আবারো দলীয় লোক দিয়ে পুলিশ এবং প্রশাসন সাজাচ্ছেন শেখ হাসিনা :রিজভী
১০ জুলাই ২০২৩, ০৩:০৪ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ০৩:০৪ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন নিয়ে গভীর চক্রান্তে মেতে উঠেছেন। অশুভ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন।তিনি আবারো দলীয় লোক দিয়ে পুলিশ এবং প্রশাসন সাজাচ্ছেন। মন্ত্রীর পিএসদের ডিসি বানাচ্ছেন। এপিএসদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন।
তিনি প্রশ্ন করে বলেন,'জয়দেব কে? তাকে দায়িত্ব দেয়া হয়েছে বিএনপি নেতাদের মামলা তদারকি করে দ্রুত সাজার ব্যবস্থা করতে।
যাতে আবারো কিভাবে সাঁজানো পাতানো একটি নির্বাচন করা যায়।
সোমবার( ১০ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনা করে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন,'শেখ হাসিনা বিরোধীদলকে স্তব্ধ করে দিতে চান। তিনি নিজে প্রকােশ্যে বলেছেন আমি চাইলে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে পারতাম। খালেদা জিয়াকে বিরোধী দলের নেতা নাও বানাতে পারতাম। এই যে অসততা, ক্রোধ, যে হুঙ্কার তাতেই প্রমাণিত হয় তিনি মানুষের ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার কেড়ে নিয়েছেন। সরকারী নিপীড়নের মুখে প্রতিটি মানুষ। প্রতিদিন আদালতে হাজিরা দিতে দিতে মানুষ অসুস্থ হয়ে গেছে।বিএনপি নেতারা শেখ হাসিনার সর্বোচ্চ নিপীড়নের শিকার। এ অবস্থা থেকে অচিরেই পরিত্রান ঘটবে ইনশাল্লাহ।
বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা একটা দুঃসময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। দুর্দিনের মধ্যে বসবাস করতে হচ্ছে। বিএনপি'র লাখ লাখ নেতাকর্মীদের নামে মামলা প্রতিদিন কোর্টে হাজিরা দেওয়া। এই যে নির্যাতন অবিচার করছে সরকার এতেও শেখ হাসিনা সন্তুষ্ট নয়। কিছুদিন আগে তিনি (শেখ হাসিনা) সাংবাদিকদের সামনে বলেছেন বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারতাম। কিন্তু আমি তা করিনি। বুঝতে হবে তিনি বিভিন্ন ষড়যন্ত্র করে যেভাবে গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে। বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্যাতন করে অসুস্থ বানানোর পায়তারা করছে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রবাহ তৈরি হয়েছে সেটা স্তব্ধ করার জন্য তিনি হাসিনা সুপরিকল্পিতভাবে চক্রান্তে করছে। তার বড় প্রমাণ হাসিনার চক্রান্তে সবচেয়ে বেশি যিনি আক্রান্ত হয়েছেন তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একজন সুস্থ মানুষকে জেলে নিয়ে ভয়ানক ভাবে অসুস্থ করে ফেলেছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,'এবারে জনগণ প্রস্তত । আগামী ১২ তারিখের সমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগরসহ আশেপাশের জেলা প্রস্তুত রয়েছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যা যা করার দরকার তাই তাই করছে।পুলিশ প্রশাসনাে অবহিত করা হয়েছে। ইনশাআল্লাহ এই সমাবেশ সাফল্যমন্ডিত হবে।
মিলাদ - দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেও উপস্থিত ছিরেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিশষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর শরফত আলী সপুসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, আব্দুস সালামসহ নেতাদের রোগমুক্তি কামনা করে বিেশষ দোয়া করা হয়।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক