আহত বানরের জন্য ভালোবাসা!
বিদ্যুতের খুঁটিতে শক খেয়ে আহত হয় এক বানর। শরীরে ঘা নিয়ে বানরটি হাজির হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসার পর বানরটি আবার বনে চলে যায়। পরপর তিন দিন ওই হাসপাতালে এসে নিজেই চিকিৎসা নেয়। কিন্তু ঝলসে যাওয়া শরীরের যন্ত্রণা থেকে কোনভাবেই নিস্তার মিলছিল না। চতুর্থবারের মত হাসপাতালে আসলে চিকিৎসকরা দেখেন তার অবস্থা আরো খারাপ হয়েছে। অবশেষে গতকাল তাকে উপজেলার হাসপাতাল...