আবুল কাশেম বলেন, প্রশাসন চাইলে সব সম্ভব কিন্তু প্রশাসন এসে দেখে আবার চলে যায়। কোনো প্রতিকার না করায় তারা আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে পুরো অলিনগর গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।
এর আগে গত ৩১ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্রসহ পরিদর্শনে যান ফেনী নদীর এই অংশে। তবে কোনো অভিযান পরিচালনা করেননি তিনি। তখন উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে পরিমাণ বোট কাটার দিয়ে বালু উত্তোলন করছে সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার মতো জনবল এখন নেই। শিগগিরই যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, বিজিবির সহযোগিতায় ফেনী নদীতে ছাগলনাইয়া উপজেলার সোনাপুর মৌজায় টাস্কফোর্সের একাধিকবার অভিযান পরিচালনা করেছিল। এতে প্রায় ৭৫টি শ্যালো মেশিন জব্দ করা হয়েছিল। কিন্তু মীরসরাইয়ে কাটার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করা হয়নি।
ফেনী নদী বালু মহাল সমিতির ব্যবস্থাপনা পরিচালক হাজ্বী মহসীন আলী জানান, বালু উত্তোলনের জন্য নির্দিষ্ট জায়গায় অর্থাৎ নদীর মধ্যখান থেকে বালু উত্তোলন করা জন্য বলা হয়েছে। কিন্তু কেউ যদি কৃষি জমি কেটে নিয়ে যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে বালু মহাল নিবে না।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালি আছে, বাগান নেই
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত