দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম
২১ এপ্রিল ২০২৫, ১১:২৯ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১১:৩১ এএম

দেশে তিন স্তরে ইন্টারনেটের দাম কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, তিন স্তরে ইন্টারনেটের দাম কমতে যাচ্ছে। ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ তাদের তিনটি পর্যায়ের সংযোগের দাম কমানোর ঘোষণা দিয়েছে। এবার মোবাইল অপারেটরদের প্রতি ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানাচ্ছি।
সোমবার (২১ এপ্রিল) সকালে ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি লেখেন, ফাইবার অ্যাট হোম আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমাবে। এ নিয়ে ইন্টারনেট লাইসেন্স রেজিমের মোট তিন থেকে চারটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও লেখেন, আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি তাদের সব ধরনের সেবায় ১০ শতাংশ দাম এরইমধ্যে কমিয়েছে। এছাড়া ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি গ্রাহক পর্যায়ে ৫০০ টাকায় এখন থেকে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে বলে সম্প্রতি জানিয়েছে। অন্যদিকে, ঈদুল ফিতরের দিন থেকে সরকারি মোবাইল অপারেটর টেলিটক ১০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দেয়।
দেশের ৩টি মোবাইল অপারেটরকে দাম কমানোর আহ্বান জানিয়ে তিনি লেখেন, এরইমধ্যে সরকার মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম (নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র-ডেন্স ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং) ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। এ অবস্থায় বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না।
সরকার মোবাইল অপারেটরগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় স্তরগুলোতে পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দামও কমিয়েছে। এখন তাদের জাতীয় উদ্যোগে শরিক হওয়ার পালা।
মোবাইল ইন্টারনেটের দাম কমানোর পদক্ষেপে চলমান উচ্চ মূল্যস্ফীতিও কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন ফয়েজ আহমদ। পাশাপাশি দ্রুতই তিনটি বেসরকারি মোবাইল অপারেটর যৌক্তিকভাবে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেবে বলে তিনি প্রত্যাশা করেন।
ফয়েজ আহমদ জানান, সরকার এখানে দুই ধরনের মূল্যছাড় আশা করে; সরকারের দিক থেকে শুল্ক বৃদ্ধির উদ্যোগে অপারেটররা অ্যাডজাস্টমেন্ট বাবদ যে মূল্য বাড়িয়েছিল সেটা কমাবে। এ ছাড়া আন্তর্জাতিক গেটওয়ে বা আইটিসি, আইআইজি ও ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে যতটুকু পাইকারি দাম কমানো হয়েছে তার সমানুপাতিক হারে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, দেশের মোবাইল ইন্টারনেটের মানে ব্যাপক প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। এ অবস্থায় গ্রাহকস্বার্থে যৌক্তিক পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

পুলিশের সহযোগিতায় মায়ের চিকিৎসার হারানো টাকা তিন দিন পর ফিরত পেল মনিরুল ইসলাম

প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত উদ্যোগকে স্বাগত জানাই: নজরুল ইসলাম

হাইমচরে ১২লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়া নদীতে অবমুক্ত

স্বামী-স্ত্রী পুলিশ সদস্যদের জন্য বিশেষ সুবিধা

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা

মজুরী বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয়

বাংলাদেশ এখন আইএমএফের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

কমলনগরে ৪ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯লাখ টাকা জরিমানা

বাংলাদেশ এভিয়েশনে পরিকল্পনা আর বাস্তবায়নে অনন্য ইউএস-বাংলা

অপকর্ম বন্ধ করুন, নইলে জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

রাজশাহী পলিটেকনিক ইনষ্টিটিউটে শিক্ষার্থীদের ছয়দফা দাবিতে নয়দিন ধরে তালা

ব্রাহ্মণবাড়িয়ায় পলিট্যাকনিক শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

জবিতে হঠাৎ ভবন ধসে আহত ১

দাউদকান্দিতে মহাসড়কের দুই পাশে ময়লার বর্জ্যের স্তুপ

লালপুরে চেতনানাশক দ্রব্য খাইয়ে দিনদুপুরে ইজিবাইক ছিনতাই

দেশের মানুষের জীবনমান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেয়া জরুরী - কাজী শিপন

ডিএনসিসির অঞ্চল-৮ এর গনশুনানী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মন জয় করছে ভিভো ভি৫০ লাইট

স্পেন, পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে যা জানা গেছে