যৌনপেশার আইনি স্বীকৃতি কুরআন-সুন্নাহ’র পরিপন্থী বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ ও নিন্দা
২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম

ইসলাম পতিতাবৃত্তিকে স্পষ্টভাবে হারাম ঘোষণণা করেছে। যৌনপেশাকে আইনি স্বীকৃতি দেয়া বা
শ্রম অধিকার প্রতিষ্ঠার নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা সরাসরি কুরআন-সুন্নাহ’র পরিপন্থী।
কুরআন-সুন্নাহবিরোধী নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা কার্যকর করা হলে এই দেশে আবহমান কাল
থেকে চলে আসা ধর্মীয় ঐতিহ্য মারাত্বক রূপে বাধাগ্রস্ত হবে এবং মুসলিম সমাজে জেনা-ব্যভিচার
অনাচার ও নৈতিক অধঃপতনকে অবাধ করে দেবে। পতিতাদের শ্রমিক ঘোষণার প্রস্তাব ইসলামের সাথে যুদ্ধঘোষণার শামিল।
অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারা দেশে মুসলমানদের ঈমানী চেতনার আগুন ছড়িয়ে পড়বে। এর দায়-দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী কালিন সরকার প্রধানকেই বহন করতে হবে। নারী সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহের সাথে সাংঘর্ষিক প্রস্তাবনার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে আজ রোববার মানববন্ধন কর্মসূচি এবং পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড.গোলাম মহিউদ্দিন ইকরাম বলেছেন, পবিত্র কুরআনে জেনা-ব্যভিচারকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। ৯০% মুসলমানের বাংলাদেশে পশ্চিমা বিশ্বের ন্যায় পতিতাবৃত্তি ও জেনা- ব্যভিচারকে বৈধতা দেয়ার অসৎ উদ্দেশ্যেই নারী সংস্কার কমিশনের প্রস্তাবে যৌনপেশাকে কর্ম হিসেবে স্বীকৃতি দেয়ার অপচেষ্টা করা হয়েছে। নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা পবিত্র কুরআনের সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনা প্রত্যাহার করতে হবে।
এসব ইসলাম ও মানবতাবিরোধী প্রস্তাবনা তৈরির সাথে জড়িত কুলাঙ্গারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় মুসলমানদের ঈমানী চেতনার আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। যার দায়-দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার প্রধান ড.মুহাম্মদ ইউনুসকেই বহন করতে হবে। তিনি বলেন, মুসলমানদের একবিন্দু রক্ত থাকতে ইসলাম বিদ্বেষী নাস্তিক-মুরতাদদের তৈরিকৃত নারী সংস্কারকমিশনের কথিত প্রস্তাবনা বাস্তবায়ন করতে দেয়া হবে না। আজ রোববার বিকেলে জাতীয়
প্রেসক্লাবের সামনে নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনার তীব্র প্রতিবাদ এবং তা’প্রত্যাহারের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ড. গোলাম মহিউদ্দিন ইকরাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দলের সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মুফতি জাকির হোসেন, মুফতি রশিদ বিন ওয়াক্কাস, মাওলানা আরিফ বিল্লাহ কাসেমী ও মাওলানা আবুল কাসেম কাসেমী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার নিকট যে প্রস্তাবনা দাখিল করেছে তা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বোধ-বিশ্বাস ও সভ্যতা-সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। তিনি বলেন, ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর শাস্তির বিধানও কোরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে।
ইসলামের পরিভাষায় যাকে জেনা আখ্যায়িত করা হয়েছে তা’ হলো পতিতা বা বেশ্যাবৃত্তি। ইচ্ছায়
অনিচ্ছাসহ যেভাবেই হোক না কেন তা কেবলই জেনা হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, যারা
পতিতাবৃত্তিকে কর্ম হিসেবে গ্রহণ করার সুপারিশ করেছে, তারা এবং তাদের আত্মীয়রা আগে
তা কর্ম হিসেবে গ্রহণ করে এর প্রমাণ করতে হবে।
