রংপুরে নেসকোর সভায় মুজিববর্ষের ছবি নিয়ে তুমুল হট্টগোল
১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
রংপুরে প্রিপেইড মিটার নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) মুজিব বর্ষের লোগো ব্যবহার নিয়ে তীব্র হট্টগোল হয়েছে। নেসকোর সব ফ্যাসিবাদী কর্মকর্তাকে অপসারণ করতে হবে। বিভিন্ন প্রকল্পের দুর্নীতির তদন্ত করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিষ্কার করে শাস্তি দিতে হবে। তা না হলে আমরা মাঠে নামতে বাধ্য হবো। একপর্যায়ে মতবিনিময় সভা পÐ হয়।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে আন্দোলনকারী নাগরিকদের সঙ্গে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। সেখানে নাগরিকদের পক্ষে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ, সদস্য খায়রুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহŸায়ক ইমতিয়াজ আহমেদ, জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, সভার শুরুতে প্রিপেইড মিটার স্থাপনের উপযোগিতা বোঝাতে প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বিভাগ-১-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীন। এ সময় নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মÐলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহŸায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, নেসকো প্রিপেইড মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভার প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো ব্যবহার করে অন্তর্র্বতী সরকার ও ২৪-এর গণঅভ্যুত্থানকে চ্যালেঞ্জ করেছেন। এটা কোনো ভুল নয় বরং পূর্বপরিকল্পিত। তারা ফ্যাসিবাদের সুবিধাভোগী। তারা ফ্যাসিস্ট হাসিনাকে প্রমোট করতে চাচ্ছে। নেসকোর সব ফ্যাসিবাদী কর্মকর্তাকে অপসারণ করতে হবে। বিভিন্ন প্রকল্পের দুর্নীতির তদন্ত করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিষ্কার করে শাস্তি দিতে হবে। তা না হলে আমরা মাঠে নামতে বাধ্য হবো।
জাতীয় নাগরিক কমিটির রংপুরের সংগঠক আলমগীর নয়ন বলেন, নেসকো সুকৌশলে সভায় মুজিববাদ বহালের অপচেষ্টা করেছে। এর সঙ্গে উপস্থাপনকারী নেসকোর প্রধান প্রকৌশলীসহ অন্য সবাই জড়িত। আমাদের কাছে তথ্য আছে নিয়োগের সময় তিনি ১০ নম্বরে ছিলেন। সেখান থেকে লাফ দিয়ে এক নম্বর হয়ে নিয়োগ পেয়েছেন। আওয়ামী লীগের সরাসরি মেকানিজমে তিনি নিয়োগ পেয়েছেন। তাকে দ্রæত অপসারণ করতে হবে।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রিপেইড মিটার প্রকল্পটি ফ্যাসিস্ট সরকারের আমলের অর্থ লোপাটের একটি প্রকল্প। এর মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি পাচার করেছে পতিত সরকার। আমরা আন্দোলন করছি এই মিটার স্থাপন না করার জন্য। কিন্তু তারপরও নেসকো প্রকল্পের নামে অর্থ তছরুপের জন্যই জনগণের দাবি উপেক্ষা করে মিটার লাগাচ্ছিল। তারা যে ফ্যাসিস্টের অনুসারী সেটা প্রমাণ হলো সভায় মুজিববর্ষের লোগো ব্যবহার করে। আমরা এই মিটার স্থাপন বন্ধের পাশাপাশি যারা ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছেন নেসকো থেকে তাদের অপসারণ চাই। ঘটনাস্থলে উপস্থিত নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মÐল বলেন, এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমি দুঃখ প্রকাশ করছি। কীভাবে এটা হলো তা জানার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে প্রতিবাদের মুখে পÐ হয়ে যায় সভা। পরে নেসকো তদন্ত কমিটি গঠনের কথা জানায়। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, এই ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ বন্ধ থাকবে। তিনি বলেন, প্রিপেইড মিটার স্থাপন নিয়ে জনগণের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতেই আমরা সভাটির আয়োজন করেছিলাম। কিন্তু সভায় তাদের প্রেজেন্টেশনে মুজিবর্ষের লোগো ছিল। এটা একেবারেই অগ্রহণযোগ্য। সকলেই আমরা এটার প্রতিবাদ করেছি। আমরা মনে করছি সভাকে বিতর্কিত করার জন্যই এটা করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছি। এ ছাড়াও প্রিপেইড মিটার কার্যক্রম বন্ধের জন্যও আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি।
মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রেও মুজিববর্ষের লোগো ব্যবহার করায় তোলপাড় চলছে। এর আগে গত ২২ ডিসেম্বর তথ্যমেলায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত লিফলেট বিতরণ করার ঘটনায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানকে বরগুনায়, জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোক্তারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ে বদলি এবং জেলা মৎস্য কর্মকর্তা ড. মুহাম্মদ সালাহ উদ্দিন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সাংবাদিকদের বলেন, নেসকোর প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়ে সভায় আয়োজন করা হয়েছিল। কিন্তু নেসকোর উপস্থাপনায় হঠাৎ করে মুজিব বর্ষের লোগো আসে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। আমরা একযোগে সবাই প্রতিবাদ জানিয়েছি। সভাটিকে বিতর্কিত করতে ইচ্ছাকৃতভাবে এটি করা হতে পারে। জেলা প্রশাসক জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। এ ছাড়া নেসকোর প্রিপেইড মিটার স্থাপন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালি আছে, বাগান নেই
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্লট দুর্নীতি : শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের দুই মামলা
নেছারাবাদে গার্মেন্টস কর্মীকে ধর্ষন গ্রেফতার-৩
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ
হামাসের নতুন নেতা কে এই মোহাম্মদ সিনওয়ার?