জুলাই’র গণহত্যা-ই নয়, বিগত ১৫ বছরের সব অপকর্মের বিচার হবে : প্রধান উপদেষ্টা
শুধু জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যাই নয়, বরং বিগত ১৫ বছরে যত অপকর্ম সংঘটিত হয়েছে, সেই সব অপরাধের বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি। জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ...