বাংলাদেশে আসছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শমসদ
১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৫১ এএম
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিতে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শমসদ মীর্জা আগামী মার্চ মাসে বাংলাদেশ সফরে আসছেন। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্রগুলো এ খবর নিশ্চিত করে বলেছেন, আসন্ন এই সফর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক ও আঞ্চলিক ভূরাজনীতির ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ।
জেনারেল সাহিরের সফর সম্পর্কে অবগত এক কূটনীতিক বলেন, জেনারেল সাহিরের এই সফরটি পাকিস্তানের আগ্রহেই অনুষ্ঠিত হচ্ছে। গত ডিসেম্বর মাসে এই সফরের জন্য ইসলামাবাদের পক্ষ থেকে ঢাকাকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে ওই কূটনীতিক জানান।
আগামী মার্চ মাসে এ সফর অনুষ্ঠিত হবে। তবে সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। জেনারেল সাহির আসন্ন এই সফরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানসহ অন্যান্য পদস্থ সামরিক কর্মকর্তা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য বৈঠক করবেন। এছাড়া বেশ কয়েকটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন জেনারেল সাহির।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সিলেটে অবস্থিত স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের একটি পাসিং আউটে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দিতে পারেন জেনারেল সাহির।
উল্লেখ্য, জেনারেল সাহির সিলেটের এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন। এসব কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ আর্মি স্টাফ কলেজের তরুণ কর্মকর্তাদের উদ্দেশে গেস্ট স্পিকার হিসেবে বক্তৃতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জেনারেল সাহির।
পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির এখন দেশটির সামরিক কূটনীতিতে রীতিমতো মুখ্য ভূমিকায় অবতীর্ণ। বিশেষ করে মুসলিম দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাম্প্রতিক সময়ে তিনি একের পর এক দেশ সফর করেছেন।
গত এক বছরেরও কম সময়ে জেনারেল সাহির সৌদি আরব, ইরাক, কুয়েত, জর্ডান, ওমান ও আজারবাইজান সফর করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি এখন বাংলাদেশ সফরে আসছেন।
এদিকে এক যুগেরও বেশি সময় পর পাকিস্তান আয়োজিত বহুজাতিক নৌমহড়া ‘আমান-২০২৫’-এ অংশ নিচ্ছে বাংলাদেশ।
আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি করাচিতে এ মহড়া অনুষ্ঠিত হবে। এ মহড়ায় চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশসহ ৫৪টি দেশ এবার অংশ নিচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম সারির একটি যুদ্ধজাহাজ এই মহড়ায় অংশ নেওয়ার জন্য এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে বলে সামরিক সূত্রে জানা গেছে। ২০১২ সালের পর পাকিস্তান আয়োজিত বহুজাতিক নৌমহড়া আমান-এ অংশ নেয়নি বাংলাদেশ।
বিগত শেখ হাসিনার আমলে ভারতের আপত্তিতে পাকিস্তানের সঙ্গে সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারেনি বাংলাদেশ। ২০২২ সালে পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ পিএনএস তাইমুর চট্টগ্রাম বন্দরে ডক করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকার তার অনুমতি দেয়নি। এরপর ২০২৩ সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকার বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজকে গুড উইন ভিজিট বা শুভেচ্ছা সফরে পাকিস্তান যাওয়ার অনুমতি দেয়।
পাকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়। তবে ওই সফর শুরুর ঠিক ৪৮ ঘণ্টা আগে বাংলাদেশের পক্ষ থেকে তা বাতিল করা হয়। মূলত ভারতের আপত্তির কারণে সরকার তখন ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। বাংলাদেশ সরকারের তখনকার ওই সিদ্ধান্ত পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে।
আসন্ন ‘আমান-২০২৫’-এ অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তানের নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি মহড়ায় অংশ নেওয়া অন্যান্য দেশের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের একটি সুযোগ তৈরি হবে।
‘আমান-২০২৫’ সম্পর্কে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ পাকিস্তান মিডিয়াকে বলেছেন, এ বহুজাতিক নৌমহড়ায় অংশ নিতে বিভিন্ন দেশের নৌবাহিনী, কোস্টগার্ড ও অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্তাব্যক্তিরা একত্র হবেন। তাদের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুসহ পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া সন্ত্রাস দমন, সমুদ্র নিরাপত্তাসহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক রীতিমতো তলানিতে পৌঁছায়। জুলাই বিপ্লবে শেখ হাসিনার উৎখাতের পর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন যাত্রা শুরু হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ফিরে এসেছে। এরই মধ্যে দুই সরকার প্রধানের মধ্যে দুই দফা বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। নতুন করে শুরু হয়েছে ব্যবসা-বাণিজ্য।
আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খুব শিগগির অনুষ্ঠিত হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। পারস্পরিক সামরিক সহযোগিতার ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে নতুন যাত্রা। বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। প্রতি বছর পাকিস্তানে একশ’রও বেশি ট্রেনিং প্রোগ্রামে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা।
এদিকে বাংলাদেশ-পাকিস্তান সামরিক ক্ষেত্রে নতুন এই সহযোগিতা নিয়ে রীতিমতো হৈচৈ শুরু করে দিয়েছে ভারত। এ ব্যাপারে সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) অশোক কুমারকে উদ্ধৃত করে একাধিক ভারতীয় গণমাধ্যম বলেছে, বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের পাকিস্তানের প্রতি ঝোঁক দিন দিন বেড়েই চলেছে। এছাড়া পাকিস্তানের সামরিক নেতারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে যেভাবে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন, তা আগামী দিনগুলোয় দিল্লির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি