বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা -ড. মুহাম্মদ ইউনূস

বড় বিনিয়োগের হাতছানি

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

১০ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

আগামী দুই-এক বছরে দেশে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে -বিডা নির্বাহী চেয়ারম্যান :: প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ড গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ
বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহবান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ব্যবসার সঙ্গে সঙ্গে দেশ পরিবর্তনের আগ্রহ কারো থাকলে তাদের জন্য বাংলাদেশ হতে পারে সেই জায়গা। তার ভাষায়- বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে দুনিয়া পরিবর্তনের পাগলাটে ধারণাগুলো বাস্তবায়িত হয়েছে।
গতকাল বিডা ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। দেশে চলমান চার দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দুদিন দেশের অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত কারখানা পরিদর্শন করেছেন বিদেশি উদ্যোক্তারা। এতে বিনিয়োগকারীরা বাংলাদেশের সুযোগ-সুবিধা এবং ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন। এ জন্য দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের চিন্তা করছে সরকার। সম্মেলনের তৃতীয় দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই দেশের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেছেন। সেই সম্ভাবনা যেন সম্মেলনের মধ্যেই ফুটে উঠেছে ঐতিহাসিক বেশ কিছু চুক্তির মাধ্যমে। এর মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে ‘আর্টেমিস চুক্তি’ সই করেছে। শুধু তাই নয়, পৃথিবীর বড় বড় দেশ বিনিয়োগের জন্য চুক্তি করেছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশে এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। হাজার কোটি টাকার বড় বিনিয়োগ পেয়েছে পণ্য বিপণনকারী দেশি উদ্যোক্তা একটি প্রতিষ্ঠান। সরকার আশা করছে, দুই-এক বছরে দেশে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সম্মেলনে ১০০-১২০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিয়েছে বিশ্বখ্যাত স্টারলিংক। যারা ইতোমধ্যে বাংলাদেশে ব্যবসা করার অনুমোদনও পেয়েছে।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম ইনকিলাবকে বলেন, আমার জানামতে- বিশ্বে প্রথম কোনো সম্মেলন যেখানে একটি দেশের প্রধান দায়িত্ব নিয়ে তদারকি করছেন। দিনভর খোঁজ-খবর নিচ্ছেন। বিনিয়োগে আসা অতিথিদের সময় দিচ্ছেন। যে কারণে এবারের বিনিয়োগ সম্মলন সফল হবেই। তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। ইতোমধ্যে বড় বড় বিনিয়োগের চাহিদা এসেছে। তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশ এর সুফল পাবে বলে উল্লেখ করেন রাশিদুল ইসলাম। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ৭ এপ্রিল শুরু হয়েছে এই বিনিয়োগ সম্মেলন। চার দিনের এই সম্মেলনে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগ সুযোগ এবং সা¤প্রতিক অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের সামনে। বিনিয়োগ সম্মেলনে আসা বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা প্রথম দুদিন চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের তিনটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। এই সময়ে তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগে প্রধান বাধা সরকারি সেবার মান, ইউটিলিটি সেবার অপ্রতুলতা, দুর্নীতি ও বিনিয়োগকারীদের সঙ্গে সরকারি সংস্থাগুলোর বোঝাপড়ায় ঘাটতি। তা ছাড়া বিনিয়োগকারীরা সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতার আশ্বাসে আশ্বস্ত হয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। তবে যখন বিনিয়োগে নামেন তখন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন, সরকারের নি¤œস্তরের কর্মকর্তাদের কাছ থেকে প্রতিশ্রæত সহযোগিতা পান না।
এসব বাধা কীভাবে সরকার সমাধান করবে, তার উত্তর চেয়েছেন তারা। এ ছাড়া বিনিয়োগ করলে সরকার তাদের কী সুবিধা দেবে, তাও জানতে চেয়েছেন। তবে বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) জানিয়েছে, বিনিয়োগকারীদের সবচেয়ে বড় উদ্বেগ ছিল লাল ফিতার দৌরাত্ম্য নিয়ে। সরকার ইতোমধ্যে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রæতি দিয়েছে। সম্মেলনের তৃতীয় দিনে আয়োজিত এক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বাধাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে নিঃসন্দেহে ভালো জায়গা। আমরা বিনিয়োগের বাধাগুলো দূর করতে কাজ করছি। দেশে বিনিয়োগের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সরকারের আগ্রহ রয়েছে।

গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহŸান জানিয়ে তিনি বলেছেন, ব্যবসার সঙ্গে সঙ্গে দেশ পরিবর্তনের আগ্রহ কারো থাকলে, তাদের জন্য বাংলাদেশ হতে পারে সেই জায়গা। তার ভাষায়, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে দুনিয়া পরিবর্তনের পাগলাটে ধারণাগুলো বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ অবদানের’ স্বীকৃতিতে এই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। এছাড়া বিনিয়োগে বিশেষ অবদানের জন্য ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেয়া হয় চার কোম্পানিকে। প্রধান উপদেষ্টা বলেন, এখন যারা পুরস্কৃত হয়েছেন, তাদের শক্তিশালী পাগলাটে ধারণাই তাদের সফল করেছে। তাই আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সেই সৃষ্টি কাজে যোগ দিতে-শুধু বাংলাদেশকেই পরিবর্তন করবেন না, ব্যবসার মাধ্যমে পৃথিবীকে বদলান। তিনি বলেন, আমি সবসময় মানুষকে মনে করিয়ে দিই, যদি আপনি লাভ চান, এগিয়ে যান, লাভ করুন, যতটুকু পারুন সর্বাধিক করুন। তবে আমরা তাতে একটু সামাজিক উদ্দেশ্যও যোগ করতে পারি। এটা লাভের পথে বাধা হবে না, বরং মজাদার কিছু হবে, যেমন অনেকেই ইতোমধ্যে করে থাকেন। আপনি জানবেন না আপনার ব্যবসা কেমন হবে, কেন পুরো পৃথিবী আপনাকে অনুসরণ করছে, হঠাৎ করে পেছনে ফিরে তাকাবেন, কীভাবে এটা ঘটল- বাংলাদেশ এটা সম্ভব করেছে। বাংলাদেশে বিনিয়োগ করলে তা এ অঞ্চলজুড়ে ব্যবসা বিস্তৃত করার সুযোগ তৈরি করবে বলে বিনিয়োগকারীদের আশা দেখান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, এটি একটি শক্তিশালী অঞ্চল, অনেক সম্পদ রয়েছে, আমরা একসাথে এটি সহজতর করতে পারি। তিন শূন্যের ধারণা নিয়ে যে পৃথিবী গড়ার স্বপ্ন ইউনূস দেখেন, তা কেবল সামাজিক ব্যবসার মাধ্যমেই অর্জন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার তা অর্জন করতে পারবে না, কারণ এটি সরকারের কাজ নয়। এটি একক ব্যক্তির কাজ। আমরা মনুষ্যজাতি, পৃথিবী বদলাতে পারি। ব্যবসা আমাদের হাতে একটি শক্তিশালী ‘টুল’ তুলে দিয়েছে।

তিনি বলেন, এবং শূন্য বেকারত্ব, তরুণরা এতে খুব আগ্রহী হবে... আপনারা সবাই উদ্যোক্তা, চাকরি খোঁজার মানুষ নন, উদ্যোক্তাদের মতো ভাবুন, জিনিসগুলো ঘটান এবং বাংলাদেশ হলো সেই জায়গা। দেশের পোশাক শিল্পের শুরুর দিকের কথা তুলে ধরে তিনি বলেন, সত্তরের দশকের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা কিছু সাহসী তরুণ, যারা অন্যরকম কিছু করার সাহস দেখিয়েছিল। বিদেশি দেশগুলোর গার্মেন্ট শিল্প দেখে তারা বলেছিল, ‘কেন আমাদের না? এটি ছিল বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সূচনা। সেই পাগল তরুণরা, তারা ছিল প্রথম প্রজন্ম, তাদের মধ্যে কিছু এখনো এখানেও উপস্থিত আছেন। এখন আমরা দ্বিতীয় প্রজন্মে প্রবেশ করছি। দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তারা আমাদের শক্তি। ইউনূস বলেন, এটি ছিল প্রজন্ম থেকে প্রজন্মের একটি যাত্রা, এখন দেশের তৃতীয় প্রজন্ম উঠে আসছে, আমরা কি প্রস্তুত? এগুলো আমাদের চ্যালেঞ্জ। নারীরা যে উদ্যোক্তা হিসেবে অন্য সবার মতোই সৃজনশীল, সে কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, তরুণ প্রজন্ম পৃথিবী পরিবর্তন করবে, তাদের কাছে রয়েছে প্রযুক্তি, সৃজনশীলতা, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের উদ্ভাবনী ধারণা। ৫০ বছর আগে সমস্যাগুলো আমরা যেভাবে দেখতাম, এখন সেভাবে দেখার প্রয়োজন নেই। সরকার কিছু করে দেবে সেই অপেক্ষা করার বদলে, আমরাই তা করে নিতে পারি। এটি একটি পরিবর্তন। তার ভাষায়, বাংলাদেশে ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, এটি পুরো বিশ্বের জন্য হতে পারে। গ্রামীণ আমেরিকার মতো সফল উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, কে ভেবেছিল, এক ছোট্ট গ্রাম থেকে জন্ম নেয়া ক্ষুদ্রঋণ একসময় যুক্তরাষ্ট্রে প্রাইম ব্যবসা গ্রামীণ আমেরিকা হবে। বিনিয়োগ সম্মেলনে আসা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহŸান জানিয়ে ইউনূস বলেন, আমরা আপনাকে আমাদের সাথে যোগ দেয়ার জন্য স্বাগত জানাই, সেই মিশনে, পুরো বিশ্বের জন্য একটি নতুন পৃথিবী সৃষ্টি করার জন্য।

বিনিয়োগ বাড়াতে দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের চিন্তা করা করছে সরকার। গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেছেন। রেজিস্ট্রেশন ছাড়াও অনেকেই চলে আসেন। আগামী দুই-এক বছরে দেশে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি। এর আগে দুপুরে বাংলাদেশে কাজ করা বহুজাতিক কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও তাদের মুনাফা নেয়ার বিষয়ে তিনি বিদেশি বিনিয়োগকারীদের ধারণা দিচ্ছিলেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়ার সময়ে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন গেøাবাল গড় রিটার্নের চেয়ে বেশি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভোক্তা বাজার রয়েছে। এখানে বিনিয়োগ করলে পার্শ্ববর্তী সেভেন সিস্টারসহ, নেপাল, ভ‚টান, মিয়ানমার, চীন ও শ্রীলঙ্কাতেও পণ্য রফতানি করার সহজ সুযোগ আছে।

এর আগে গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠানরত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আগামী এক বছরে বাংলাদেশকে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার তহবিল সহায়তা দেবে। সংস্থাটি ইতোমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। তা ছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এর মাধ্যমে দেশে বিশাল বিনিয়োগের দুয়ার খুলতে যাচ্ছে। তিনি বলেন, ‘ব্রিকসের ১০০ কোটি ডলারের মধ্যে এরই মধ্যে এনডিবি বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আমরাও তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, হাসপাতাল, হাউজিংসহ সামাজিক অবকাঠামোতেও তাদের তহবিল সরবরাহ করার সুযোগ রয়েছে।’ চৌধুরী আশিক মাহমুদ বলেন, ‘আমেরিকা থেকে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল এসেছে। তাদের মধ্যে কয়েকজন আজ জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।’ ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তার বাসভবনে আমেরিকান বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বিনিয়োগের সুযোগ-সুবিধা, কীভাবে তাদের আরো সহায়তা করা যায় এবং কীভাবে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ আকর্ষণ করা যেতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এদিকে সম্মেলনের তৃতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুরস্কারপ্রাপ্তরা হলোÑ ওয়ালটন (দেশি বিনিয়োগকারী) বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং কে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। এদিন চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে সম্মেলনে জানানো হয়। এ বিনিয়োগের মধ্যে ১০ কোটি ডলার অর্থনৈতিক অঞ্চলের আওতায় টেক্সটাইল ও ডাইং খাতে এবং পাঁচ কোটি ডলার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করা হবে।

এক হাজার ৩০০ কোটি টাকার বড় বিনিয়োগ পেলো দেশীয় প্রতিষ্ঠান : পণ্য বিপণনকারী দেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘শপআপ’ ও সউদী আরবের একই ধরনের প্রতিষ্ঠান ‘সারি’ একীভ‚ত হয়ে গঠন করল ‘সিল্ক গ্রæপ’। এরই মধ্যে গ্রæপটি এক হাজার ৩০০ কোটি টাকার বড় বিনিয়োগ পেয়েছে বলে গতকাল শপআপ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। সউদী সরকারের সর্ববৃহৎ বিনিয়োগ তহবিল পিআইএফের সানাবিল ইনভেস্টমেন্ট ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী পিটার থিয়েলের কোম্পানি ভ্যালার ভেঞ্চারসের কাছ থেকে এই বিনিয়োগ এসেছে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলমান বিনিয়োগ সম্মেলনে দেশি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অঙ্গনে জোট বাঁধার খবরটি বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান।

শপআপ বলেছে, সিল্ক গ্রæপ পণ্য বিপণন ও অর্থায়ন নিয়ে কাজ করবে। জোট গঠন করলেও নিজ নিজ নামে নিজ দেশে ব্যবসা করবে শপআপ ও সারি। তবে সিল্কের অবকাঠামো ব্যবহার করবে উভয় প্রতিষ্ঠানই। নিজ অঞ্চলের বাইরে সিল্ক গ্রæপ নামে কার্যক্রম চালাবে। সউদী আরবের রিয়াদভিত্তিক পণ্য বিপণনকারী কোম্পানি সারি সউদী আরব, মিসর ও পাকিস্তানে ব্যবসা করে। শপআপ ও সারি এখন পর্যন্ত ছয় লাখের বেশি খুচরা বিক্রেতা, হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও পাইকারদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছে।

স্টারলিংকের ইন্টারনেট-সেবা, গতি ১০০-১২০ এমবিপিএস : বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট-সেবা চালু করেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট-সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে গতকাল স্টারলিংকের ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকালও সবার জন্য এটি উন্মুক্ত থাকবে; অর্থাৎ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুদিন স্টারলিংক বিনা পয়সা বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীদের ইন্টারনেট-সেবা দিচ্ছে।

মূলত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) সেখানে স্টারলিংকের ইন্টারনেট-সেবা প্রদর্শন করছে। এর মাধ্যমে সম্মেলনে আসা অতিথি ও দর্শনার্থীরা সরাসরি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারছেন। বিএসসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ এপ্রিল থেকেই তারা স্টারলিংকের ইন্টারনেট চালুর জন্য কাজ করছিলেন। এখন থেকে পরীক্ষামূলকভাবে এটি চালু হয়েছে। তবে দেশে পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সরকার বা স্টারলিংকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন দেয়। যেখানে প্রতিষ্ঠানটিকে কার্যক্রম শুরু করার জন্য ৯০ কর্মদিবস সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে বাণিজ্যিকভাবে ইন্টারনেট-সেবা দিতে হলে স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট) নিবন্ধন নিতে হবে। এই নিবন্ধনের জন্য চলতি সপ্তাহে বিটিআরসিতে আবেদন করেছে কোম্পানিটি। বিনিয়োগ সম্মেলনস্থলে সরেজমিন দেখা যায়, সম্মেলনের মূল প্রবেশপথের একটি স্থানে বুথ বসিয়ে সবাইকে স্টারলিংকের ইন্টারনেটে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে বিএসসিএল। এ কারণে বুথটির সামনে দুপুরের পর থেকেই উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

বুথে উপস্থিত বিএসসিএলের সহকারী ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, বিনিয়োগ সম্মেলনে চারটি টার্মিনালের মাধ্যমে পাঁচটি ওয়াইফাই সংযুক্ত করে এ ইন্টারনেট-সেবা দেয়া হচ্ছে। প্রতিটি রাউটারের বিপরীতে একই সময়ে ৭০-১০০ জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তৌহিদুল ইসলাম জানান, বিটিআরসির নিয়ম অনুসারে, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু করতে হলে তার গেটওয়ে স্টেশন স্থাপন করতে হবে। আপাতত মালয়েশিয়ার গেটওয়ে ব্যবহার করে বিনিয়োগ সম্মেলনে ইন্টারনেট-সেবা দেয়া হচ্ছে। বিএসসিএলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, বিনিয়োগ সম্মেলন স্থলে স্টারলিংকের ইন্টারনেটে ডাউনলোড গতি ছিল ১০০-১২০ এমবিপিএসের কাছাকাছি। তবে গ্রাহকের চাপ বেশি থাকলে এই গতি কিছুটা কমে যেতে দেখা গেছে।

উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ড গ্রæপ চেয়ারম্যানের সাক্ষাৎ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক বন্দর পরিবহনকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

সূত্র জানিয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড নৌপথে পণ্য পরিবহন খাতে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো বঙ্গোপসাগরের উপক‚লে নতুন বন্দর নির্মাণে সহায়তা করে বাংলাদেশকে একটি বৈশ্বিক রফতানি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। ডিপি ওয়ার্ল্ডের সিইও আহমেদ বিন সুলাইয়েম জানান, তারা চট্টগ্রাম বন্দরে জট কমানো এবং নির্গমন হ্রাস করে এর কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনালে বিনিয়োগ করতে চান।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফের মাছ ধরা শুরু
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আজ শ্রমিক সমাবেশ করবে বিএনপি, বক্তব্য দেবেন তারেক রহমান
জয়শঙ্কর-শেহবাজ শরিফকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বার্তা দিলেন?
আরও
X

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

টানা সাত রাত ধরে  ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

টানা সাত রাত ধরে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

কেইপিজেডে পাহাড়ধসে নিহত ২, আহত ২

কেইপিজেডে পাহাড়ধসে নিহত ২, আহত ২

জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া

জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফের মাছ ধরা শুরু

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফের মাছ ধরা শুরু

ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল

ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল

ইনকিলাব পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ইনকিলাব পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

লালপুরে মহান মে দিবস পলিত

লালপুরে মহান মে দিবস পলিত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আজ শ্রমিক সমাবেশ করবে বিএনপি, বক্তব্য দেবেন তারেক রহমান

আজ শ্রমিক সমাবেশ করবে বিএনপি, বক্তব্য দেবেন তারেক রহমান

জয়শঙ্কর-শেহবাজ শরিফকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বার্তা দিলেন?

জয়শঙ্কর-শেহবাজ শরিফকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বার্তা দিলেন?

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

দেশকে নতুন করে গড়ে তুলতে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা

দেশকে নতুন করে গড়ে তুলতে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা

ফেঁসে যাচ্ছে আওয়ামী দালাল ১৭ অভিনয়শিল্পী

ফেঁসে যাচ্ছে আওয়ামী দালাল ১৭ অভিনয়শিল্পী

দুদকের রেকর্ড সাফল্য: ৮ মাসে ১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

দুদকের রেকর্ড সাফল্য: ৮ মাসে ১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

পল্টনে শ্রমিক সমাবেশ শুরু, দলে দলে আসছেন নেতাকর্মীরা

পল্টনে শ্রমিক সমাবেশ শুরু, দলে দলে আসছেন নেতাকর্মীরা

অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ চুক্তি সই

অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ চুক্তি সই

নির্ধারিত সময়ের ২ মাস পূর্বে সকল দেনা পরিশোধ করল পেট্রোবাংলা

নির্ধারিত সময়ের ২ মাস পূর্বে সকল দেনা পরিশোধ করল পেট্রোবাংলা

নানা কর্মসূচীর মধ্যদিয়ে হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস

নানা কর্মসূচীর মধ্যদিয়ে হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত