ইউক্রেনকে অগ্রাধিকার দেয়ায় হতাশ ইউরোপের বহু দেশ
ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রার্থী কিছু ইউরোপীয় দেশের মধ্যে হতাশা বাড়ছে যে, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়াতে তাদেরকে ডিঙিয়ে সুবিধা লাভ করছে, এবং ইইউতে যোগদানের জন্য তাদের কয়েক দশক ধরে চলা প্রচেষ্টাকে আরও বিলম্বিত করছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ সম্ট্রতি এপ্রসঙ্গে বলেছেন, ‘ইউক্রেনীয়দের বিরুদ্ধে আমার অভিযোগ নেই। কিন্তু ইউক্রেনের প্রতি ইইউ-এর সমর্থনের স্তর, এটিকে তার আবেদনের এক বছরের মধ্যে ইইউ প্রার্থীর...