তেজগাঁওয়ে যানজটে সীমাহীন দুর্ভোগ মানুষের

৬ দফা দাবিতে সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম

নতুন কর্মসূচি আজ সারাদেশে রেলপথ অবরোধ
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় টানা ১০ ঘন্টা অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে প্রায় সারা ঢাকায়। হাজার হাজার যানবাহন ঘন্টার পর ঘন্টায় আটকে থাকে প্রধান সড়কে। তীব্র যানজটে সীমাহীন দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ। রোগীবাহী এ্যাম্বুালেন্সও আটকে থাকে সড়কে। দাবি আদায়ে আন্দোলনরতশিক্ষার্থীরা প্রধান সড়কে নামাজও পড়েন। আবার বিকেলে বৃষ্টি শুরু হলে তারা প্রধান সড়কে ফুটবল খেলে। পুলিশ ও সেনাবাহিনী তাদের বার বার অনুরোধ করা সত্বেও তারা সড়ক থেকে সরে যায়নি। শুধু তা-ই নয় আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ জনের একটি প্রতিনিধি দলকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে নিয়ে যাবার প্রস্তাব দেয়া হলেও শিক্ষার্থীরা তা নাকচ করে দিয়ে সংশ্লিষ্টদেরতেই সাতরাস্তায় এসে ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা বলা হয়। শেষে শিক্ষার্থীদের অধিকাংশ দাবি পূরণ করার ‘আশ্বাস’ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে যান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। কিন্তু আলোচনায় কোন সীদ্বান্ত না হলে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার একই দাবিতে রেল লাইন অবরোধের কর্মসূচি ঘোষনা করে সন্ধ্যা ৬টায় অবরোধ গতকালকের মতো অবরোধ প্রত্যাহার করেন। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গতকাল বুধবার সকাল ১০টার পর পলিটেকনিকের শিক্ষার্থীরা তেজগাঁওয়ের সাতরাস্তাসহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। সাতরাস্তায় সড়ক অবরোধকারীদের মধ্যে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা রয়েছেন। অবরোধের ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানে ছুটে যান। তারা অনাকাঙ্খিত পরিস্থিতি যাতে না হয় সেদিকে নজর রাখেন। একই সময় রাস্তা অবরোধমুক্ত করতে বার বার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা অনুরোধ উপেক্ষা করে সড়কে অবস্থান করেন। এমনকি তাঁরা সেখানে জোহরের নামাজ আদায় করেছেন।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, সাতরাস্তা অবরোধ করার কারণে মগবাজার থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে সরাসরি প্রভাব পড়ে। এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আবার বিজয় সরণি উড়ালসড়ক দিয়েও গাড়ি পার করা যাচ্ছে না। এতে বিজয় সরণিতে যানজটের তৈরি হয়। সড়ক অবরোধের কারণে হোটেল সোনারগাঁও ও হাতিরঝিল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকল্প সড়ক দিয়ে গাড়িগুলো পার করার চেষ্টা করা হচ্ছে।

শুধু তাই নয় সাতরাস্তায় যান চলাচল বন্ধ থাকায় এফডিসি মোড় থেকে হাতিরঝিল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহন থমকে আছে এক্সপ্রেসওয়ের ওপরেও। এর প্রভাব পড়ে মূলত সারা ঢাকায়। বেলা ১২টার দিকে গুলিস্তান-–গাজীপুর পরিবহনের চালক জমির সরকার বলেন, তিনি গুলিস্তান থেকে গাজীপুরে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাতরাস্তায় এসে আটকা পড়েন। তখন থেকে তিনি সেখানে আটকে আছেন। সব যাত্রী বাস থেকে নেমে গেছেন। এখন তিনি ফাঁকা বাস নিয়ে সড়কে বসে আছেন।

বিক্ষোভের বিষয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহেল রানা বলেন, গত সেপ্টেম্বর থেকে আন্দোলন চলছে। বিভিন্ন সময় সড়ক অবরোধ করে আন্দোলন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু দাবি পূরণ হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন।

তদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা । ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা। ডিপ্লোমা– ইন– ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করা, উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্তে¡ও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নি¤œ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা, স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনসহ পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস এবং ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করা।

এইসব দাবির প্রেক্ষিতে সাতরাস্তায় সাতরাস্তায় সড়ক অবরোধে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর আরও শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিতে ওই এলাকায় জড়ো হন।

শিক্ষার্থীরা বলছেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না।

বিকেল ৪টার পর ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের অধিকাংশ দাবি পূরণ করার ‘আশ্বাস’ নিয়ে সাতরাস্তা মোড়ে যান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খান ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তা ও কারিগরি বোর্ডের কর্মকর্তারা সেখানে গিয়ে শিক্ষার্থীদের বিষয়গুলো বোঝান এবং সুনির্দিষ্ট আশ্বাস দেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, আমরা চাই না শিক্ষার্থীরা কষ্ট করে রাস্তায় থাকুক। তাদের দাবি-দাওয়া আমরা গুরুত্বসহকারে বিবেচনা করে বাস্তবায়ন করবো। কিন্তু শিক্ষার্থীদের সাথে আলোচনা হলেও তারা তা মেনে নেয়ননি।

এরপর সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষনা করেন। তাদের কর্মসূচি হচ্ছে, আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ। এ ঘোষনা দিয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রতাহার করেন। সন্ধ্যার পর থেকে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়।

খুলনা ব্যুরো জানায়, ৬ দফা দাবিতে চলন্ত ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ করেছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে খুলনার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে নিয়ে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে রাখেন তারা। এতে করে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যেতে পারছিল না বিধায় সারা দেশের সাথে রেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরুদ্ধ রেললাইন ছেড়ে দেন শিক্ষার্থীরা।

খুলনা রেল স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, খুলনা স্টেশন থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চলন্ত ট্রেন আটকে দেয়। এর ফলে খুলনা স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছিল। পড়ে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা রেল অবরোধ ছেড়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বরিশাল ব্যুরো জানায়, ঢাকা-ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নবগ্রাম রোড-চৌমহনী এলাকায় অবরোধ করে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। ফলে দুর্ভোগে পড়েন দূরদুরান্ত থেকে আসা নারী ও শিশুসহ হাজার হাজার যাত্রী। দুপুর ৩টার পরে অবরোধ প্রত্যাহর হলেও দীর্ঘ যানযটে আরো প্রায় ঘণ্টাখানেক যাত্রীদের দুর্ভোগ সহ্য করতে হয়।

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। এই আন্দোলনে তাদের সঙ্গে যুক্ত হয় কুমিল্লা বিভিন্ন এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী যানজট ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়তে বাধ্য হয়। গতকাল বেলা পৌনে ১২টায় সহস্রাধিক শিক্ষার্থী ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রিট বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এসময় তারা মহাসড়কের কোটবাড়ী এলাকায় সমবেত হয়। শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়ে। এতে সড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনে মহাসড়কের দুই লেনে অন্তত ২০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

অবরোধের খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশের অনুরোধেও আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ না করায় সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের মহাসড়ক ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু সেনাবাহিনীর অনুরোধ অগ্রাহ্য করে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান থেকে না সরায় সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করতে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে মহাসড়কের যানজট পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা যানজটে মানুষের ভোগান্তির বিষয়টি শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেছি। এরপরও তারা সড়ক থেকে সড়ে যায়নি। পরে সেনাবাহিনীর সহায়তায় শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। এতে যানজট পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। বেলা তিনটার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভ চলাকালে প্রায় দুই ঘণ্টা ওই মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা থেকে মাধবপুর কলেজ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় যাত্রীরা চরম ভোগান্তিতে পরে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, শিক্ষার্থীরা কলেজের সামনে ১১টার পর থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মহাসড়কে অবস্থান নেয়। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কলেজের সামনে মহাসড়ক হওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে শহরের ঢাকা বাসস্টান্ড এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী শহরের ঢাকা বাসস্টান্ড এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে নওগাঁ-বগুড়া রুটসহ শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নওগাঁ-বগুড়া রুটে চলাচল করে দূরপাল্লার কোচ ও আন্তঃজেলা রুটে চলাচল করা বাস ও সিএনজিচালিত অটোরিকশা আটকা পড়ে। এতে শহরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ এলাকায় অবরোধ করে রাখে তারা। সারা দেশের সাথে এক যোগে নরসিংদীর সকল সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই দিকে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

রাজশাহী : রাজশাহীর তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। গতকাল দুপুর ১২টার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় তারা অবস্থান নেন। এতে ওই মোড়ের তিন দিকের সড়কে যানজট সৃষ্টি হয়। এ ছাড়া রেললাইন অবরোধের কারণে রাজশাহী থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে তিনটার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলে সড়ক ও রেলপথে চলাচল শুরু হয়।

এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থী নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হন। পরে তারা নগরের রেলগেট এলাকায় আসেন। এরপর দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে তারা নগরের ভদ্রা মোড় এলাকায় তিন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় অবরোধ করেন। এ সময় তারা পাশে থাকা রেলপথেও অবস্থান নেন।

গত মঙ্গলবার রাজশাহী পলিটেকনিক, মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একই দাবিতে নগরের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে সাড়ে তিন ঘণ্টা পর সড়ক ও রেলপথ ছেড়ে দেন তারা।

এদিকে বিকেল পৌনে ৪টা থেকে রাজশাহীতে ট্রেন চলাচল শুরু হয়েছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে তিনটি ট্রেন আটকে ছিল। সেগুলো রাজশাহী স্টেশনে প্রবেশ করেছে জানিয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, তিনটি ট্রেনের মধ্যে দুইটি ট্রেন প্রবেশ করেছে। সেগুলো দ্রæতই ছেড়ে যাবে। বিকেল বা রাতের অন্য ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাবে।

সিলেট : সিলেটে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের চÐীপুল এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বেলা একটার দিকে তারা সড়ক থেকে সরে যান। পরে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে বেলা ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে বের হন। পরে সিলেটের চÐীপুল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশের কর্মকর্তারা সড়ক থেকে সরে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে বেলা একটার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

ময়মনসিংহ : একাডেমিক কার্যক্রম বর্জন করে আজ বেলা সাড়ে ১১টায় মাসকান্দা এলাকায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় গিয়ে দুপুর সোয়া ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন। পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

বগুড়া : বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে শহরের বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বসে পড়েন এবং বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এর আগে একই দাবিতে গতকাল বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

কুষ্টিয়া : কুষ্টিয়ার শহরের মজমপুরে ট্রাফিক মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে চলে যান। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, শতাধিক শিক্ষার্থী পলিটেকনিক থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা শহর প্রদক্ষিণ শেষে মজমপুরে মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের সময় পলিটেকনিকের কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে আসেন। তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন এবং মহাসড়ক ছেড়ে দিতে বলে জেলা প্রশাসকের কাছে যাওয়ার আহŸান জানান। কিন্তু শিক্ষার্থীরা সাড়া দেননি। একপর্যায়ে শিক্ষার্থীরা রেললাইনের ওপর বাঁশ ও খড়কুটার স্তূপ করেন। সেখানে ট্রেনের একটা ট্রলি যাওয়ার সময় আটকে পড়ে।

কুষ্টিয়া মডেল থানার পুলিশসহ পুলিশ লাইনস থেকেও পুলিশ আসে। তবে তারা মহাসড়কের পাশে ট্রাফিক কার্যালয়ের ভেতর ছিল। সেখানে ওসিসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের বোঝানোর চেষ্টা করেন। একপর্যায়ে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে চলে যান।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হচ্ছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্তে¡ও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহিভর্‚ত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোয় অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী
সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে ৭ সিদ্ধান্ত, জানালেন আসিফ মাহমুদ
ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা দেবে জাতীয় সনদ: আলী রীয়াজ
শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়তে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে
আরও
X
  

আরও পড়ুন

দেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

দেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

রাবি শিক্ষকের কক্ষে সন্ধ্যার আঁধারে ছাত্রী! হাতেনাতে ধরলেন শিক্ষার্থীরা, ঘরে ছিল বালিশ-টেবিলে ছিল হিজাব

রাবি শিক্ষকের কক্ষে সন্ধ্যার আঁধারে ছাত্রী! হাতেনাতে ধরলেন শিক্ষার্থীরা, ঘরে ছিল বালিশ-টেবিলে ছিল হিজাব

নিজ গ্রামে আনন্দে মাতালেন অন্য ড. ইউনূস

নিজ গ্রামে আনন্দে মাতালেন অন্য ড. ইউনূস

কলেজ ছাত্র ইমন হত্যা মামলায়  মির্জাপুরে আওয়ামী লীগ নেতা পিন্টু তালুকদার গ্রেফতার

কলেজ ছাত্র ইমন হত্যা মামলায়  মির্জাপুরে আওয়ামী লীগ নেতা পিন্টু তালুকদার গ্রেফতার

ফেনী নদী থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির অভিযোগ

ফেনী নদী থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রির অভিযোগ

সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী

সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী

সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে ৭ সিদ্ধান্ত, জানালেন আসিফ মাহমুদ

সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে ৭ সিদ্ধান্ত, জানালেন আসিফ মাহমুদ

মানবিক করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরুপ : আমিনুল হক

মানবিক করিডোরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরুপ : আমিনুল হক

ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই : ফয়েজ আহমদ তৈয়্যব

ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই : ফয়েজ আহমদ তৈয়্যব

ব্রাহ্মণপাড়ায় একই বিদ্যালয়ের তিন কিশোর নিখোঁজ

ব্রাহ্মণপাড়ায় একই বিদ্যালয়ের তিন কিশোর নিখোঁজ

শওকত ওসমানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

শওকত ওসমানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

বাংলাদেশিদের ভাগ্য নির্ধারণ কাল  বিতর্কিত কর্মকর্তার কাছে প্রশাসন অসহায়

বাংলাদেশিদের ভাগ্য নির্ধারণ কাল  বিতর্কিত কর্মকর্তার কাছে প্রশাসন অসহায়

ময়মনসিংহে সেনাবাহিনী নিয়ে রেলওয়ের উচ্ছেদ অভিযান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

ময়মনসিংহে সেনাবাহিনী নিয়ে রেলওয়ের উচ্ছেদ অভিযান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, ১০ যাত্রী আহত

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, ১০ যাত্রী আহত

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পূজা পরিষদের রতন ও  তপনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

রাষ্ট্রদ্রোহের অভিযোগে পূজা পরিষদের রতন ও তপনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের লিফলেট বিতরণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের লিফলেট বিতরণ

শিবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

শিবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

কমলনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কমলনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আনচেলত্তিকে মানতে পারছেন না ব্রাজিল প্রেসিডেন্ট

আনচেলত্তিকে মানতে পারছেন না ব্রাজিল প্রেসিডেন্ট

সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের বাজারে আসছে অপো ‘এ৫এক্স’

সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের বাজারে আসছে অপো ‘এ৫এক্স’