এখন থেকে ‘বলাৎকারও’ ধর্ষণ, জরিমানা ২০ লাখ
২৬ মার্চ ২০২৫, ০১:৪৫ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০২:০০ পিএম

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ জারি করা হয়েছে।
মঙ্গলবার রাতে জারি করা এ অধ্যাদেশে ধর্ষণের সংজ্ঞায় পরির্বতন এনে নারী ও শিশুর পাশাপাশি কোনো ছেলে শিশুকে ‘বলাৎকার’ (অর্থ কোনো ছেলে শিশুর মুখ বা পায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংঘটিত যৌনকর্ম)-কে ধর্ষণের অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে
এখন থেকে এই অধ্যাদেশ অনুযায়ী বলাৎকারের ঘটনাও ধর্ষণ হিসেবে বিচার করা যাবে। এ ছাড়া অধ্যাদেশে আইনের ৪(১) ধারার পরিবর্তন এনে অর্থদণ্ড এক লাখ টাকার পরিবর্তে ২০ লাখ টাকা করা হয়েছে।
নতুন এই অধ্যাদেশে ধর্ষণের তদন্ত ৬০ কার্যদিবসের স্থলে ৩০ কার্যদিবস এবং এ সময়ের মধ্যেও তদন্ত সম্পন্ন না হলে অতিরিক্ত ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার বিধান করা হয়েছে।
আইনের ১৮ (১) (ক) ধরায় বলা আছে, অভিযুক্ত ব্যক্তি অপরাধ করার সময় হাতেনাতে ধরা পড়লে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে।
আর ১৮(১)(খ) ধারায় বলা আছে, হাতেনাতে ধরা না পড়লে তদন্ত ৬০ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। এ জায়গায় পরিবর্তন করে অধ্যাদেশে ৩০ কার্যদিবস করা হয়েছে।
এ ছাড়া ১৮(২) ধারায় পরিবর্তন করে অধ্যাদেশে বলা হয়েছে, ‘কোনো যুক্তিসংগত কারণে উপ-ধারা (১)-এ উল্লিখিত সময়ের মধ্যে তদন্তকার্য সমাপ্ত করা সম্ভব না হইলে তদন্তকারী কর্মকর্তা তদন্তের মেয়াদ শেষ হইবার পূর্বে কেস ডায়েরিসহ বিলম্বের কারণ সংবলিত লিখিত প্রতিবেদন ট্রাইব্যুনালে বা, ক্ষেত্রমত, ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করিবেন এবং ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হইলে তদন্তকারী কর্মকর্তা পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করিবেন।
তবে শর্ত থাকে যে, যেসব মামলার তদন্তে ট্রাইব্যুনাল বা, ক্ষেত্রমত, ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিএনএ পরীক্ষা আবশ্যক, সেসব মামলার তদন্তের মেয়াদ ট্রাইব্যুনাল বা, ক্ষেত্রমত, ম্যাজিস্ট্রেট ন্যূনতম প্রয়োজনীয় সময় পর্যন্ত বর্ধিত করিতে পারিবে।’
অধ্যাদেশে ২৬(ক) নামে নতুন ধারা যুক্ত করা হয়েছে। নতুন এ ধারায় শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপনের কথা বলা হয়েছে।
আইনের ২৬(১) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপনের কথা বলা আছে। আর ২৬(ক)(১) ধারায় বলা হয়েছে , ‘২৬-এর উপ-ধারা (১)-এর বিধান সত্ত্বেও সরকার এই আইনের অধীন শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধ বিচারের নিমিত্ত প্রত্যেক জেলায় ও মহানগর এলাকায় এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে এবং এইরূপ ট্রাইব্যুনাল শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল নামে অভিহিত হইবে।’
২৬(ক)(২) ধরায় বলা হয়েছে, ‘একজন বিচারক সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হইবে এবং সরকার জেলা ও দায়রা জজগণের মধ্য হইতে উক্ত ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করিবে।’
এ ছাড়া আইনে নতুন ৩৫ ধারা যুক্ত করে যৌতুকের মামলাগুলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বাইরে বিচারের বিধান করা হয়েছে।
৩৫-এর (২) উপধারায় বলা হয়েছে, ‘ধারা ১১-এর দফা (গ)-এ বর্ণিত অপরাধ বিচারার্থ গ্রহণীয় (Cognizable), আপসযোগ্য ও জামিন-অযোগ্য হইবে এবং উক্ত অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার, আপিল ও নিষ্পত্তিসহ পদ্ধতিগত সব ক্ষেত্রে এই আইনের অন্যান্য ধারার বিশেষ বিধানাবলির পরিবর্তে ফৌজদারি কার্যবিধি ও Evidence Act, 1872 (Act I of 1872)-এর বিধানাবলি প্রযোজ্য হইবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

হাজীগঞ্জ নিখোঁজ কলেজ ছাত্রের লাশ ডাকাতিয়া নদী থেকে উদ্ধার

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি গভীরভাবে উদ্বিগ্ন

‘মার্চ ফর গাজা’র রোষের শিকার হয়ে দেশে ফিরলেন শতাধিক বাংলাদেশি

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৯ জন

সীমানারেখায় ঝুলছে পদ্মাচরের লাখো মানুষের ভাগ্য

পাকিস্তানে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণে দগ্ধ ৬০, নিহত ১

আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জামায়াতের

ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সাগরে ডুবে গেল সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান

রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছু সম্ভব নয়: সিইসির মন্তব্য

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ভারতে এবার মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলা

বিদেশিনীর প্রেমে মজেছে সৃজিত,ভাঙনের সুর সংসারে!

প্রবাসীদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ চালু করতে চাই: সিইসি

গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর নির্ভর করবে সংলাপের সাফল্য: আলী রীয়াজ

অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে পাকুন্দিয়ার আওরঙ্গজেব মসজিদটি

রুদ্ধদ্বার শুনানি, জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন

উন্নয়ন প্রকল্পে অনিয়ম, এলজিইডির ৩৬ দপ্তরে দুদকের একযোগে অভিযান

সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ

অনলাইন ক্যাসিনো বা জুয়া নিয়ে কিছু অজানা তথ্য

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বন্ধে হাইকোর্টের আদেশ