বিশ্ব ইজতেমায় বাদ আসর যৌতুকবিহীন বিয়ে আজ
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম

টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান ও এর আশপাশের এলাকা মুসলমানদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। বাদ আসর অনুষ্ঠিত হবে এ আয়োজনের অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে।
শনিবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। লাখো মানুষের জিকির আসকার, তসবিহ পাঠ ও ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে তুরাগ তীর।
বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, শনিবার ফজরের নামাজের পর থেকেই বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওবায়দুর রহমান।
তাবলীগের ছয় উসুলের বয়ানে মানুষের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, শনিবার বাদ আসর বয়ানের পর ইজতেমার মাঠে যৌতুকবিহীন বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহায়ের।
রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত।
একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হবে।
তিনি জানান, নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়।
পরে বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশে-পাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন। ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী এ বিয়েতে মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।
ইজতেমার প্রথম দিন শুক্রবার বাদ মাগরিব বয়ান করেছেন মাওলানা আহমাদ লাট। তা বাংলায় তরজমা (অনুবাদ) করেছেন মাওলানা ওমর ফারুক। তিনি তার বয়ানে কোরআন সুন্নাহ, রাসূল (সা.) ও সাহাবিদের অনুসরণ, পারস্পরিক সহাবস্থান ও তাবলীগ জামাতের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন।
বয়ানে তিনি বলেন, ‘তাবলিগের কাজকে প্রথাগত কাজ মনে করা যাবে না বরং তা নবীওয়ালা কাজ মনে করতে হবে। মানুষের হক নষ্ট করে তাবলিগের কাজ করা যাবে না।’
মাওলানা আহমাদ লাট বলেন, ‘আল্লাহ তায়ালা রহমান, দয়ালু সবার ওপর দয়া করেন তিনি। কোনো বিনিময় ছাড়া তিনি বান্দার ওপর দয়া করেন, ক্ষমা করে দেন। আল্লাহ তায়ালার সৃষ্টি ও বান্দা হিসেবে আমাদেরও সবাইকে ক্ষমা করার গুণ অর্জন করতে হবে। আমরা যখন প্রতিশোধ না নিয়ে কাউকে ক্ষমা করবে, আল্লাহ তায়ালা আমাদের ওপর অনুগ্রহ করবেন।’
তিনি বলেন, ‘আল্লাহর হুকুম মানার পদ্ধতি হলো কোরআন অনুসরণ করা। যখন মানুষ আল্লাহর কালাম অনুযায়ী জীবনযাপন করবে তখন তাদের মাঝে কোনো বিভেদ থাকবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা আল্লাহর কালামকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখেছি। এ কারণে আমরা সব কল্যাণ থেকে দূরে।’
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হবিগঞ্জের বাহুবল থানার রাগবপুর এলাকার নওয়াব উল্লার ছেলে মো. ইয়াকুব আলী (৬০)।
এর আগে শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার ডুমুরিয়া বাজার এলাকার বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) এবং দুপুরে শেরপুরের শ্রীবর্দী থানার রাণী শিমুল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে ছাবেদ আলী (৭০) মারা গেছেন।
হাবিবুল্লাহ রায়হান বলেন, ইজতেমা ময়দানেই তাদের লাশের জানাযা অনুষ্ঠিত হয়। পরে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

জাবি শিক্ষার্থীদের যাতায়াতে চালু হতে পারে পরিবেশবান্ধব 'কার্ট' গাড়ি

কর্মমুখী বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হবে

ওয়ানডের সেরা অলরাউন্ডার এখন ওমরজাই, চারে মিরাজ

বান্দরবানে পর্যটক ভ্রমণ নিশ্চিতে বাস মালিক সমিতির সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ

সিলেটে চাঁদাবাজির দায়ে যুবদলের ৩ নেতা বহিষ্কার, কিন্তু বিএনপির দখলবাজরা অপ্রতিরোধ্য: নেপথ্যে শীর্ষ নেতাদের সমঝোতা!

কাশিয়ানীতে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ

আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশে এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব

নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তি

এনআইডি ইসিতেই রাখতে চান সিইসি

ঝিনাইদহে আ’লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অভিযান চালাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজবাড়ীতে মাসব্যাপী নায্যমূল্যের বাজার উদ্বোধনের পরদিনই বন্ধ

কিউকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নেত্রকোনার দুর্গাপুরে কর্মচারীকে হত্যা করে ৭টি গরু নিয়ে গেলো দুর্বৃত্তরা

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী গ্রেপ্তার

ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক

কালিয়াকৈরে পরকীয়ায় যুবকের আত্মহত্যা

আশুলিয়া থানার ওসির সঙ্গে অসদাচরণকারী ভাইরাল সুমন গ্রেপ্তার