অনুষ্ঠানে অংশ নিতে নিরাপত্তাহীনতায় নারী তারকারা, ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া!
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

সারা বিশ্বে যেখানে নারী তারকাদের দিয়েই উদ্বোধন করা হয় বিভিন্ন অনুষ্ঠান ও শো-রুম। সেখানে আমাদের দেশেও এতদিন তাদের সাথে তাল মিলিয়ে নারী তারকাদের দিয়েই শোরুমসহ বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। তবে হঠাৎ করেই যেনো নারী তারকারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে বাধার সম্মুখীন হচ্ছেন। আবার নারী ফুটবলাররাও খেলতে পারছেন না মাঠে। হঠাৎ করেই নারীবিদ্বেষী মনোভাব লক্ষ করা যাচ্ছে এক শ্রেণীর মানুষদের মধ্যে।
যেখানে সৌদি আরবসহ বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলোতেও নারী তারকাদের দিয়েই উদ্বোধন করা হয় বিভিন্ন শোরুম আবার নারী খেলোয়াড়রা দিব্যি স্বাধীনভাবে খেলতে পারে সেখানে ধর্মীয় দিক সামনে এনে শুধুমাত্র বাংলাদেশেই কেন তাদের এসব অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হচ্ছে না বা মাঠে খেলতে দেওয়া হচ্ছে না এমন প্রশ্ন নেটিজেনদের। নারী তারকাদের অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেওয়া হলেও কোনো পুরুষ শিল্পীর অনুষ্ঠান বন্ধ বা বাধা দেয়ার খবর পাওয়া যায়নি এখনো। বিষয়টি নিয়ে কোন তারকা সরাসরি কথাও বলছেন না আবার সাংগঠনিকভাবেও কোন জোরালো অবস্থান চোখে পড়ছে না।
বাধার মুখে পড়েছেন এমন শিল্পীরাও এ বিষয়ে সংবাদমাধ্যমে খোলামেলা কোন কথা বলছেন না। তবে যারা কথা বলছেন তাদের দাবি, এসব হামলা বা বাধার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় খুঁজে বের করা উচিত এবং এ ধরনের ঘটনা রাষ্ট্রীয়ভাবেই প্রতিহত করা উচিত বলেও মনে করেন তারা। নুসাইবা নামের একজন ফেসবুকে লিখেছেন, একজন নারী হিসেবে ধিক্কার জানাই এমন কর্মকান্ডের। নারী তারকাদের যারা অংশ নিতে দিচ্ছে না তাদের খুঁজে বের করা হোক। তারকারা মূলত বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন। শোরুম উদ্বোধনসহ প্রচারণার কাজেও অংশ নেন তারা।
গত বছরের নভেম্বরে চট্টগ্রামে একটি লাইফ-স্টাইল পণ্যর শোরুম উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তিনি নিজেও চট্টগ্রামের মেয়ে। ওই দিন উদ্বোধন করতে চট্টগ্রামে পৌছেও গিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেষ নিরাপত্তার খাতিরে অনুষ্ঠান স্থলে যেতে পারেননি এই অভিনেত্রী। তিনি যাওয়ার আগেই সেখানকার 'সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা' নামের একটি ব্যানারে প্রতিরোধ করা হয়। সার্বিক নিরাপত্তার কথা ভেবে তিনি আর উদ্বোধনী আয়োজনে অংশ নেননি। সম্প্রতি এমন ঘটনা অহরহ ঘটছে। এতে করে নারী তারকারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে গত ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে স্থানীয় কিছু মানুষ। এসময় বিক্ষুব্ধরা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়াও ভাঙচুর করেন। এ ঘটনাটিও দেশব্যাপী বেশ আলোচিত হয়। তানিয়া নামের একজন লিখেছেন, যেখানে সৌদি আরবে মেয়েদের খেলতে বাধা দেওয়া হয় না সেখানে আমাদের দেশে কেন এমন হচ্ছে? এটাই কি আমাদের স্বাধীনতা? সাম্প্রতিক সময়ে নারীদের নিয়ে একটি মহল বিদ্বেষী মনোভাব পোষণ করছে, যার ফলেই এমনটি ঘটছে বলে মনে করছেন নেটিজেনরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

জুয়ার টাকা সংগ্রহ করতে সহকর্মীকে হত্যা দুই বন্ধু গ্রেফতার

শৈলকুপায় ১০০টি কার্ডের টিসিবি পণ্য জোর করে নিয়ে গেলেন যুবদল নেতা

কক্সবাজারে বিমানবাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মামলা

দিনাজপুরে বিদ্যুৎ অফিসের আঞ্চলিক মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আবরার ফাহাদের নামে শেখ কামাল স্টেডিয়াম

বেড়ার সূতিখালি নদী এখন ফসলের মাঠ

১ টাকায় ইফতার

দেশটা কি মগের মুল্লুক?

গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা

গোদাগাড়ীতে গমের বাম্পার ফলনের আশা কৃষকদের

মাদারীপুরে নিরাপদ খাদ্যবিষয়ক সভা

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, আহত ৫

জনগণের ভোটের আন্দোলন এখনো শেষ হয়নি -মীর শাহে আলম

শেখ পরিবারের নামে থাকা ইবির সকল স্থাপনার নাম পরিবর্তন

ওয়ানডেকে বিদায় বলে দিলেন মুশফিক

দেশে ভোটের মাধ্যমে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা হবে -নাটোরে দুলু

মহেশখালীতে ছাত্র-জনতার মিছিলে বাধা, মারধরের অভিযোগে ১৫৩ জনের বিরুদ্ধে মামলা

পুকুরের নগরী রাজশাহী এখন পুকুরশূন্য

উন্নতির পথ খুঁজতে বিসিবি ‘দিনলিপি’