‘রংধনু ঝরনা’, পাহাড়ের ফাটল বেয়ে নামছে রঙের ফোয়ারা!
১৪৫০ ফুট উঁচু থেকে ঝরে পড়ছে আশ্চর্য রঙের ফোয়ারা। যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না। কথা বন্ধ করে দেয় এমন দৃশ্য, হাঁ করে তাকিয়ে থাকে দর্শক। আসলে এটি পাহাড়ের ফাটল বেয়ে নেমে আসা একটি জলপ্রপাত। প্রবল বাতাসে সে পানি ক্রমাগত উড়ছে। তার উপর সূর্যের আলো পড়তেই ম্যাজিক! সাধারণ ঝরনা হয়ে ওঠে রংধনু জলপ্রপাত। সম্প্রতি ভাইরাল হয়েছে এই অপরূপ...