লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যেই চলছে ব্যাপক লুটপাট, আটক আরো ১০ জন
১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম
গত এক সপ্তাহ পরেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল বরং বাতাসের গতিবেগ বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে।
দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও দশজনকে আটক হয়েছে।
এর মধ্যে তিনজন ব্যক্তির বিরুদ্ধে দুই লাখ মার্কিন ডলারেরও বেশি অঙ্কের মালামাল লুটের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান।
এ নিয়ে গত কয়েক দিনে লুটপাটের অভিযোগে অন্তত ৩৯ জনকে আটক করলো যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিভিন্ন এলাকা থেকে লুটপাট ও চুরির আরও অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় আরও শক্ত অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
“ইতোমধ্যেই যারা দাবানলের আগুনে সবকিছু হারিয়েছে, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আর ক্ষতি করবেন না,” পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
আক্রান্ত এলাকায় থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে, যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
কেউ কারফিউ ভাঙলে তাকে এক হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তারা।
লুটপাট করতে ছদ্মবেশ ধারণ
লস অ্যাঞ্জেলেসের দাবানল আক্রান্ত এলাকায় লুটপাট চালাতে অনেকে ছদ্মবেশের আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ।
লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন, তাদের মধ্যে কমপক্ষে দু'জন ব্যক্তি দমকল কর্মী সেজে লুট করতে গিয়েছিলেন বলে জানানো হয়েছে।
এ অবস্থায় সবাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
এদিকে, চুরি ও লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, তিনি ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন। চারশো জন এর মধ্যেই কাজ করছে।
ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসন এর আগে এক হাজার অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন।
“মালিবু এলাকায় আমি একজনকে দেখলাম একেবারে দমকল কর্মীর মতো। তিনি বসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তিনি ঠিক আছেন কি না। বুঝতেই পারিনি যে তাকে হ্যান্ডকাফ পরাতে হবে,” সাংবাদিকদের বলেন শেরিফ লুনা।
"আমরা তাকে পুলিশে দিয়েছি। কারণ তিনি দমকল কর্মীর মতো পোশাক পরে ছিলেন, যদিও তিনি বাহিনীর কর্মী নন।"
"তিনি একটি বাড়িতে লুটপাট করছিলেন। এমন পরিস্থিতি আমাদের পুলিশ কর্মকর্তাদের মোকাবেলা করতে হচ্ছে," বলেন বলছিলেন শেরিফ লুনা
ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এখন ১৪ হাজার দমকল কর্মী কাজ করছে। তাদের সহায়তা করছে ৮৪টি এয়ারক্রাফট ও ১৩৫৪টি ফায়ার ইঞ্জিন।
এক লাখ পাঁচ হাজার মানুষ এখনো বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন আরও ৮৭ হাজারের ওপর সরে যাওয়ার সতর্কতা আছে।
পুলিশ জানিয়েছে, প্রায় ১২ হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হয়েছে। তবে লুটপাটের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার প্রথমবারের মতো অভিযোগ গঠন করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ব্লেক চাউ জানান, অপরাধীদের চিহ্নিত করতে বিভিন্ন বিভাগ একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্দশার সময়ে তাদের ভোগান্তি আরও বাড়ানোর চেষ্টা অত্যন্ত নিন্দনীয়।
এমন দুর্যোগের সুযোগ নিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। সূত্র: এএফপি
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফেরি থেকে লাফ দিয়ে পদ্মায় নিখোঁজ মহিলা দুইদিনেও উদ্ধার হয়নি
অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ
বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি: বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন
অবশেষে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক
সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে: কৃষি উপদেষ্টা
বিএনপি কেন এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় ?
খুলনায় ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিংও মেকানিক্স প্রশিক্ষণ সমাপ্ত
চট্টগ্রামের জলাবদ্ধতা সমাধানে চার উপদেষ্টা পেলেন বিশেষ দায়িত্ব
বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ালেন মার্কিন তারকা বিয়ন্সে
‘জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার, ঘোষণা পরে’
আকাশে আলোর ঝলকানি, সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকা
বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের ২৮তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন
টিউলিপের বিরুদ্ধে শিগগিরই আসছে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন
বিশ্বনাথে ‘ব্রেস্ট ক্যান্সার বিষয়ক’ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ওমরাহ টিকিটে তুঘলকি কান্ড রমজানে টিকিটের দাম ৯০০ ডলার
৮ মহিলাকে যৌন হেনস্তায় অভিযুক্ত বিশ্বখ্যাত সাহিত্যিক
জেদ্দায় হজ-ওমরাহ মেলা পরিদর্শনে ধর্ম উপদেষ্টা
জবি ছাত্রদলের বিবৃতি, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না সংগঠন
শিশুদের জন্য সহায়তায় সেন্ট্রো টেক্স লিমিটেড ও এসওএস শিশু পল্লী বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সম্পন্ন
মাজারে হামলা-হুমকিতে সরকার নিষ্ক্রিয় কেন? ডা: জাহেদ উর রহমান