বিএনপির নেতাকর্মীদের দৃঢ়তায় লজ্জা পেল বৃষ্টি
২৮ জুলাই ২০২৩, ১১:৩৯ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপির পরিচিতি ‘সমর্থক’ নির্ভর দল হিসেবে। জামায়াত ও সিপিবিসহ বাম দলগুলোকে বলা হয় ক্যাডার ভিক্তিক দল। আওয়ামী লীগকে বলা হয় কর্মী নির্ভর দল। রাজনৈতিক বিশ্লেষকরা প্রায়ই বলে থাকেন আওয়ামী লীগের মতো কর্মী নির্ভর দল না হওয়ায় বিএনপি সাংগঠনিক ভাবে দুর্বল। কিন্তু বিএনপির মহাসমাবেশে দেখা গেল সেই সমর্থকরা আওয়ামী লীগের কর্মী এবং জামায়াত-বাম দলের ক্যাডারদের চেয়েও দৃঢ়। দফায় দফায় ঝুম ঝুম বৃষ্টি। তারপরও সমাবেশে জড়ো হওয়া লাখো সমর্থক রাজপথ ছাড়ছেন না। বৃষ্টি থেকে বাঁচতে সমাবেশ থেকে দৌড়ে এখানে সেখানে যাচ্ছেন না। বৃষ্টির মধ্যেই কেউ মিছিল করছেন, কেউ শ্লোগান দিচ্ছেন, কেউ ব্যানার উঁচিয়ে ধরে গগণ বিদারী শ্লোগান তুলছেন। বৃষ্টি যেন মহাসমাবেশে আসা বিএনপির নেতাকর্মীদের কাছে পরাজিত হয়েছে, লজ্জা পেয়েছে।
মুশলধারে বৃষ্টি থেকে বাঁচতে ফকিরাপুল মোড়ে একটি দোকানের টিনের সেডে আশ্রয় নিয়েছি। আমার মতো আকের কিছু লোক বৃষ্টি থেকে বাঁচার ছেস্টা করছে। কিন্তু বৃষ্টিতে ভিজেই লাখো নেতাকর্মী-সমর্থকদের দেখা গেল সমাবেশ থেকে সরছেন না। এদিকে মতিঝিল হয়ে নটরডেম কলেজ আরামবাগ, ফকিরেরপুল মোড়, দৈনিক বাংলা, অন্যদিকে কাকরাইল জামে মসজিদ, শান্তিনগর মোড় ছাড়াও আশপাশের অলিগলিতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছে। নটরডেম, আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল এলাকা ঘুরে দেখা গেলে কিছু নেতাকর্মী বৃষ্টির সময় রাস্তার পাশে বিভিন্ন সেডের নীচে দাঁড়িয়ে বৃষ্টি থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। কিন্তু হাজার হাজার কর্মী বৃষ্টিতে সামান্য ভ্রুক্ষেপ নেই। ঠায় দাঁড়িয়ে রয়েছেন রাস্তায়, কেউ কেউ বসার যায়গা থেকে নড়ছেন না। বিকেল ৩টার দিকে তো মুষলধারে বৃষ্টি। তাতেও ভ্রুক্ষেপ নেই মহাসমাবেশে আসা জনতার। কয়েকজনের সঙ্গে কথা বলে বোঝা গেল, তারা এক দফার আন্দোলনে দৃঢ় প্রতিজ্ঞ।
২০১৪ সাল ও ২০১৮ সালের মতো এবার ছাড় দেবেন না। এবার রেজাল্ট নিয়েই ঘরে ফিরবেন।
মূলত সকাল থেকেই লাখো মানুষ হাজির হলেও দুপুর ২টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশ। সমাবেশ শুরুর এক ঘণ্টার মাথায় শুরু হয় ঝুম বৃষ্টি। একটানা চলে প্রায় আধা ঘণ্টা। কিন্তু বৃষ্টির বাধা টলাতে পারেনি বিএনপি নেতাকর্মীদের। তুমুল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থেকে নেতাদের বক্তব্য শুনছেন। মাঝে মাঝেই বৃষ্টির মধ্যেই শ্লোগান দিচ্ছেন। ফকিরাপুল মোড়ে মো. শহীদুল ইসলাম নামের একজন জানালেন, তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তারা প্রতিজ্ঞা করেছেন এই সরকারকে না হটিয়ে ঘরে ফিরবেন না। বৃষ্টি তাদের প্রতিজ্ঞার কাছে অতি তুচ্ছ। মো: রফিক, মো. তুহিন, মো: এমরান নামের তিন যুবক জানালেন, তাদের বয়স ২৮ থেকে ৩০ বছর। কেউ ভোট দিতে পারেননি। তারা আগামীতে যাতে ভোট দিতে পারেন সে জন্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির আন্দোলনে এসেছেন। এমরান বললেন, বৃষ্টি কেন, ঝড়-তুফান কিছুই নয়, নেতা তারেক রহমান ডাক দিয়েছেন আমরা রাজপথে নেমেছি। জনগণের ভোটের অধিকার আদায় করে ঘরে ফিরবো।
