মুসলিম বিশ্বের নীরবতায় গাজা গণহত্যায় আরও বেপরোয়া ইসরাইল
০৭ এপ্রিল ২০২৫, ০৮:০২ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৮:০২ পিএম

গাজা উপত্যকা সহ পুরো ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশু, নারী ও সাধারণ জনগণ প্রতিনিয়ত দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় প্রাণ হারাচ্ছেন।প্রতিদিনই নতুন করে লাশের সারি, ধ্বংস হওয়া ঘরবাড়ি, কান্নার দৃশ্য, নিষ্পাপ শিশুদের আহাজারি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিন্তু চরম মানবিক বিপর্যয়ের মুখেও মুসলিম বিশ্বে যেন নেমে এসেছে এক রহস্যময় নীরবতা। এই নীরবতা ও আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা ইসরাইলের এই আগ্রাসনকে আরও প্রশ্রয় দিচ্ছে।
বিশ্বের ৫০টিরও বেশি মুসলিম-প্রধান দেশ থাকা সত্ত্বেও গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তাদের প্রতিক্রিয়া বেশিরভাগ ক্ষেত্রেই সীমাবদ্ধ থেকেছে আনুষ্ঠানিক বিবৃতি ও শোকবার্তায়। কোনো কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা বা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে ওঠেনি। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও বেদনাদায়ক মানবিক সংকট গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর এই নিষ্ক্রিয়তা, অপারগতা কিংবা ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সারা বিশ্বের মুসলিমরা। এ নিয়ে তোলপাড় চলছে নেট দুনিয়ায়।
এদিকে,গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলায় প্রতিমুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাজারো নিরস্ত্র ফিলিস্তিনি। এমন হৃদয় বিদারক ঘটনা নাড়িয়ে দিচ্ছে পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের মন। তাই গাজাবাসির ডাকে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে আজ বিশ্বের দেশে দেশে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে রাজধানী সহ গোটা বাংলাদেশ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলমত নির্বিশেষে রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ।নিরস্ত্র নিরীহ গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ এখন নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকার ওপর নির্ভরশীল। ফলে এসব দেশ ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে সাহস পাচ্ছে না।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইলের বর্বরোচিত হামলায় শহরের পর শহর ধসে পড়েছে, হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, আর শিশুদের করুণ আর্তনাদ বাতাসে ভেসে বেড়াচ্ছে। নারী, শিশু ও সাধারণ মানুষ প্রতিনিয়ত মৃত্যুর মুখে পতিত হচ্ছে।নেতানিয়াহুর সরকার ত্রাণ বন্ধ করে মানবতাবিরোধী অপরাধের নতুন মাত্রা তৈরি করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকেন্দ্রেও হামলা চালানো হচ্ছে।সর্বোপরি মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছুই নেই।গত ১৭ মাসে গাজায় এক লাখ টনের বেশি বোমা ফেলা হয়েছে। গাজা এখন বসবাসের অযোগ্য। সাংবাদিকদেরও সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ গাজার বাতাস এখন একদম নিরাপদ নয়।
নেটিজেনরা বলছেন, আজকের গাজার চিত্র মানবিক বিপর্যয়ের এক চূড়ান্ত নিদর্শন। তাই যেসব অমুসলিমের ন্যূনতম মানবতাবোধ রয়েছে তারাও এই নৃশংসতার বিরুদ্ধে দেশে দেশে প্রতিবাদে সরব হয়েছেন। মুসলিম বিশ্বের রহস্যজনক এই নীরবতা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারা কী জবাব দিবেন মহান আল্লাহর দরবারে।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার শিশুরা। হামাসের তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশু নিহত হয়েছে, যার মধ্যে ২৭৪ জন নবজাতক এবং ৮৭৪ জন এক বছরের কম বয়সী। ঠান্ডা, ক্ষুধা ও অপুষ্টিতেও বহু শিশু মারা গেছে। প্রায় ৩৯ হাজার শিশু মা-বাবা হারিয়ে এতিম হয়েছে—গাজা হয়ে উঠেছে আধুনিক সময়ের সবচেয়ে বড় এতিমখানা।
পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনে স্পষ্ট, এটি কোনো যুদ্ধ নয়, বরং পরিকল্পিত হত্যাযজ্ঞ। এ পর্যন্ত নিহত হয়েছে ৫০ হাজার ৬৬৯ ফিলিস্তিনি।ক্ষমতা আর দখলের লালসা আজ ইতিহাসে এক নির্মম অধ্যায় রচনা করছে—যেখানে মানবতা চরমভাবে লাঞ্ছিত।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল

দায়ের করলেন ‘গোপন অভিযোগ’ দুদকে হঠাৎ হাসনাত-সারজিস

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের সঙ্গে একমত নয় বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির