কালো ব্যাজ দেখা যাচ্ছে না টিভি স্ক্রিনে
আন্দোলনের মুখে পরাজিত হয়ে পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেছেন শেখ হাসিনা। এমন অবস্থায় ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপি টেলিভিশনের স্ক্রিনে থাকা কালো ব্যাজ সরিয়ে নিয়েছেন কতৃপক্ষ।
এখন আর কালো ব্যাজ দেখা যাচ্ছে না টিভি স্ক্রিনে।মাসব্যাপি টিভি স্ক্রিনে কালোব্যাজ থাকার হেতু কী অনুসন্ধান করা হচ্ছে। কেনই বা কতৃপক্ষ হঠাৎ করে তা সরিয়ে নিলেন, তারও কারণ অজানা।