বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম প্রশাসনে ৫ দফা দাবিতে কাল সংবাদ সম্মেলন
১৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম

নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার স্বার্থে সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করাসহ ৫ দফা দাবিতে আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। আজ শুক্রবার বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এ বিএস আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খান হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দাবি গুলো হচ্ছে, সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিপরায়ণ তাদের অবিলম্বে চাকরি থেকে অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে। নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার স্বার্থে সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার বর্তমানে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীদের মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য সংস্থা/দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে। বৈষম্যের শিকার এখনো বঞ্চিত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসহ প্রাপ্য সুবিধা প্রদান করতে হবে। ফ্যাসিস্টের দোসর ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি-পদায়নে যারা পৃষ্ঠপোষকতা করছেন এবং তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
প্রশাসনে গত ৫ আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের রেখে যাওয়া আমলারা প্রশাসনে এখনো প্রায় অপরিবর্তিত রয়েছে। গত আট মাসে ফ্যাসিস্ট সরকারের আমলারা নিয়োগ-পদোন্নতি ও বদলি সুযোগ পাচ্ছে। প্রশাসনে গতি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার নানান উদ্যোগ নিলেও এখনো তা ফলপ্রসূ হচ্ছে না। প্রশাসনে পদোন্নতি বঞ্চিত হওয়ার আশঙ্কা বা ভালো পোস্টিং না পাওয়ার আশঙ্কা রয়েছে। বিগত সরকারের সঙ্গে তাল মিলিয়ে একটি অংশ চরম দলবাজি করেছে। অতি উৎসাহী কিছু উপদেষ্টা সরকারি কর্মকর্তা (রাজনৈতিক) দলের নেতাকর্মীদের মতো আচরণ করেছে। এখনো প্রশাসনের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীরা দাপটের সাথে তাদের কার্যক্রম চালাচ্ছে। এতে যারা বঞ্চিত তাদের ক্ষোভ ও হতাশা আরও বাড়ছে। চলতি সপ্তাহে দাবি মেনে না নেওয়া হলে কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আগামী ১৯ এপ্রিল আন্দোলনে যাচ্ছে। এ জন্য সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নেতারা সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের আদেশ বাতিল করাসহ ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগ পাওয়া সচিবদের নিয়োগ বাতিল করার দাবি জানান। একই সাথে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ৫টি দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি সাবেক সচিব মো. আব্দুল খালেক ইনকিলাবকে বলেন, জনপ্রশাসনে আবারো কালো অধ্যায় চলছে। আমাদের দাবি ফ্যাসিস্ট সরকারের সচিব থেকে শুরু করে সকল আমলাদের নিয়োগ বাতিল করতে হবে। সচিব কথা দিয়েছেন সে গুলো বাস্তবায়ন হয়নি।
জানা গেছে, গত ১৬ বছরে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো জনপ্রশাসনের জন্য সময়টি ছিলো একটি কালো অধ্যায়। মূলত স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং সীমাহীন দুর্নীতির ফলে রাষ্ট্রীয় প্রশাসনের কাঠামো ভেঙে পড়েছে। এ বেহাল অবস্থা থেকে উত্তরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন। সঠিক মানুষকে সঠিক জায়গায় বদলি, পদায়ন ও পদোন্নতি দেওয়া নীতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মূলমন্ত্র হওয়া প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গত ৫ আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের রেখে যাওয়া আমলারা প্রশাসনে এখনো প্রায় অপরিবর্তিত রয়েছে। দুই একটি ছাড়া গুরুত্বপূর্ণ সকল মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ সরকারি কর্মকর্তা সচিবরা পূর্বের ন্যায় দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া প্রতিদিন বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও অধিদপ্তরে মধ্যসারি কর্মকর্তাদের বদলির আদেশ পর্যালোচনা করে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই পতিত হাসিনা সরকারের দোসর অদক্ষ ও দুর্নীতিবাজ এবং দলবাজ কর্মকর্তাদের পুনর্বাসন করা হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে পতিত সরকার আমলে নির্যাতিত সৎ, দক্ষ ও মেধাবী সরকারি কর্মকর্তাদের অন্যায়ভাবে হয়রানিমূলক বদলি করা হচ্ছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সার-সংক্ষেপ পাঠানো হলেও সেখানে বঞ্চিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কিন্তু যারা আসল ঘটনা ঘটিয়ে বিভিন্ন জেলা ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি বলে বঞ্চিত এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নেতারা বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি সাবেক সচিব মো. আব্দুল খালেক এবং সদস্য সচিব সাবেক সচিব কাজী মেরাজ হোসেন, সাবেক যুগ্ম সচিব মো. হারুন উর রশিদ, সাবেক সচিব মাকসুমুল হাকিম, সাবেক যুগ্ম সচিব তপন চন্দ্র মজুমদার, সাবেক সচিব সামসুল হক (অডিট-৮২ ব্যাচ), আব্দুল মান্নান তথ্য ক্যাডার, সাবেক সচিব এস এম শমশের জাকারিয়া, সাবেক সচিব মোস্তাইন বিল্লাহ, সাবেক সচিব মুন্সি আলাউদ্দিন আজাদ, সাবেক সচিব মো. আব্দুল বাবী, সাবেক অতিরিক্ত সচিব ওয়াসিম জব্বার, সাবেক সচিব মো. তৌহিদুর রহমান, সাবেক সচিব মো. আমিনুল ইসলাম, সাবেক সচিব মসিউর রহমান, সাবেক সচিব মো. কামরুজ্জামান, সাবেক সচিব এ কে এম ইহাসানুল হক, সাবেক সচিব মো. মাহফুজুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব ও বিএনপির চেয়ারপার্সনের সাবেক এপিএস ড. সুরাতুজ্জামান প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক

সাড়ে তিন বছর পর আদালতের রায়ে চেয়ারম্যান জামায়াত নেতা সাইয়েদ আহমদ

দাউদকান্দিতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে এক রাতে ৮ গরু চুরি
দাউদকান্দিতে ছাত্রজনতা আন্দোলনে হত্যা ও হত্যার চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার ভোদুয়া গ্রামে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে সমলয় চাষাবাদের বোরো ধান কাটা কাজের উদ্বোধন

চোর সন্দেহে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্মম প্রহার

গর্তের মধ্যে ঢুকে যা আছে মেনে নিলে কিছুই পাল্টাবে না: চবির সমাবর্তনে প্রধান উপদেষ্টা

রাজবাড়ীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হিলিতে তীব্র গরমে বেড়েছে রোগীর সংখ্যা

সিলেট থেকে মদিনায় রওয়ানা হলো হজের প্রথম ফ্লাইট

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করলো বিএসএফ

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

শ্যামনগরে ওজনে কারচুপির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

শাহবাগ-কাকরাইলে সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

শীতল যুদ্ধ পুনরায় উত্তপ্ত হতে পারে: চীনের সতর্ক হুঁশিয়ারি

নিরসনের দাবিতে মানববন্ধন নানা সঙ্কটে কক্সবাজার সদর হাসপাতাল