বারোমাসি শাক-সবজিতে সয়লাব সীমান্ত অঞ্চল
বারোমাসি রকমারি শাক-সবজিতে ভরে গেছে শেরপুর সীমান্ত অঞ্চল। সীমান্তবর্তী শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে নানা প্রকারের আগাম বারোমাসি শাক-সবজি ক’বছর ধরেই শেরপুর জেলা এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় যোগান দিচ্ছে।ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত অঞ্চলের কৃষকরা জানান, এবারো প্রতিকূল আবহাওয়া সত্বেও আগাম শাক-সবজির আবাদ করে বেশ লাভবান হচ্ছেন। সীমান্ত অঞ্চলের কৃষকরা ক’বছর ধরেই অপেক্ষাকৃত উঁচু জমিতে বারোমাসি শাক-সবজি এবং ফলের আবাদ...