ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েই কারাবন্দি আলেমদের মুক্ত করা হবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম

খুনের আসামীরা জামিনে মুক্তি পেলেও কারাবন্দি মাওলানা মামুনুল হককে মুক্তি দেয়া হচ্ছে না। আড়াই বছর ধরে মাওলানা মামুনুল হককে করাবন্দি রেখে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কারাবন্দি নির্দোষ আলেমদের মুক্তি না দিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েই কারাবন্দি আলেমদের মুক্ত করা হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তির দাবিতে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
যুব মজলিস ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মুর্শিদুল আলম সিদ্দিকীর যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রকিবুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন গাজী ও দিদারুল হক। সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, দেশের ৯০ ভাগ মানুষ মাওলানা মামুনুল হকের মুক্তির পক্ষে। আদালতের দোহাই দিয়ে বন্দি রাখার এই মিথ্যা প্রহসন বন্ধ করুন। আপনারা মামুনুল হকসহ বিরোধী মত দমনে বিচার বিভাগকে হাতিয়ার বানিয়েছেন। এভাবে একটি দেশ চলতে পারে না। আমরা এসকল অন্যায় আর অসত্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়েই যাব, জুলুম করে এই আন্দোলন থামিয়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ নবী (সা.) এর প্রতি বিদ্বেষ ছড়িয়েছেন। নবী বিদ্বেষী ম্যাখোঁর সাথে কোনো ঈমানদার হাত মেলাতে পারেন না। তিনি ম্যাখোঁর সাথে সখ্যতা গড়ে তোলার নিন্দা জানিয়ে বলেন, মুসলিম দেশের একজন প্রতিনিধি হিসেবে তাহাজ্জুদের কথা বলেন, কুরআন তেলাওয়াতের ছবি ভাইরাল করেন, অথচ বিশ্ব মানবতার নবীর প্রতি আপনার সামান্য ভালোবাসাও নেই। থাকলে ম্যাখোঁর সাথে হাত মেলাতে পারতেন না। বিশেষ অতিথির বক্তব্যে যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, আমরা দীর্ঘদিন থেকে কারাবন্দি মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি করছি, সরকার কর্ণপাত করছে না। সতর্ক করে বলতে চাই, যদি না শুনেন, যদি আঙুল বাকা করতে হয়, তাহলে ক্ষমতায় থাকতে পারবেনা না। তিনি আগামী ২০ অক্টোবর আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে ঢাকায় যুব সমাবেশ সফলের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, আজ যেদিকে তাকাই শুধুই সঙ্কট। নানামুখী সঙ্কটে দেশের জনগণ দিশেহার। এই সরকার নিজেদের অন্যায় ঢাকতে আলেমদের গ্রেফতার করে রেখেছে। মামুনুল হকের জনপ্রিয়তাকে সরকার ভয় করে। মামুনুল হক থাকলে তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, এটাই তার অপরাধ। অধিকার সম্পাদক আদিলুর রহমানের কি অপরাধ ছিল? ২০১৩ এর শাপলা চত্বরের সত্য পরিসংখ্যান তুলে ধরা? আমরা এর তীব্র নিন্দা জানাই ও তার মুক্তি দাবি করছি। সভাপতির বক্তব্যে খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, আজ এদেশের উপর ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের ন্যায় বসেছে। এদের হঠানো ছাড়া বাংলাদেশের জনগণের মুক্তি হবেনা। সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকার আজগুবি খাবারের রেসিপি দিয়ে জনগণের সাথে উপহাস করছে। জনগণ থেকে বিচ্ছিন্ন এই সরকার রাজনৈতিক ভাবে খেলতে না পেরে মিথ্যা মামলা করেছে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশেও ইতিহাস গড়ল শাহরুখের ‘জাওয়ান’

আজ গুগলের জন্মদিন

দেশ ৩ দিনের ছুটিতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর : পররাষ্ট্রমন্ত্রী

রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে যে মন্তব্য করলেন সুনেরাহ

জায়েদ-সায়ন্তিকার কারণেই বন্ধ ‘ছায়াবাজ’র শুটিং!

সমুদ্রের তলায় মসজিদ, কোথায় নির্মিত হবে এই আশ্চর্য্য স্থাপত্য?

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ালো সরকার
তামিম প্রশ্নে যা বললেন মাশরাফি

একনজরে বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড

সংস্কৃতিকে সকলের নিকট সুগম করতে প্রযুক্তির বিশাল অবদান রয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকায় আসবেন সউদী যুবরাজ সালমান

জাতীয় জাদুঘরে হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদের অভিষেক ও গীটার সন্ধ্যা

সুফল মিলছেনা হাজার কোটি টাকার বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর

টেকনাফ থেকে আরসা গান কমান্ডার রহিমুল্লাহসহ আটক-৪: বিস্ফোরক, অস্ত্র ও গুলি উদ্ধার

নিখোঁজ ২ শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট

ইরাকে বিয়ে অনুষ্ঠানে আগুন, নিহত শতাধিক

কারাবাও কাপ : সহজ জয়ে শেষ ষোলোতে ইউনাইটেড

অবিশ্বাস্য সেই জয়ের পরের ম্যাচেই হোঁচট খেল বার্

যুক্তরাষ্ট্রে রফতানি কমেছে ২৯ শতাংশ