কে আ.লীগের নেতৃত্ব কত টাকা দিয়ে পায় আমরা জানি : বিএনপি
১৪ মার্চ ২০২৩, ১০:১৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৬ পিএম

‘৩০০ আসনে ৭০০ নমিনেশন দিয়ে, টাকা খেয়ে নিজেরাই নিজেদের নির্বাচন থেকে সরিয়ে প্রশ্নবিদ্ধ করেছে’- সোমবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংক্রান্ত বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, ‘কত টাকা দিয়ে কে আওয়ামী লীগের নেতৃত্ব পায়, কত টাকা দিয়ে কে মন্ত্রিত্ব পায় —এগুলো আমরা জানি। আমি নাম বললাম না, বাংলাদেশ এতটুকু দেশ। সুতরাং এ কথাগুলো বলবেন না।’ মঙ্গলবার (১৪ মার্চ) গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘মনোনয়নের সময়ে নাকি আমরা বাণিজ্য করেছি। এটা তাদের (আওয়ামী লীগ) অভ্যাস। নাম বলব না, নাম বলা উচিত না, এটা সৌজন্যমূলক নয়। আমরা এখানে (গুলশানের কার্যালয়ে) স্থায়ী কমিটি সাত-আট দিন ধরে দিনরাত খেটে নমিনেশন দিয়েছি এবং সেখানে কোনও রকমের সমস্যাও ছিল না।’
২০১৮ সালের নির্বাচনে সব আসনে বিএনপি তিনজন করে প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন দিয়েছিল। কেন প্রাথমিকভাবে তিনজনকে মনোয়ন দেওয়া হয়েছিল তার ব্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা তিনজন করে দিয়েছি আওয়ামী লীগের জন্য। তারা আমাদের প্রার্থীদের বেআইনি ঘোষণা করবে, উপযুক্ত নয় ঘোষণা করবে, ব্যাংকের ইস্যু নিয়ে আসবে। ট্রাইব্যুনাল থেকে আউট করে দেবে। ওই জন্যই বিকল্প প্রার্থী রাখতে হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি আপনাদের সত্যি বলছি, আমি তো ২৫ বছর পাকিস্তানে বড় হয়েছি। আবারও বলব, এ কথা আমি জানি, কাদের সিদ্দিকীও বলবে। এই রকম ভয়াবহ অবস্থা আমরা কখনও দেখিনি। একাত্তরে দেখেছি যুদ্ধের সময়, তার আগে আমরা দেখিনি।’
নিজের বাসার বিদ্যুৎ বিল মাসে প্রায় ২২ হাজার টাকার মতো আসে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা নিয়ে প্রায় আমার স্ত্রীর সঙ্গে কথা হয়। কেন আমি এতো টাকা বিদ্যুৎ বিলদেবো। সত্যি কথা, বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছি। বাসায় আমরা দুই জন (স্বামী-স্ত্রী) থাকি। বাড়িতে এসি তেমন একটা চলে না। বাড়ির নিচের অফিসেও এক লাইট জ্বলে। তারপর এতো টাকা বিল দিতে হয়। আসলে বিদ্যুৎ খাতকে আওয়ামী লীগ তাদের লুটপাটের খাত বানিয়েছে। চুরির জন্য তারা বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে।’
এদিকে বিকেলে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে স্থানীয় সরকারের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

আসছে মে দিবসে দুরন্ত টিভির বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোল তোল’

ভারত-পাকিস্তান সীমান্তে সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি

মির্জাগঞ্জে শিশু ধর্ষণ-চেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেফতার

মিরাজের ব্যাটে বাড়ছে লিড

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা

পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, মিলল ড্রোন ও বিস্ফোরক

৭ মে শুরু হচ্ছে নতুন পোপ নির্বাচনের সমাবেশ

বিএনপি নেতা আমান ও তার স্ত্রীর সাজা বাতিল

পাহেলগাম ঘটনা নিয়ে জরুরি বিবৃতি দিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার

পদ্মায় জোয়ারের পানি না আসতেই ভাঙন আতংকে নদীপাড়ের মানুষ, স্থায়ী বেড়িবাঁধের দাবি এলাকাবাসীর

পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর

প্রাগে 'বেস্ট সুপার শর্ট ফিল্ম' অ্যাওয়ার্ড জিতলো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ‘নট আ ফিকশন’

চীনকে ঠেকাতে জাপান-ফিলিপাইনের নিরাপত্তা জোট গঠনের অঙ্গীকার

কেরানীগঞ্জে তিন অপহরণকারী গ্রেফতার: অপহৃত উদ্ধার

মোদির আগ্রাসনেই পাকিস্তান আজ ঐক্যবদ্ধ, কারাগার থেকে ইমরান খানের বার্তা

ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড, ছয়টি পিকআপ ভ্যান জব্দ

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

কান চলচ্চিত্র উৎসবে 'আলী' টিমের খরচ বহন করবে সরকার

ঢাবি ভিসির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি’র সাক্ষাৎ

ভারত ইট মারলে আমরা পাথর ছুড়ব, কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের