ঢাকা   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

আমেরিকায় পিওনের সাথেও প্রধানমন্ত্রী দেখা করতে পারেননি -ড. খন্দকার মোশাররফ হোসেন

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১৯ মে ২০২৩, ০৮:৩২ পিএম | আপডেট: ২০ মে ২০২৩, ১২:০৫ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কিছুদিন আগে শেখ হাসিনা জাপানে গিয়েছিলন, যাওয়ার আগে অনেক কথা বলে গিয়েছি্লন। কিন্তু জাপান থেকে কিছুই আনতে পারেননি। তার পরে আমেরিকা গিয়েছিলন। সেখানে সরকারি দফতরের একজন পিওনের সাথেও প্রধানমন্ত্রী দেখা করতে পারেননি। এই প্রধানমন্ত্রীকে আমেরিকা সরকার থেকে কেউ ওয়েলকাম করতে আসেনি। আমেরিকা থেকে সম্পূর্ণ প্রত্যাখাত হয়েছেন।

তিনি শুক্রবার বিকেলে নগরীর কাজীর দেউরী নসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ভিপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সি যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, উত্তর জেলা বিএনপির সি যুগ্ম আহবায়ক এম এ হালিম।

খন্দকার মোশাররফ বলেন, 'যারা টাকা পাচারে জড়িত তাদের নাম সরকার মুখে আনছে না। কারণ তাদের লোকই এই টাকাগুলো পাচার করেছে। এইভাবে সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আজ গরীব মানুষ দু'বেলা খেতে পারে না, মধ্যবিত্ত মানুষ গরীব হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের পক্ষে এই অর্থনীতি ঠিক করা সম্ভব নয়।'

তিনি বলেন, জনগণ বিশ্বাস করে আওয়ামী লীগ বড় বড় মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করেছে। দেশের টাকা পাচার করে সুইস ব্যাংকে জমা রেখেছে। কানাডা, আমেরিকায় বাড়ি করেছে। মালয়েশিয়ায় থাকার ঘর করেছে। এসব আমাদের কথা নয়। বাংলাদেশ ব্যাংক এসব কথা বলেছে।

'এই সরকার যেখানে বিচার বিভাগকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে, সেখানে আর তারা বিচারবিভাগকে স্বাধীন করতে পারবে না। এই সরকার যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্নভাবে ধ্বংস করে দিয়েছে সেটা আর পুনরদ্ধার করতে পারবে না। তাই এদেশের জনগণ এই অবৈধ ও স্বৈরাচারী সরকারকে প্রত্যাখান করেছে। শুধু এই দেশের জনগণ নয় সারা দেশের মানুষ আজ শেখ হাসিনাকে প্রত্যাখান করেছে।'

'ওয়াশিংটনের রাস্তায় মানুষ স্লোগান দিয়েছে শেখ হাসিনা ভোট চোর। সেখানে গিয়ে একটি অনুষ্ঠানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে হঠাৎ করে বসে একটি ছবি দিয়ে সারা দেশের মানুষকে বোকা বানাতে চেয়েছে শেখ হাসিনা। ব্রিটিশ সরকার স্টেটমেন্ট দিয়ে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হয়নি।'

সরকার ক্ষমতায় টিকে থাকতে আবার বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, 'আজকে যারা গায়ের জোরে ক্ষমতায়, যারা এই দেশের গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে ধ্বংস করেছে, সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সুশাসনকে ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় মানুষ আর দেখতে চায় না।'
'আজকে স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আবার গায়েবি মামলা শুরু করেছে। নেতা-কর্মীদেরকে গ্রেফতার শুরু করেছে। আজকে আমরা বলতে এসেছি আর কোনো গায়েবি মামলা হতে পারবে না। আর কাউকে গ্রেফতার করা যাবে না।'

আওয়ামী লীগ আবার বাকশাল করার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'এই সরকারকে আর এই দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। যত তাড়াতাড়ি বিদায় হও, ততই দেশের জন্য মঙ্গল। এইসব কথা কিন্তু জনগণ আওয়াজ তুলেছে। এই আওয়াজকে আজকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আজকে সরকার সবজায়গায় ব্যর্থ হয়ে দেশে-বিদেশে মিথ্যাচার করছে। বানোয়াট কথা বলছে। জনগণ তাদের কথায় বিশ্বাস করে না।'

'কারণ জনগণ জানে এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে ক্ষমতায় থাকার সময় ক্ষমতাকে চিরস্থায়ী করতে গণতন্ত্রকে হত্যা করেছিল। সকল রাজনৈতিক দলকে বন্ধ করে বাকশাল সৃষ্টি করেছিলো। জনগণ সে বাকশালকে প্রত্যাখান করেছিল। আজকে এই সরকার গত ১৪ বছর যাবৎ গায়ের জোরে ক্ষমতায় এসে আবার বাকশাল করার চেষ্টা করছে। তারা একবার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছে আবার করার চেষ্টা করছে।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা আর বিএনপির কাজ হচ্ছে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করা। আজকে সারাদেশের মানুষ গণতন্ত্র চায়। নিজের ভোট নিজে দিতে চায়। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। চট্টগ্রামে কিছুদিন আগে একটি উপনির্বাচন হয়েছে। সে উপনির্বাচনে এত সরকারের নেতা,মন্ত্রীদের প্রচারের পরও ভোট দিয়েছে শতকরা মাত্র ১৪ ভাগ মানুষ। এটা লজ্জার বিষয়।'
'এবার নাকি শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচন দেবে। এই কথা কেউ বিশ্বাস করে না। এসব বানোয়াট কথা। বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। এই অবৈধ সংসদ বাতিল করতে হবে। অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।'
প্রধান বক্তার বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, আজকে জনগণ জেগে ওঠেছে। জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেন। যদি ক্ষমতা না ছেড়ে নিজের হাতে রাখেন তা হবে আওয়ামীলীগের জন্য অশনি সংকেত। এখন আওয়ামীলীগের কথা বললে জনগণ ছি ছি করে। আওয়ামীলীগ জনগণের দল নয়। জনগণ অচিরেই গনঅভ্যুত্থানের ডাক দিবে। সেদিন আওয়ামীলীগ পালানোর পথ পাবে না। পালানোর জন্য তাদেরকে রাস্তা ফ্রি করে দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, আওয়ামীলীগ দেশকে ধ্বংসের শেষ দিকে নিয়ে গেছে। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই। আর বেগম জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ নেই। বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে এনে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করলে একমাত্র দেশের মানুষ বিচার পাবে।

এস এম ফজলুল হক বলেন, দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে জেগে ওঠেছে। গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে একটা ধাক্কা দিতে হবে। একটা ধাক্কা দিতে পারলে এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এই সরকারের কোনো ভিত্তি নাই।

সমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেন, আজকের এই জনসভা জন সমুদ্রে পরিনত হয়েছে। শেখ হাসিনা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে, আমাকে আমেরিকা ক্ষমতায় দেখতে চায় না। আমরা বলতে চাই, শুধু বিদেশিরা না, দেশের মানুষও শেখ হাসিনাকে এক মুহুর্তের জন্য ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনা ভোট চোর। তার অধীনে কোন নির্বাচন হবে না। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন শুরু হয়েছে। শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা গরে ফিরবো।

সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, দিকে দিকে আওয়ামী লীগের পতনের ধবনি শোনা যাচ্ছে। শেখ হাসিনা বিবিসিকে বলেছে, আমেরিকা আওয়ামীলীগকে আর ক্ষমতায় দেখতে চায়না। এই বক্তব্যে কিন্তু মেসেজ আছে। আওয়ামী লীগের সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা রেহাই পাবে না। জনতার কাতারে তাদের বিচার হবে। দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশ চালাচ্ছে এই সরকার। দেশে আর কোন ভোট ডাকাতির নির্বাচন হতে দেওয়া হবে না। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোন অধিকার নাই। আওয়ামীলীগের অধীনে কোন নির্বাচন মেনে নেবো না। আওয়ামী লীগের তথাকথিত সংসদ সদস্যরা কোন ধরনের ভোট ডাকাতির সুযোগ পাবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যাপারে যে বাধা সরকার সৃষ্টি করেছে সেই বাধা তুলে নিতে হবে। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন।

