বাংলাদেশ পুনর্গঠনে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের
২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পিএম

বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা কাতারের প্রধানমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করবেন। চলমান সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে বলে আস্থা প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। তিনি অধ্যাপক ইউনূসকে বলেন, আমরা আপনার অব্যাহত নেতৃত্বের ওপর আস্থা রাখি।
প্রধান উপদেষ্টা একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করেন। এর মধ্যে রয়েছে- দেশের প্রায় ১৮ কোটি মানুষ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা। অধ্যাপক ইউনূস কাতারের প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তা প্রয়োজন।’ শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা করার জন্য কাতারে একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানান।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করা হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা জনগণ যাতে মর্যাদার সঙ্গে স্বদেশে ফিরে যেতে পারে, তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব সহায়তার আহ্বান জানান। আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ আয়োজনে সহায়তা করার জন্য কাতারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী।
শেখ মোহাম্মদ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সমর্থন জোরালো করার আহ্বান জানান। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি এবং সমস্যার টেকসই সমাধানে কাতারের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। দুই নেতা গাজার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেওয়া: এজেডএম জাহিদ হোসেন

দেশের মানুষ নির্বাচন চায়, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন : ফারুক

লামায় ডাকাতির ঘটনায় তিনজন আটক ১ জনের সাজা ২ জন রিমান্ডে

‘মরিয়ম মির্জাখানি ইরানি নারীদের বৈজ্ঞানিক রোল মডেল’

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

ডলারের দাম হবে বাজারভিত্তিক: গভর্নর

মানিকগঞ্জে শুল্ক ফাঁকির দায়ে ১৩ লাখ টাকার সিগারেট জব্দ

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে শিবিরের শোক প্রকাশ ও দ্রুত বিচার দাবি

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলার ৩ আসামি কারাগারে

মানিকগঞ্জে শুল্ক ফাঁকির দায়ে ১৩ লাখ টাকার সিগারেট জব্দ

বগুড়ায় কারামুক্ত হলেন সাংবাদিক ওয়াহেদ ফকির

বৃষ্টিতে ভিজে শাহবাগে আন্দোলন করছেন নার্সিং শিক্ষার্থীরা

আমরা অতি দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই - আহমেদ আযম খান

ঘরে বসে পাওয়া যাচ্ছে ট্রেড লাইসেন্স, দেওয়া যাচ্ছে হোল্ডিং ট্যাক্স

পরকীয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত, বাঁচানো গেল না স্ত্রীকে

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় একদিনের শোক ঘোষণা

দলের নাম পরিবর্তন করলেন ডেসটিনির রফিকুল আমীন, নতুন নাম ‘বাংলাদেশ আমজনগণ পার্টি'

আগামী নির্বাচনে নারীদের ১০০ আসনের প্রস্তাব ইসিতে

বিড়াল নিয়ে কান্না, মানুষের বেলায় নেই কেন?

প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন হলে সে উন্নয়ন টেকসই হবে না: রিজওয়ানা হাসান