তিনি আরও বলেন সংস্কার কমিশনের প্রস্তাব শুধুই পশ্চিমা সংস্কৃতির লিফলেট মাত্র। যা শুধু ইসলামেই না বরং তা আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। তিনি বলেন, জাতি সংস্কার দেয়া প্রস্তাবক ঘৃণাভরে প্রত্যাখান করেছে। অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে তিনি বলেন, অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করতে হবে।
অন্যথায় দেশের মানুষ ফুঁসে ওঠলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ। তিনি বলেন, এ প্রস্তাব ইসলামের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। ইসলামের সাথে যুদ্ধ করতে আসলে নিজেরাই পুড়ে অঙ্গার হয়ে যাবে।
বাংলাদেশ খেলাফত মজলিস ঃ অবিলম্বে নারী সংস্কার কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিল করার
আহবান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।আজ এক বিবৃতিতে দলের আমীর মাওলানা মুহাম্মাদ
মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা গভীর উদ্বেগ, দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, স¤প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন যে ধৃষ্টতামূলক সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট পেশ করা হয়েছে, তাতে ইসলামী শরিয়াহভিত্তিক পারিবারিক বিধানকে চরমভাবে অবজ্ঞা ও অস্বীকার করা হয়েছে। তারা তথাকথিত “অভিন্ন পারিবারিক আইন” এর মাধ্যমে সকল ধর্মের নারীদের বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার নামে ইসলামের সুপ্রতিষ্ঠিত বিধানাবলিকে বাতিল করে পশ্চিমা অনুকরণভিত্তিক একটি উলঙ্গ বল্গাহীন সমাজব্যবস্থা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। এই কমিশন এদেশের মানুষ, ধর্ম, সমাজ সম্পর্কে কোন ধারণাই রাখে না।
এই চিহ্নিত মহলটি বিকৃত রুচিবোধে বেড়ে উঠা ধর্ম-বিদ্বেষী নাস্তিক্যবাদের প্রতিনিধিত্ব করে। তাঁরা আরও বলেন, ইসলাম পতিতাবৃত্তিকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। যৌনপেশাকে আইনি স্বীকৃতি দেওয়া বা শ্রম অধিকার প্রতিষ্ঠার প্রস্তাব সরাসরি কোরআন ও সুন্নাহর পরিপন্থী এবং সমাজে ব্যভিচার, অনাচার ও নৈতিক অধঃপতনকে অবাধ করে দেবে। তথাকথিত ‘নারী অধিকারের নামে’ ইসলামি মূল্যবোধ, সামাজিক কাঠামো ও পারিবারিক বন্ধনকে বিনষ্ট করা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্রকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করছি।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী
ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব আজ রোববার এক বিবৃতিতে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মার্কিন
যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সংস্কারের প্রতি পূর্ণসমর্থনের একদিন পরেই নারী সংস্কার কমিশনের ইসলাম
বিদ্বেষী প্রস্তাবনায় এদেশের ঈমানদার মুসলমানসহ অন্যান্য ধর্মালম্বিরা হতবাক হয়েছেন। পতিতাবৃত্তি
সকল ধর্মের নিষিদ্ধ করা হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমা বিশ্বের উলঙ্গপনা বেহায়াপনা এদেশের সমাজে ক্যান্সারের ন্যায় ছড়িয়ে দেয়ার অসৎ উদ্দেশ্যেই কথিত প্রস্তাবনা দেশবাসীর ওপর চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে। ইসলামী মূল্যবোধ ও সামাজিক প্রতিষ্ঠানসমূহকে উপেক্ষা করে গৃহীত এই ধরনের বিতর্কিত কমিশনকে বাতিল করতে হবে। কথিত প্রস্তাবনা তৈরির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা ডাস্টবিনে নিক্ষেপ করে মুসলমানদের ঈমানী চেতনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ
বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা সমূহে এমন কিছু সুপারিশ রয়েছে যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন শ্রমিক আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান
করা, ইসলামের পারিবারিক উত্তরাধিকার আইনকে নারীদের প্রতি বৈষম্য হিসবে আখ্যা দিয়ে এটির বিলুপ্তি চাওয়া ইত্যাদি। জমিয়ত নেতৃবৃন্দ এ ধরণের প্রস্তাবনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে আরো বলেছেন, একটি মুসলিম সংখ্যগরিষ্ঠ দেশে এ ভাবে সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার কারো নেই। কুরআনবিরোধী এ রকম আইন করলে মুসলিম পরিচয় দেয়ার অধিকারও থাকে না। স্বাভাবিক কারণে এ সব ইসলামবিরোধী প্রস্তাবনা কার্যকর তো দূরের কথা,আগে নারীবিষয়ক এই সংস্কার কমিশন বাতিল করতে হবে।
এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন,সিনিয়র সহ-সভাপতি মাওলানা
উবায়দুল্লাহ ফারুক,সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার ,মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া,মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এস কথা বলেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, যেখানে অতীতে কোন নির্বাচিত সরকার এ রকম ইসলামবিরোধী আইন করার সাহস পায়নি সেখানে অন্তর্বর্তী সরকার কী ভাবে এই সাহস করে? আমরা তা ভেবে হতবাক। কুরআন-
সুন্নাহবিরোধী এ জাতিয় প্রস্তাবনা কার্যকর করা হলে মুসলিম সমাজে জেনা-ব্যভিচার বৃদ্ধি পাওয়া সহ বহুমাত্রিক কুফল দৃশ্যমান হতে শুরু করবে।
তরুণ আলেম প্রজন্ম-২৪ ঃ তরুণ আলেম প্রজন্ম-২৪-এর নেতৃবৃন্দ এক বিবৃতিতে নারী সংস্কার
কমিশনের প্রতিবেদনে প্রকাশিত সুপারিশমালার বেশকিছু প্রস্তাবনা এই দেশের সংখ্যাগরিষ্ঠ নারী সমাজের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা বোধ এবং সামাজিক ও পারিবারিক সংস্কৃতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যা দেশের সকল ধর্ম ও মতের নারী সমাজ ও আপামর জনসাধারণের মাঝে উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি গঠিত নারী অধিকার কমিশনে সকল মত ও পথের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়ার বিষয়টিও স্পষ্ট হয়েছে। যার ফলে কমিশনের সুপারিশমালায় কিছু গোষ্ঠীগত চিন্তার প্রতিফলন ঘটেছে। যা বাংলাদেশের আপামর নারী সমাজের বিদ্যমান বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী। এমতাবস্থায় তরুণ আলেম প্রজন্ম-২৪ কমিশনের সুপারিশের ব্যাপারে তীব্র আপত্তি ও উদ্বেগ প্রকাশ করছে। বিদ্যমান বাস্তবতায় গঠিত নারী অধিকার কমিশন বাতিল করে নতুনভাবে একটি অন্তর্ভুক্তিমূলক কমিশন গঠনের মাধ্যমে সকল মত ও পথের নারীদের ধর্মীয় ও মৌলিক অধিকার নিশ্চিত হয় এমন একটি সার্বজনীন নারী নীতিমালা প্রনয়নের জোর দাবি জানাচ্ছে তরুণ আলেম প্রজন্ম-২৪।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ফেনীতে ইনকিলাব সাংবাদিককে নির্যাতন মামলার প্রধান আসামি জামাই ফারুক গ্রেপ্তার

গাজীপুরে বলাৎকারের অভিযোগে এনে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত

ইফার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই

ইউআইইউ বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান : জরিমানা আদায়

হামদর্দের গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা

অভিনেতা সিদ্দিককে মারধরের পর পুলিশে সোপর্দ

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না

দিল্লি আর আওয়ামী দোসরদের দৌরাত্ম্য চলবে না : রাশেদ প্রধান

নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

মিয়ানমার সীমান্ত সংক্রান্ত পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন : বাংলাফ্যাক্ট

দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি হচ্ছে ঋণমান সংস্থা ফিচকে জানাল কেন্দ্রীয় ব্যাংক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার : তথ্য উপদেষ্টা

সউদী নুসুকে কাঙ্খিত হজ ভিসা হচ্ছে না

কোম্পানির মুনাফার জায়গা গো-খাদ্য হতে পারে না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : উমামা ফাতেমা

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানবিক করিডরের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ : ১২ দলীয় জোট