মেঘনার তীর রক্ষার বাঁধ ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা
এক পাশে মেঘনায় জেগে ওঠা নতুন চর, নদীর স্বচ্ছ জলরাশি, বিশাল ঢেউ আর জেলেদের মাছ শিকার, অন্যপাশে সবুজ গ্রামের চিত্র (সারিবদ্ধ ঝাউ গাছ) ৫ কিলোমিটার দীর্ঘ ল²ীপুরের রামগতি উপজেলার মেঘনার তীর রক্ষার বাঁধকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। হিমেল হাওয়া, চরাঞ্চলের গরু-মহিষ ও ভেড়ার বিচরণ দৃশ্য এবং তাদের সঙ্গে রাখালের বন্ধুত্বই যেন প্রকৃতিপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্র। এছাড়া যেমনি করে তুলছে...