রাজধানীতে পানিবদ্ধতায় চরম দুর্ভোগ
রাজধানীতে গত বৃহস্পতিবার রাতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির পর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক রাস্তা তলিয়ে গিয়ে যান চলাচলও বন্ধ হয়ে যায়। ঢাকার দুই সিটি করপোরেশনের বেশিরভাগ এলাকার রাস্তা পানিতে তলিয়ে গেলেও কর্তৃপক্ষ যেন নির্বিকার। নগরীর বাসিন্দারা বলছেন কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়ক তলিয়ে গেলেও দায়িত্বরত কোনো কর্তৃপক্ষের লোকজনের দেখা পাওয়া যাচ্ছে...