এনসিপি কর্মীদের ধর্ষণের হুমকি পাওয়া সেই ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা
০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৫ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৯ এএম

ধর্ষণের পর হত্যার হুমকি পাওয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময় তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে লেখেন, ‘সরি আব্বু আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’ এর পরই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
এদিকে এদিন রাতে উর্মির ফেসবুক আইডি থেকে তার বড় বোন ফাতেমা তুজ জোহরা অন্য একটি পোস্ট করে ঘটনার বিস্তারিত জানান।
তার দেওয়া পোস্টটি হুবহু হলো- ‘আমি ফাতেমা তুজ জোহরা, জান্নাতুল নওরিনের বড় বোন। আজ আমি কোনো রাজনৈতিক দলের কর্মীর হিসাবে নয়, একজন বড় বোন হয়ে হাসপাতালে ছোট বোনের বেডের পাশে বসে লিখছি।
তিনি আরও বলেন, গতকাল সকালে আমার বোন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। ও এখন অনেক অসুস্থ। একটা বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আমি জানি এখন আপনারা অনেকে হয়তো বাজে মন্তব্য করা শুরু করবেন, করেন তাতে আমাদের এখন আর কিছু যায় আসেনা। কারণ আমরা এখন অনলাইন বিস্ফোরণ মধ্যেই বসবাস করছি। আপনারাই বলেন দল থেকে যৌক্তিক সমালোচনা করতে তার পর তার দায় নেন না।
আমার বাবা মা ভাই বোন বিগত ১৭ বছর জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। আমার ছোট বোন #নওরিন জেল জুলুম ছাত্রলীগের নির্যাতন সহ্য করেও নতুন সূর্যের অপেক্ষায় সাহসিকতার সাথে রাজপথে টিকে ছিলো। কিন্তু ৫ আগস্টের পরে আজকে বড়ই হতাশ, এতো কষ্টের স্বাধীনতা অর্জনের পরেও আমরা স্বাধীন নই।
সে ধরে নিয়েছে এই অন্ধকার আর কখনোই কাটবেনা। এভাবেই মজলুম কর্মীদের দীর্ঘশ্বাসে ধ্বংস হয়ে যায় ট্রয় সাম্রাজ্য।
দলের প্রয়োজনে কর্মীদের ব্যবহার করবেন, সে কর্মীরা দলের কাজ করতে গিয়ে বিপদে পরলে তখন সেই কর্মীকে বেওয়ারিস বানিয়ে দেবেন। যেনো শিয়াল কুকুর বেশি করে ছিঁড়ে খেতে পারে।
১৭ বছর যাদের রক্ত, ঘাম ও শ্রমের উপরে দাঁড়িয়ে আপনারা নেতা হয়েছেন সুসময়ে তাদের গলায় ছুরি বসিয়ে স্বৈরাচার এবং স্বৈরাচারের সাথে আঁতাত করা ব্যক্তিদের নিয়ে আপনারা নিজের কোমর প্রতিষ্ঠা করেন খুবই দুঃখজনক।
এনসিপির বড় বড় নেতারা একজন হবু ধর্ষকের পক্ষে নিউজ করানোর জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, বিবৃতি দেয়। কারণ এদের কর্মী এদের কাছে রত্ন।
অন্য দিকে আপনারা আপনাদের একজন নির্যাতিত নারী কর্মীরও পক্ষ নিয়ে একটা বিবৃতি দিয়ে বলতে পারেন না ও আমাদের কর্মী আমরা এর পাশে আছি। নেতারা নাকি কর্মীদের মাথার উপরে ছাতার মতো। যে ছাতা ছায়া দেয় না তার প্রয়োজনীয়তা কি বলতে পারেন।
ধিক্কার জানাই এমন কোরম সন্ত্রাসীদের। যারা নিজের স্বার্থ অন্য কোরাম হওয়ার কারণে প্রতিভাবান কর্মীকে ধ্বংস করে দেয়। আমার পুরো পরিবার আমার বোনের নিরাপত্তা চাই আমাদের দরকার নাই আপনাদের পরিচয় বা আপনাদের সহানুভূতির। অনেক হয়েছে আর না।
আমার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে এটা শুধু মাত্র আমরাই জানি। কর্মী হিসাবে #নওরিন আপনাদের কাছে অযোগ্য হতে পারে কিন্তু সন্তান হিসাবে আমার পরিবারের কাছে রত্ন। সেক্ষেত্রে আমরা শুধু ওর নিরাপত্তা চাই। দয়া করে আমার বোনটাকে বাঁচতে দেন।
প্রয়োজনে আমাদের বোনটাকে আর রাজনীতি করতে দিব না। ও কখনো প্রতিহিংসার পরায়ণ নয়। তবুও এ নিকৃষ্ট রাজনৈতিক খেলায় আমরা আমাদের বোন কে হারাতে চাইনা।
ফাতেমা তুজ জোহরা। সহ মানবাধিকার সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দল।
নওরিনের বড় বোন।
আমার বোনের এমন সিদ্ধান্তের কিছু কারণ জাতিকে জানাচ্ছি।‘
এর আগে শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বা একাধিক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদও জানান।
এ ঘটনায় জান্নাতুল নওরিন উর্মি ওইদিন রাতেই রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। জিডিতে উর্মি তার ও নিজের পরিবারের নিরাপত্তা চেয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ফের মিয়ানমারে ভূমিকম্প

পহেলা বৈশাখকে কেন্দ্র করে আকাশচুম্বী ইলিশের দাম

আলাদা সচিবালয় ছাড়া সংস্কার অসম্ভব: প্রধান বিচারপতি

পহেলা বৈশাখের লোকসংগীতের বিশেষ আয়োজন “গাই বাংলার গান”

বিনিয়োগ সম্মেলনের সাফল্য অর্জিত না হলে তা হবে দুঃখজনক

বাগেরহাটে গাড়ি চাপায় বাইসাইকেল চালক নিহত

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় ২০ জনের কারাবাস

ডিবি প্রধানের পদ থেকে সরানো হলো আলোচিত মল্লিককে

শেরপুরে আলু সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক, নতুন হিমাগার নির্মাণের দাবি

সাভারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

বেরোবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষকদের উপস্থিতি পত্রে মুজিব শতবর্ষের ছবি নিয়ে তোলপাড় !

মাগুরার শালিখার আড়পাড়া বাজারে অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধীর মৃত্যু

ইরানে আট পাকিস্তানি মোটর মেকানিককে গুলি করে হত্যা

কমিশনারের কঠোর পদক্ষেপ: বেনাপোল কাস্টমসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা

আর্মেনিয়ার সংবিধান বদলের দাবি আজারবাইজানের

মহিপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে অন্ত:সত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

শেরপুর গারো পাহাড়ের বালুমহাল বিলুপ্ত ঘোষণা

সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সুপার ফ্লপ সিনেমা

অবশেষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিবের আদেশ বাতিল হচ্ছে

পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র্যাব