বিদেশে সত্যায়ন লাগবে না দেশি ডকুমেন্টের , বছরে ৬০০ কোটি টাকা বাঁচবে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ নেদারল্যান্ডসে এপোস্টিল কনভেনশনে যোগদান অনুষ্ঠানে দেশের পক্ষে ‘ইন্সট্রুমেন্ট অব অ্যাকসেশন’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। সোমবার দ্য হেগ শহরে নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ‘দ্য কনভেনশন অন অ্যাবোলিশিং দ্য রিকোয়ারমেন্ট অব লিগালাইজেশন অব ফরেন পাবলিক ডকুমেন্ট’ বা এপোস্টিল কনভেনশন ১৯৬১-এর পক্ষভুক্ত হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এর ফলে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন করা...