এবার শাহবাগ অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের

Daily Inqilab অনলাইন ডেস্ক

২২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

লাখ লাখ টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পেরে সকাল থেকে আন্দোলনে চলছে। প্রথমে কারওয়ান বাজার ও পরে সেখান থেকে সরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে রাস্তা অবরোধ করা হয়। আর এবার শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

 

অবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু, কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা।

 

তাদের দাবি, এমবিবিএস ডাক্তারের পাশাপাশি আমাদের সহযোগিতা ছাড়া পুরোপুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত কর্মকর্তা বিসিএস সাধারণ ক্যাডার চাই এবং আমরা স্বাস্থ্য বিভাগের সংস্কার চাই ও সব বৈষম্য দূরীকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণ চাই।

 

দাবি প্রসঙ্গে মাহমুদ হোসেন নামক শিক্ষার্থী বলেন, অনেক স্বপ্ন নিয়ে ম্যাটসে পড়তে এসে এখন শুধু অবহেলা আর অবজ্ঞাই দেখছি। আমরা চাইলেই উচ্চশিক্ষা নিতে পারি না, যা অন্যান্য প্রায় প্রতিটি সেক্টরেই সুযোগ আছে। প্রায় ৪ বছরের বেশি সময় আমাদের কোনো নিয়োগ নেই। অথচ গ্রামাঞ্চলের কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা দ্রুতই এর সমাধান চাই।

 

হাসান আরিফ নামক আরেক শিক্ষার্থী বলেন, আমাদের এই দাবিগুলো অনেক আগের। আমাদের নিয়োগ প্রক্রিয়া গত ১২ বছর ধরে আটকে আছে। এটা নিয়ে ২০১৭, ২০২৩ ও ২০২৪ সালেও আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি।

 

তিনি বলেন, আমাদের সেক্টর থেকে প্রাইভেট ও সরকারিতে কোনো চাকরিই নাই। স্বাস্থ্য খাতে ম্যাটসের থেকে মানুষ থাকার কথা থাকলেও দুর্ভাগ্যবশত তা নাই। শুধু তাই নয়, প্রতিটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সাব অ্যাসিস্টেন্ট মেডিকেল অফিসার (এসএসিএমও) পদ থাকলেও নিয়োগ বন্ধ আছে। আমরা মূলত সেই গলদগুলো দূর করার দাবি জানাতে এখানে সমবেত হয়েছি।

 

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, আমরা আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময়ে তারা আমাদের দাবি মেনে নেয়নি বা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। তাই আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

 

তিনি আরও বলেন, আমাদের ম্যাটসে নিয়োগ প্রক্রিয়া অনেকদিন যাবৎ আটকিয়ে রাখা হয়েছে। এতে অনেকেই পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না।

 

এ সময় তারা ৪ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো— বৈষম্যমুক্ত বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে; অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রধানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে; অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত এ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করার দাবি জানান তারা।

 

এর আগে বেলা সাড়ে ১১টায় শাহবাগ জাদুঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় সরকারকে এক ঘণ্টার সময় বেঁধে দেন তারা। নির্ধারিত সময়ে মধ্যে কোনো আশ্বাস না পেলে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিভুক্তি : ইরাবের সঙ্গে মতবিনিময়ে শিক্ষা উপদেষ্টা

প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিভুক্তি : ইরাবের সঙ্গে মতবিনিময়ে শিক্ষা উপদেষ্টা

লক্ষ্মীপুরে সড়কে অবৈধ ড্রাম ট্রাক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরে সড়কে অবৈধ ড্রাম ট্রাক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ পরিবার সর্বস্বান্ত, ৭টি  গরুর মৃত্যু

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ পরিবার সর্বস্বান্ত, ৭টি গরুর মৃত্যু

বিপিএলে তানজিদের ছক্কার রেকর্ড

বিপিএলে তানজিদের ছক্কার রেকর্ড

ট্রাম্পের গণ-নির্বাসন এবং আইসিই অভিযান পরিকল্পনা কীভাবে কাজ করছে?

ট্রাম্পের গণ-নির্বাসন এবং আইসিই অভিযান পরিকল্পনা কীভাবে কাজ করছে?

নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই নেই -মাওলানা ইমতিয়াজ আলম

নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই নেই -মাওলানা ইমতিয়াজ আলম

বেক্সিমকোর শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, বাস ও ট্রাকে আগুন

বেক্সিমকোর শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, বাস ও ট্রাকে আগুন

ভোলা-৩ আসনের সাবেক সাংসদ শাওন এর মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

ভোলা-৩ আসনের সাবেক সাংসদ শাওন এর মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

গভীর রাতে জানালার গ্রীল কেঁটে কচুয়ায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

গভীর রাতে জানালার গ্রীল কেঁটে কচুয়ায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

হাসিনাকে 'মা' ডেকে অনুতপ্ত নন জয়, প্রয়োজনে ড. মুহাম্মদ ইউনুসকে ডাকবেন বাবা

হাসিনাকে 'মা' ডেকে অনুতপ্ত নন জয়, প্রয়োজনে ড. মুহাম্মদ ইউনুসকে ডাকবেন বাবা

‘আমেরিকার স্বর্ণযুগ' নয়, বিশ্বের প্রয়োজন সমৃদ্ধি: মেদভেদেভ

‘আমেরিকার স্বর্ণযুগ' নয়, বিশ্বের প্রয়োজন সমৃদ্ধি: মেদভেদেভ

শেখ হাসিনার ‘নিশি রাতের ভোট’ নিয়ে দুদকের অনুসন্ধান শুরু

শেখ হাসিনার ‘নিশি রাতের ভোট’ নিয়ে দুদকের অনুসন্ধান শুরু

আফসান-আল-আলমের শেরপুরে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান

আফসান-আল-আলমের শেরপুরে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান

ইনকিলাবে সাক্ষাৎকার দেওয়া রিজভীর ভিডিও ভাইরাল

ইনকিলাবে সাক্ষাৎকার দেওয়া রিজভীর ভিডিও ভাইরাল

গভীর রাতে জানালার গ্রীল কেঁটে কচুয়ায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

গভীর রাতে জানালার গ্রীল কেঁটে কচুয়ায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

ধামরাইয়ে মায়ের অভিযোগে ছেলেসহ ছেলের বউ গ্রেফতার

ধামরাইয়ে মায়ের অভিযোগে ছেলেসহ ছেলের বউ গ্রেফতার

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

কুষ্টিয়ায় গাঁজা কেনা নিয়ে বাগবিতণ্ডা, হেলপারের হাতে ট্রাকচালক খুন

কুষ্টিয়ায় গাঁজা কেনা নিয়ে বাগবিতণ্ডা, হেলপারের হাতে ট্রাকচালক খুন

উপদেষ্টা, সচিব বরাবরে সিলেটে স্মারকলিপি এক সপ্তাহের মধ্যে পাথর ও বালু মহাল সচলের দাবি

উপদেষ্টা, সচিব বরাবরে সিলেটে স্মারকলিপি এক সপ্তাহের মধ্যে পাথর ও বালু মহাল সচলের দাবি

ফ্যাসিবাদ যেন সুযোগ না পায় -শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী

ফ্যাসিবাদ যেন সুযোগ না পায় -শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী