মেলাজুড়ে ছাড় দিয়ে ক্রেতা টানার চেষ্টা : প্রতারণার ফাঁদ খাবার হোটেলে
১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসরের ১৩তম দিনে দুপুর থেকেই বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা। বেড়েছে বেচাকেনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নের এ বছরের আসরটি ঘিরে স্টলে স্টলে ব্যবসায়ীরা ছাড় দিয়ে ক্রেতা টানার চেষ্টা করতে দেখা গেছে। যদিও এ ছাড়ে সন্তুষ্ট নয় ভোক্তারা। এদিকে খাবার হোটেলগুলো যেন একেকটি প্রতারণার ফাঁদ পেতে বসে আছে।
মেলা ঘুরে দেখা যায়, মূল ভবনের উত্তরপার্শ্বে রয়েছে বেশকিছু খাবারের হোটেল। এসব হোটেলের বেশিরভাগেই সাইনবোর্ড টানানো হয়েছে পুরান ঢাকার হাজী বিরিয়ানি নামে। যদিও ক্রেতা ও দর্শনার্থীদের অভিযোগ এসব কেবল নামেই হাজী বিরিয়ানি, আসল নয়।
মেলা ঘুরে জানা যায়, এসব খাবারের হোটেলগুলোর সামনে বেশকিছু কর্মী ছাড় দেয়ার প্রলোভন দেখিয়ে হাঁকডাক করছেন ভালোমানের খাবার খেতে। দাম ও পরিমাণ বললেই চেয়ারে বসার অনুরোধ করেন। আর চেয়ারে বসলেই শুরু হয় প্রতারণা। বিশেষ করে পরিবার পরিজন ও শিশু বাচ্চাদের নিয়ে আসা দর্শনার্থীদের টার্গেট করে তারা। দাম না চুকিয়েই তড়িঘড়ি করে খাবার টেবিলে দেয়া হয় খাবার। আর খাওয়া শেষে ইপিবির তালিকার বাহিরে অতিরিক্ত বিল, বকশিসের নামে হয়রানি, পরিমাণে কম দিলেও প্রতিবাদ করেন না ভুক্তভোগীরা। এমন চিত্র বাণিজ্যমেলায় হাজী বিরিয়ানির ৩টি খাবার হোটেলের।
মুন্সিগঞ্জ শহর সদর এলাকা থেকে ঘুরতে আসা ভুক্তভোগী শুভ ঘোষ বলেন, মেলায় পরিবার নিয়ে ঘুরতে এসে খেতে গিয়ে রীতিমতো গলা কাটার শিকার হলাম। মেলার হাজী বিরিয়ানি নামে একটি হোটেলে ৩৫০ টাকা প্লেট বিফ কাচ্চি বলে আমাদের খাওয়ালো। পরে ওই মূল্য থেকে আরো ৫০ টাকা বাড়িয়ে সার্ভিস ফি নামে দাবি করলো। শুধু তাই নয়, হাত ধোয়ানোর নামে আরো ৫০ টাকা চাইলো। এতে চরমভাবে বিব্রত হলেও ঝামেলা এড়িয়ে চলে আসলাম। এদিকে এবারের আয়োজন গত সব বছরের রেকর্ড অতিক্রম করবে বলে আশা করছেন মেলার আয়োজক সংশ্লিষ্টরা।
মেলা ঘুরে দেখা যায়, শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে বাহারি আয়োজন। নাগরদোলা, চরকি, ওয়াটার গেম, সøাইডারসহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থায় শিশুদের সঙ্গে উৎসবমুখর সময় কাটাচ্ছেন তাদের অভিভাবকরাও। মেলায় ঘুরতে এসে শিশুদের আনন্দময় মুহূর্তগুলো হয়ে উঠছে পরিবারের সবার জন্যই এক বিশেষ অভিজ্ঞতা। মেলায় আগত দর্শনার্থী গোয়ালপাড়ার বাসিন্দা তানজুমা আইজি ইকরা বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেবল কেনাকাটার স্থান নয় বরং এটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য, বিনোদন এবং তারুণ্যের উদ্যমের এক মেলবন্ধন। এখানকার প্রতিটি আয়োজন দর্শনার্থীদের জন্য হয়ে উঠেছে স্মরণীয় এবং অনুপ্রেরণামূলক। আমরা রূপগঞ্জবাসী এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করছি।
মেলায় থাকা হাজী বিরিয়ানির ম্যানেজার সানোয়ার হোসেন বকুল বলেন, খাবার নিয়ে কারো অভিযোগ নেই, আমরা চেষ্টা করি আমাদের সুনাম ধরে রাখতে। আর নকল হাজী বিরিয়ানি কি না জানতে চাইলে তিনি বলেন, হাজী তো আর একজনই না। আসল হাজী যিনি পুরান ঢাকায় বসবাস ও ব্যবসা শুরু করেছিলেন তিনি এখন আর নাই। ফলে হাজী ব্যবহার সবাই করছে, আমিও করছি। তাই বলে আমরাই পুরান ঢাকার তা দাবি করিনি। বকশিস প্রসঙ্গে তিনি বলেন, বকশিশ টকশিশ কেউ জোর করে নেয় না। যার যা খুশি দিতেই পারে।
মেলায় ঘুরতে আসা গাজীপুরের ধীরাশ্রম এলাকা থেকে ঘুরতে আসা শরীফা আক্তার বলেন, মেলায় সবকিছুর দাম বেশি আর ভিড় তো আছেই। ছাড় দেয়া শুরু হয়েছে। তাও দাম বেশিই মনে হচ্ছে।
বাণিজ্য মেলায় ঘুরতে আসা ডিকেএমসির পরিচালক নজরুল ইসলাম বলেন, মেলায় আসবো আর খাবার খাবো না তা হয় না। অন্য যে কোনোও মেলা থেকে এখানের বিষয়টাই আলাদা। কেনাকাটা ও খাবার এটাই এই মেলার আকর্ষণ।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য নিয়ে এসেছে দেশি-বিদেশি নানান পণ্যের সমাহার। তবে মেলায় কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নানান মুখরোচক খাবারের আয়োজন এবং বিনোদনের ব্যবস্থা। এ বছর মেলার ভিন্নধর্মী কিছু আয়োজন দর্শকদের অভিজ্ঞতায় যোগ করেছে নতুন মাত্রা। কোথাও ১০ ভাগ, কোথাও ২০ ভাগ আবার কোথাও ৫০ ভাগ ছাড় দেয়ায় ঘোষণা সম্বলিত বোর্ড ঝুলাতে দেখা গেছে স্টলগুলোতে। ব্যবসায়ীদের দাবি, মেলা জমাতে ছাড় দিতেই হয়। আর ছাড়ের আশায় বাড়ে দর্শনার্থী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালি আছে, বাগান নেই
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্লট দুর্নীতি : শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা
নেছারাবাদে গার্মেন্টস কর্মীকে ধর্ষন গ্রেফতার-৩
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ
হামাসের নতুন নেতা কে এই মোহাম্মদ সিনওয়ার?