মূলত মহাসমাবেশ শুরু হওয়ার পর মুসুলধারে বৃষ্টি নামে। তবে বৃষ্টি উপেক্ষা করেই বিএনপি নেতারা মহাসমাবেশে বক্তব্য দেন ও কর্মী-সমর্থকরা অবস্থান করেন। এ সময় বক্তারা বলেন, বৃষ্টি আল্লাহর রহমত। গরমের কারণে সবাই কষ্ট পাচ্ছে। তাই আল্লাহর রহমত শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের আন্দোলনে এই বৃষ্টি কিছুই না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ বলেন, সমাবেশে বৃষ্টির মাধ্যমে আল্লাহর রহমত শুরু হয়েছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা বৃষ্টির মধ্যে মাঠে অবস্থান করবেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা দেশের জনগণের ভোটের অধিকার, গণতন্ত্রের হত্যাকারী। এ স্বৈরাচারী শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। নেতাদের এমন বক্তব্যে মাঠের সমর্থকরা আরো উজ্জীবিত হন। তারা বৃষ্টিকে থোরাই কেয়ার করে সমাবেশে মন্ত্রমুগ্ধের মতো নেতাদের বক্তৃতা শোনেন
প্রচ- বৃষ্টি হচ্ছে, রাস্তার পাশে পানি জমেছে তারপরও মানুষ উঠছেন না, বসে থেকে বক্তৃতা শুনছেন। কেউ কেউ দাঁড়িয়ে থেকে বসে থাকা সমর্থকদের উৎসাহ দিচ্ছেন। সমাবেশে বক্তৃতা চালু রাখেন নীতি-নির্ধারকরা। নেতাকর্মীরাও এ পদক্ষেপে সমর্থন জানান। তারা ইশারা দিয়ে বলেন, সমাবেশ চলুক, আমরা এখানেই আছি। মঞ্চ থেকে নেতারা একের পর এক বক্তব্য দেন আর বৃষ্টিতে ভিজে সড়কে বসে ও দাঁড়িয়ে সে বক্তব্য শোনেন কর্মীরা। এ দৃশ্য দেখে যারা একটু আড়ালে দাঁড়িয়েছিলেন তারা বেশ প্রশংসা করেন এবং ত্যাগী এসব নেতাকর্মীদের দেখে অনেকেই আবার আড়াল থেকে সমাবেশস্থলে সড়কে নেমে আসেন।
দেখা গেল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানের অস্থায়ী মঞ্চে মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম চালাচ্ছেন। কয়েকজন জানালেন, মূলত সকাল ৯টা থেকেই নেতাকর্মীরা পল্টন এলাকায় জড়ো হতে শুরু করেন। কর্মীদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। এ সময় মঞ্চে বসে বৃষ্টিতে ভিজতে দেখা গেল মহাসমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সমাবেশের সঞ্চালক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীরাও বৃষ্টিতে ভিজছেন।
আধুনালুপ্ত দৈনিক বাংলা মোড় থেকে একের পর এক মিছিল আসছে বৃষ্টির মধ্যেই। ফকিরাপুল মোড়ে জানা গেল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন মিছিলেই হাটৃ অ্যাটাক করে ইন্তেকাল করেন। তার রাজনৈতিক সহকর্মীরা জানান, সমাবেশে পৌঁছার আগে সমাবেশস্থলের অদূরে রাজধানীর ফকিরাপুল এলাকায় ‘মিছিল দিতে দিতে’ সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ঢাকায় পৌঁছে আমরা এক সঙ্গে শান্তিপূর্ণ মিছিল নিয়ে সমাবেশের দিকে যাচ্ছিলাম। এ সময় মাহমুদ ‘হার্ট অ্যাটাক’ করে অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন। পরে আমি তার পরিবারকে ফোন করে বিষয়টি জানিয়ে তাদের ঢাকা মেডিকেলে আসতে বলি।
সমাবেশে আসা বেশ কয়েকজন জানালেন, সকাল ৯টার মধ্যে পূর্বের ফকিরেরপুর মোড় থেকে পশ্চিমে কাকরাইল পর্যন্ত মানুষ জড়ো হন। পরে সেটা আরো বেড়ে লোকারণ্যে পরিণত হয়। মানুষকে ধরে রাখতে সকাল থেকে জাসাস শিল্পীরা গান পরিবেশন করেন। তৃতীয়-চতুর্থ সারির নেতারা মাঝেমধ্যে বক্তৃতা করেন। জড়ো হওয়া নেতাকর্মীরা সেøাগানে সেøাগানে মুখর করে তুলেছেন। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ‘একদফা’ দাবিতে বিএনপির এই সমাবেশ করছে। ইতোমধ্যে পল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। কোথায়ও তিল ধারণের ঠাঁই নেই। আশপাশের এলাকাগুলোতেও নেতাকর্মীদের ঢল নেমেছে।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে