মন্দিরে ১০০ কোটি রুপির চেক দান, অ্যাকাউন্টে মাত্র ১৭ রুপি
দক্ষিণ ভারতের একটি মন্দিরের দানবাক্সে এক ভক্ত ১০০ কোটি রুপির (১৩২ কোটি ৪২ লাখ ৩৪ হাজার ৩১৫ বাংলাদেশি টাকা) চেক দান করে। কিন্তু মন্দির কর্তৃপক্ষ চেকটি সংশ্লিষ্ট ব্যাঙ্কে পাঠালে জানতে পারেন সেই ভক্তের অ্যাকাউন্টে আছে মাত্র ১৭ রুপি (২২.৫১ টাকা)।
চেকের ছবি গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। চেকটিতে স্বাক্ষর করেছেন বোদ্দেপল্লী রাধাকৃষ্ণ।কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের এ চেকে ভক্তটি তারিখ লিখেননি। চেকটি...