উৎসুক জনতার ভিড় বঙ্গবভনের সামনে
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান দেখতে বঙ্গবভনের সামনে ভিড় করছেন উৎসুক জনতা। উৎসুক জনতার ভিড় সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে সেনা সদস্যদের।
বৃহস্পতিবার (৮ আগস্ট ) বিকেল থেকে বঙ্গবভনের সামনে উৎসুক জনতার ভিড় নামতে শুরু করে। দেখা গেছে, বিকেল থেকে বঙ্গবভনের সামনে উৎসুক জনতা আসতে থাকেন। মাগরিবের আযানের পর থেকে বঙ্গবভনের সামনে মানুষের আনাগোনা বাড়তে থাকে।
উৎসুক...