সামুদ্রিক মৎস্যখাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম

বাংলাদেশের মৎস্যখাতে দক্ষিণ কোরিয়া কারিগরি সহায়তার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সামুদ্রিক মৎস্য এবং এ সম্পর্কিত প্রযুক্তিগত উদ্ভাবন, মেরিকালচার ও গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ পোর্ট সিটি বুসানে কোরিয়া প্রজাতন্ত্রের মৎস্য বিষয়ক ভাইস মিনিস্টার এবং জাতীয় মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউটের (এনআইএফএস) প্রেসিডেন্ট চোল ইয়ং সি এর সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে এ কথা বলেন।
উপদেষ্টা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে দক্ষিণ কোরিয়ায় সফরে রয়েছেন। তিনি ৫ দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গভীর সমুদ্রে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে নজরদারি জোরদার, গভীর সমুদ্রে টুনা মাছ ধরায় সক্ষমতা অর্জন, সামুদ্রিক সম্পদের মজুদ নির্ণয়ে সহায়তা, সামুদ্রিক মৎস্য গবেষণায় সক্ষমতা বৃদ্ধি, গবেষকদের জন্য দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নের সুযোগ প্রদান, মূল্য সংযোজন পণ্য উন্নয়ন এবং খাদ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট উন্নয়নের মাধ্যমে মৎস্য পণ্য রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন।
দ্বি-পাক্ষিক আলোচনায় উপদেষ্টা কোরিয়ান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলদেশ সরকার সাধারণ মানুষের আমিষ চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানতে পেরেছেন যে, কোরিয়ান সরকার তার জনগণকে ক্রয় ক্ষমতার মধ্যে মাছের যোগান দেয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তবে, উভয় দেশেরই কমন ও বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। যার মধ্যে জলবায়ু পরিবর্তন, সমুদ্রে দূষণ, আইইউই ফিসিং, অধিক মৎস্য আহরণ, অবৈধ ফিসিং গিয়ার ব্যবহার বিশেষভাবে উল্লেখ্য।
উপদেষ্টা এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্র একত্রে কাজ করতে পারে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য উভয় দেশের সরকার ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রয়োজনীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে বলে উপদেষ্টা প্রস্তাব করেন।
কোরিয়ার ভাইস মিনিস্টার প্রস্তাবের সাথে একমত পোষণ করে বলেন, মৎস্যখাতে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি আশ্বস্ত করেন, দক্ষিণ কোরিয়া সরকার মৎস্যখাতে বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপায় খুঁজে বের করবে। তিনি জোর দিয়ে বলেন যে, আলোচনার ক্ষেত্রগুলোতে পারস্পরিক বোঝাপড়া এবং আরও সহযোগিতার বিকাশ উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ।
ভাইস মিনিস্টার আরো বলেন, দক্ষিণ কোরিয়া ইতোমধ্যেই অবৈধ মাছ ধরার পাশাপাশি গভীর সমুদ্রে টুনা মাছ ধরার ট্র্যাকিং-এর অত্যাধুনিক ব্যবস্থা উদ্ভাবন করেছে। নির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে এই ক্ষেত্রগুলোতে বাংলাদেশকে কোরিয়া সহযোগিতা করতে পারে। তিনি প্রযুক্তিগত গবেষণা সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতের সময় কোরিয়া প্রজাতন্ত্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুর রউফ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।
সফরকালে তিনি ইতোমধ্যে কোরিয়া মেরিটাইম ইনস্টিটিউট (কেএমআই)-এর সভাপতি, কোরিয়ান ফিশারিজ রিসোর্সেস এজেন্সি (এফআইআরএ) -এর সভাপতি, পুকিয়ং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, কোরিয়া ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতিসহ অন্যান্যদের সাথেও দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এছাড়াও, বাংলাদেশ প্রতিনিধিদল বুসান ফিস প্রসেসিং এবং এক্সপোর্ট সেন্টার গংসু ফিস ভিলেজ পরিদর্শন ও প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি পালিত

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ‘সব কিছু করেছে ছেলের বউ’, আদালতে সাংবাদিক দেখে হিটু শেখ

ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হামলার ভিডিও ভাইরাল! নেটিজেনদের ক্ষোভ

এবার স্বৈরাচার হাসিনার মেয়ে পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ

রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে আটক করেছে র্যাব

অনলাইন ক্যাসিনো বা জুয়া নিয়ে কিছু অজানা তথ্য

অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বিপদের বীজ রোপণ করলো!

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারে চাঙ্গা পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান

আইপিএলে অনবদ্য সেঞ্চুরি করা বৈভবের বয়স সত্যিই কি ১৪!

কর্ণফুলীতে আগামীকাল থেকে শুরু দাওয়াতে ইসলামী'র ৩ দিনের ইজতেমা

সখিপুরে ট্রাকের ধাক্কায় অটো চালকের মৃত্যু

শিক্ষার্থীকে শাসন করায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

অজ্ঞান পার্টি বাড়ির লোকজনকে ঘুম পাড়িয়ে টাকাসহ অলংকার চুরি

পিরোজপুরে এনসিডি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, দুদক বলল অভিযোগ সত্য নয়

মুমিনুল-সাদমানের বিদায়ের পর বাংলাদেশের লিড

২৯ এপ্রিল স্মরণে কাঁপনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচী কুতুবদিয়াবাসীর
জকিগঞ্জে সালিশ বৈঠকে হামলা: তিনজন গুরুতর আহত, মোবাইল-টাকাও ছিনতাই

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: আইসিজে-তে মিসর