আবু সুফিয়ান বলেন, জনতার জোয়ার এসেছে। এই জোয়ারে স্বৈরাচারের মসনদ ভেসে যাবে। বিএনপির বিরুদ্ধে মামলা অনেক দিয়েছেন। কারাগারে আর কত জায়গা আছে? পুলিশের আর কত গুলি আছে?
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, চট্টগাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম.এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, আলহাজ সালাউদ্দিন, ইঞ্জি, বেলায়েত হোসেন, নুরুল আমিন চেয়ারম্যান, সরওয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো, শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম, মহানগর কৃষকদলের আহবায়ক মো. আলমগীর, সদস্য সচিব কামাল পাশা নিজামী, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদ আফসার জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, শ্রমিকদলেব তাহের আহম্মেদ সহ বিভিন্ন স্থরের নেত্ববৃন্দ।


বিভাগ : রাজনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়ে অভিনন্দনে ভাসছেন বাংলাদেশি জিন্নাত

বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়ে অভিনন্দনে ভাসছেন বাংলাদেশি জিন্নাত

‘‌দুর্নীতিতে যুক্ত কেরলের মুখ্যমন্ত্রী, পদক্ষেপ নেয় না মোদি সরকার: প্রিয়াঙ্কা গান্ধী

‘‌দুর্নীতিতে যুক্ত কেরলের মুখ্যমন্ত্রী, পদক্ষেপ নেয় না মোদি সরকার: প্রিয়াঙ্কা গান্ধী

৪১ তম বিসিএস গেজেটপ্রাপ্তদের ডুসার বিদায় সংবর্ধনা

৪১ তম বিসিএস গেজেটপ্রাপ্তদের ডুসার বিদায় সংবর্ধনা

নেত্রকোনায় বৃষ্টির জন্য ধর্মপ্রাণ মুসল্লীদের ইসতিস্কার নামাজ আদায় ও বিশেষ দোয়া

নেত্রকোনায় বৃষ্টির জন্য ধর্মপ্রাণ মুসল্লীদের ইসতিস্কার নামাজ আদায় ও বিশেষ দোয়া

দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে: মির্জা আব্বাস

দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে: মির্জা আব্বাস

মধুখালীতে দুইভাইকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের

মধুখালীতে দুইভাইকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের

গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বশেমুরবিপ্রবি

গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বশেমুরবিপ্রবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার প্রতিরক্ষা স্থায়ী কমিটির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার প্রতিরক্ষা স্থায়ী কমিটির

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ

দেশের উন্নয়নে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী

দেশের উন্নয়নে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধের ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধের ঘোষণা

এক দিনের ব্যবধা‌নে আবারও কম‌লো সোনার দাম

এক দিনের ব্যবধা‌নে আবারও কম‌লো সোনার দাম

৪ মে থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

৪ মে থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

চট্টগ্রামে শান্ত-মুশফিকদের রুদ্ধদ্বার অনুশীলন

চট্টগ্রামে শান্ত-মুশফিকদের রুদ্ধদ্বার অনুশীলন

বেনাপোলে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, জনশূন্য রাস্তাঘাট…

বেনাপোলে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, জনশূন্য রাস্তাঘাট…

ইউনাইটেডে থাকলে ২৫ শতাংশ বেতন কাটা যাবে টেন হাগের

ইউনাইটেডে থাকলে ২৫ শতাংশ বেতন কাটা যাবে টেন হাগের

বায়ার্নের সাথে আলোচনা হয়েছে: রাংনিক

বায়ার্নের সাথে আলোচনা হয়েছে: রাংনিক

হরিরামপুরে পূর্ব শত্রতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

হরিরামপুরে পূর্ব শত্রতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

সাজেকে সড়ক দূর্ঘটনায় ঈশ্বরগঞ্জের ৫ পরিবারে শোকের ছায়া

সাজেকে সড়ক দূর্ঘটনায় ঈশ্বরগঞ্জের ৫ পরিবারে শোকের ছায়া

ভোলায় বৃষ্টির প্রার্থনা করে ইসস্তিকার নামাজ আদায়।

ভোলায় বৃষ্টির প্রার্থনা করে ইসস্তিকার নামাজ আদায়।