সাপাহারে গোল্ডেন আম্রপালি আম চাষে সফল আনোয়ার
নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামে গোল্ডেন আম্রপালি আম চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন আম চাষি আনোয়ার। উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বর্তমানে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে’ কর্মরত। তিনি চাকরির পাশাপাশি শখের বশে গোল্ডেন কালার আম্রপালি আমের বাগান তৈরি করেন। বর্তমানে তার উৎপাদিত আম সারা দেশে বেশ সুনাম অর্জন করেছে।
আম চাষি আনোয়ার হোসেন জানান, সাপ্তাহিক ছুটির দিনে তিনি ছুটে আসেন...