অস্ত্রধারী যুবলীগ নেতার বিষয়ে খোঁজ নেয়ার এখনো সময় পায়নি পুলিশ
ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় গত মঙ্গলবার পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নামা সেই যুবলীগ নেতার বিষয়ে খোঁজ নেয়ার সময় পায়নি পুলিশ। ওই যুবলীগ নেতা হলেন আওলাদ হোসেন। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা তো আন্দোলন দমাতেই সময় পাচ্ছি না, খোঁজখবর নেব কীভাবে?প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লবী...