২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট

হজযাত্রায় বিড়ম্বনার আশঙ্কা

Daily Inqilab শামসুল ইসলাম

২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম

১৪টি অতিরিক্ত সøট আনার দাবি হাবের

আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। একই দিন সাউদিয়া অ্যাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। ২৮ এপ্রিল রাত ৭টায় আশকোণাস্থ হাজী ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। হাজী ক্যাম্পের সকল প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে হাজী ক্যাম্পের সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন হজ অফিসের পরিচালক হজ লোকমান হোসেন।
পরিচালক হজ আজ মঙ্গলবার রাতে ইনকিলাবকে জানান, হাজী ক্যাম্প থেকে হজযাত্রীদের বিমান বন্দরে আনা নেয়ার জন্য কাওলা রেল লাইন হয়ে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’হজযাত্রী হজে যাবেন। এসব অধিকাংশই হজযাত্রীর সউদী অংশের ইমিগ্রেশন কার্যক্রম গত বছরের ন্যায় ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরেই সম্পন্ন করা হবে। এ জন্য সউদী ইমিগ্রেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত এক সপ্তাহ যাবত ঢাকা বিমান বন্দরে ইমিগ্রেশন ডেক্স স্থাপনের কার্যক্রম চালাচ্ছেন। এদিকে, হজ ফ্লাইট শুরুর মাঝ পর্যায়ে বিমান বাংলাদেশের কর্মকর্তাদের অসতর্কতার দরুণ ৩৬টি হজ ফ্লাইট রাখায় হজযাত্রায় বিড়ম্বনার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। এতে বিমানের অনেক ফ্লাইট খালি যাওয়ার আশঙ্কা থাকায় হজ ফ্লাইট বাতিল হবে। ফলে হজ ফ্লাইটের সøট মার যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। হজযাত্রায় বিপর্যয় এড়ানোর জন্য আজ মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হজ ফ্লাইট পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় হাবের পক্ষ থেকে মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার হজ ফ্লাইটের শেষের দিকে সর্বমোট আরো ১৪টি হজ ফ্লাইটের সøট অতিরিক্ত অনুমোদনের জন্য আগে থেকেই জেদ্দাস্থ আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে জরুরি আবেদন প্রেরণের অনুরোধ জানিয়েছেন। অন্যথায় মাঝামাঝি সময়ে হজ ফ্লাইটে যাত্রীর অভাবে অনেক ফ্লাইট বাতিল হবে । এতে হজযাত্রায় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিতে পারে। হাবের একটি নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছেন।
এদিকে, সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস হজ ফ্লাইটের মাঝ পর্যয়ে সতর্কতামূলক ফ্লাইট সংখ্যা কম রাখায় তাদের হজ ফ্লাইট কার্যক্রমে বিপর্যয়ের আশঙ্কা নেই। একাধিক হজ এজেন্সির মালিক এ অভিমত ব্যক্ত করেছেন। তাদের অভিযোগ বিমান কর্তৃপক্ষ অদক্ষ কর্মকর্তার মাধ্যমে হজ ফ্লাইটের সিডিউল তৈরি করেন। এ ক্ষেত্রে হাবের নেতৃবৃন্দের কাছ থেকে কোনো পরামর্শ নেয়ার প্রয়োজন মনে করেন না। ফলে প্রতি বছরই বিমানের একাধিক হজ ফ্লাইট বাতিল করে কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়। ২৮ এপ্রিল দিবাগত রাত ২টা ১৫ মিনিটে সাউদিয়া এয়ালাইন্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। একই দিন রাত ৩টায় বিমান বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। ২৯ এপ্রিল দুপুর পৌনে একটায় ফ্লাই নাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। ফ্লাই নাসের সিইও খন্দকার শামসুল আলম ইনকিলাবকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাই নাসের এয়ার বাস -৩৩০ ফ্লাইট ৪২৫, ৩৭৪ ও ৩৬৫ আসনের বিমানে হজযাত্রী পরিবহন করবে। ফ্লাই নাস মদিনায় সরাসরি ৫টি ফ্লাইটসহ সর্বমোট ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে ১১ হাজার ৪শ’ হজযাত্রীর বুকিং কনফার্ম হয়েছে। ফ্লাই নাসের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামী ১০ জুন থেকে। বিমান বাংলাদেশ এখনো ফিরতি হজ ফ্লাইট ঘোষণা করতে পারেনি বলে জনৈক হজ এজেন্সির মালিক জানিয়েছেন। সোমবার পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার এক অনুষ্ঠানে জানিয়েছেন, চলতি বছর পবিত্র হজ পালন করতে ৮৭ হাজার ১০০ জন যাত্রী বাংলাদেশ থেকে মক্কায় যাবেন। তবে যাত্রীদের সবাই নির্দিষ্ট স্থানে লাগেজ পৌঁছানোর সুবিধা পাবেন না বলেও জানান তিনি। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গমনকারী ৭৭ হাজার ১০০ জন হজযাত্রী এ সুবিধার আওতায় পড়বেন। অন্য বিমানবন্দর দিয়ে গমনকারী বাকি ১০ হাজার যাত্রী এ সুবিধার আওতায় পড়বে না। বাংলাদেশ থেকে গমনকারী হজযাত্রীদের পরিষেবা প্রদানের সুবিধার্থে সউদী আরবের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব জানান তিনি।
মেজর জেনারেল নুরুল আনোয়ার বলেন, বাংলাদেশের হজযাত্রীরা যে দুটি ক্ষেত্রে সুবিধা পান তার একটি হলো সউদী আরবে পৌঁছানোর পর যে ইমিগ্রেশন হওয়ার কথা সেটা বাংলাদেশের বিমানবন্দর ছাড়ার আগেই হয়। আরেকটি হলো হজযাত্রীদের যে লাগেজ ম্যানেজমেন্ট এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে হ্যান্ডেল করে। হজযাত্রীরা যে হোটেলে ওঠেন সে হোটেলে লাগেজ পৌঁছে যায়। এ দুটি সুবিধা মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে তারা পান। তিনি বলেন, প্রতিবারের মতো আমাদের হজযাত্রীরা ইমিগ্রেশন ক্রস করে যাবেন এবং সেখানে ঝামেলাবিহীন তাদের লাগেজটা পৌঁছাবে। আশা করি আমাদের হজযাত্রীরা বরাবরের মতো এবারও নির্ভেজালভাবে হজে গমনাগমন করতে পারবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা শাহজালাল বিমানবন্দর হয়ে যাবেন তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বেন। অন্য বিমানবন্দর থেকে যে ১০ হাজার হজযাত্রী যাবেন তারা এই সুবিধার আওতায় পড়বেন না । লাগেজের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গত বছর ৮৫ হাজার হজযাত্রী গিয়েছেন। ১শ মতো লাগেজ নিয়ে কিছু সমস্যা হয়েছে। এটা নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে। এবার খেয়াল রাখবে বলে জানিয়েছে। তাদের বেশ কিছু পয়েন্টও তারা তুলে ধরেছে। বিষয়টি আমরাও দেখার চেষ্টা করবো। ভিসা জটিলতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, ভিসার কোনো সমস্যা ছিল না। এটা ছিল মূলত বাড়ি ভাড়ার সমস্যা। বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারে না। আমাদের শতভাগ হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, চলতি বছর হজ ব্যবস্থাপনায় কোনো সমস্যা হবে না। এদিকে, আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক ইনকিলাবের সাথে আলাপকালে বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আগামী ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আল্লাহর মেহমান হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিতকরণে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হজ নিয়ে কোনো সঙ্কট সৃষ্টি হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপুল অর্থ লোপাট, রেহানার স্বামী ও দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এবার স্বৈরাচার হাসিনার মেয়ে পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ
রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
খালাস পাওয়া ১২ ছাত্রলীগ নেতাকর্মীকে আত্মসমর্পণের আদেশ
৪১৪ হজযাত্রী নিয়ে সউদী পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
আরও
X

আরও পড়ুন

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, মাছ ধরার প্রস্তুতি জেলেদের

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, মাছ ধরার প্রস্তুতি জেলেদের

ইবির দা‘ওয়াহ বিভাগে মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

ইবির দা‘ওয়াহ বিভাগে মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

মুরাদনগরের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

মুরাদনগরের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন

সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বায়ুমন্ডলের সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে খুলনায় মন্ট্রিল প্রোটোকল বিষয়ক কর্মশালা

বায়ুমন্ডলের সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে খুলনায় মন্ট্রিল প্রোটোকল বিষয়ক কর্মশালা

বিপুল অর্থ লোপাট, রেহানার স্বামী ও দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিপুল অর্থ লোপাট, রেহানার স্বামী ও দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ এসএসসি পরীক্ষার্থী আহত

ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ এসএসসি পরীক্ষার্থী আহত

শিবগঞ্জের মধুমতির কর্মকর্তাদের বিরুদ্ধে ফের প্রতারণা, জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর

শিবগঞ্জের মধুমতির কর্মকর্তাদের বিরুদ্ধে ফের প্রতারণা, জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

ভারতকে জবাব দিতে ইমরান খানের মুক্তি চায় পিটিআই

ভারতকে জবাব দিতে ইমরান খানের মুক্তি চায় পিটিআই

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও  শাটডাউন কর্মসূচি পালিত

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও  শাটডাউন কর্মসূচি পালিত

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ‘সব কিছু করেছে ছেলের বউ’, আদালতে সাংবাদিক দেখে হিটু শেখ

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ‘সব কিছু করেছে ছেলের বউ’, আদালতে সাংবাদিক দেখে হিটু শেখ

ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলার ভিডিও ভাইরাল! নেটিজেনদের ক্ষোভ

ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলার ভিডিও ভাইরাল! নেটিজেনদের ক্ষোভ

এবার স্বৈরাচার হাসিনার মেয়ে পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ

এবার স্বৈরাচার হাসিনার মেয়ে পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ

রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব

রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে আটক করেছে র‍্যাব

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে আটক করেছে র‍্যাব

অনলাইন ক্যাসিনো বা জুয়া নিয়ে কিছু অজানা তথ্য

অনলাইন ক্যাসিনো বা জুয়া নিয়ে কিছু অজানা তথ্য

অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বিপদের বীজ রোপণ করলো!

অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বিপদের বীজ রোপণ করলো!

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারে চাঙ্গা পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারে চাঙ্গা পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান